ইসলামী মূল আক্বীদাহর বিশ্লেষণ
ইসলামী মূল আক্বীদাহর বিশ্লেষণ pdf বই ডাউনলোড। জেনে রাখুন, দ্বীন-ইসলামের মূল ভিত্তি হল ঈমান, অর্থাৎ সহীহ আক্বীদাহর উপর। অথচ আজ আমাদের মুসলিম সমাজের এক বিরাট অংশ কোরআন ও সুন্নাহর আলোক বর্তিকা এবং ঈমান ও আক্বীদার জ্ঞান থেকে বহুদুরে অবস্থান করার ফলে তারা কুফর।
শিরক এবং বিভিন্ন বিভ্রান্তিতে নিপতিত হয়ে ঘুরপাক খাচ্ছে। আল্লাহ তাআলা ইরশাদ করেনঃ অর্থাৎ তাদের অধিকাংশ আল্লাহর উপর ঈমান রাখে, কিন্তু তারা মুশরিক। (সুরা ইউসুফ, ১০৬) ।
আরও দেখুনঃ ভ্রান্ত তাবিজ কবচ pdf বই ডাউনলোড
আল্লাহ তাআলা ইরশাদ করেনঃ অর্থাৎ আপনার পূর্বে আমি যে রাসূলই প্রেরণ করেছি তার প্রতি এ প্রত্যাদেশই পাঠিয়েছি যে, আমি ব্যতীত সত্যিকার কোন মাবুদ বা উপাস্য নেই। সুতরাং তোমরা একমাত্র আমারই এবাদত কর। (সূরা আম্বিয়া, আয়াত-২৫)।
এটা সেই তাওহীদ যার স্বাক্ষ্য আল্লাহ তায়ালা স্বয়ং নিজের জন্য দিয়েছেন এবং স্বাক্ষ্য দিয়েছেন তারঁ ফেরেশতাগণ ও বিদ্বান ব্যক্তিগণ, আর এটাই আসমানী কিতাবসমূহের মধ্যে আল্লাহ তায়ালা সম্পর্কিত সর্ববৃহৎ সাক্ষ্য। আল্লাহ তাআলা ইরশাদ করেনঃ অর্থাৎ আল্লাহ সাক্ষ্য দিয়েছেন।
আরও দেখুনঃ শিরকবিহীন ঈমানের মর্যাদা pdf বই ডাউনলোড
তিনি ছাড়া আর কোন সত্য মাবুদ নেই এবং ফেরেশতাগণ ও ন্যায়নিষ্ঠ জ্ঞানীগন ও সাক্ষ্য দিয়েছেন, তিনি ছাড়া আর কোন সত্যিকার ইলাহ উপাস্য নেই। তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। (সুরা আলে-ইমরান, আয়াত-১৮)।তাওহীদের তাৎপর্য ও মর্যাদা যেহেতু অপরীসীম তাই প্রত্যেক মুসলমানের অপরিহার্য্য দায়িত্ব হলো, আল্লাহর তাওহীদ বা আল্লাহর একত্ববাদের জ্ঞান শিক্ষা করা, অন্যকে তা শিক্ষা প্রদান করা ।
এবং তাওহীদ নিয়ে গবেষণা ও চিন্তা-ভাবনা করা। যাতে করে, সে প্রশান্ত মনে নিয়ে স্বীয় দ্বীনকে এমন দৃঢ় ভিত্তির উপর স্থাপন করে। লেখক এই পুস্তিকাটিতে ইসলামী আক্বীদার মূল ভিত্তিসমূহ সম্পর্কে জ্ঞানগর্ভ আলোচনা করেছেন নির্ভেজাল ইসলামী আক্বীদার জ্ঞানার্জনের জন্য বইটির অপরিসীম গুরুত্ব অনুধাবন করে বাংলাভাষায় এর অনুবাদ করার জন্য আমি প্রয়াসী হই।
আরও দেখুনঃ মাযহাব কি বিভিন্ন ভাগে বিভক্ত pdf বই ডাউনলোড
নিচে ইসলামী মূল আক্বীদাহর বিশ্লেষণ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 4.87 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ শায়খ মোহাম্মাদ বিন সালেহ আল-উসাইমীন রহ অনুবাদঃ মোহাম্মাদ আলীমুল্লাহ ইবনে এহসান উল্লাহডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ