ইসলামী সংস্কৃতির মর্মকথা pdf বই ডাউনলোড। কিন্তু এ এক মারাত্মক রকমের ভুল ধারণা। কারণ, একথা যদিও সত্য যে, মানুষের বর্তমানকাল চিরদিনই অতীতকাল দ্বারা প্রভাবিত হয়ে থাকে এবং সেহেতু প্রত্যেক নব রূপায়ণেই পূর্ববর্তী গঠন উপাদান থেকে সাহায্য গ্রহণ করা হয়, তথাপি একথা অনস্বীকার্য যে, ইসলামী সংস্কৃতি আপন প্রাণসত্তা ও মৌলিক উপাদানের দিক থেকেই সম্পূর্ণরূপেই ইসলামী এবং এর ওপর কোন অনৈসলামী সংস্কৃতির অনুমাত্রও প্রভাব নেই।
অবশ্য এর বাইরের খুটিঁনাটি বিষয়ে আরবীয় মনন, আরবীয় ঐতিহ্য এবং পূর্ববর্তী ও পরবর্তী সংস্কৃতিগুলোর কিছু না কিছু প্রভাব অবশ্যই পড়েছে। ইমারতের একটা দিক হচ্ছে তার নক্সা,তার নিমার্ণ কৌশল, উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্য মোতাবেক তার গড়ে ওঠা, এটিই হচ্ছে তার আসল ও মূল জিনিস।
আরও ইসলামিক বই দেখুনঃ
- বৃটিশ বাংলায় মুসলিম সংস্কৃতির রূপান্তর pdf বই
- ইবাদাতের মর্মকথা pdf বই ডাউনলোড
- কালিমার মর্মকথা pdf বই ডাউনলোড
- আমাদের সংস্কৃতি বিচার্য বিষয় চ্যালেঞ্জসমূহ pdf বই ডাউনলোড
- মুসলমানদের ইতিহাস চর্চা pdf বই ডাউনলোড
আর একটি দিক হচ্ছে তার বর্ণ,বৈচিত্র, তার কারুকার্য এবং তার শোভা-সৌন্দর্য, এটি হচ্ছে তার খুটিঁনাটি ও খোট-খাট ব্যাপার। সুতরাং আসল ও মূল জিনিসের দিক দিয়ে বিচার করলে দেখা যায় যে, ইসলামী সংস্কৃতি সৌধ সম্পূর্ণত ইসলামেরই গঠন ক্রিয়ার ফল। তার নক্সা তার নিজস্ব অন্য কোন নক্সা থেকে এ ব্যাপারে সাহায্য নেয়া হয়নি।
তার নিমার্ণ কৌশল তার নিজেরই উদ্ভাবিত, এ ক্ষেত্রে অপর কোন নমুনার অনুকরণ করা হয়নি। তার নির্মাণ উদ্দেশ্য সম্পূর্ণ স্বতন্ত্র ও অভিনব, এ উদ্দেশ্য আর কোন ইমারত না এর আগে নির্মিত হয়েছে, না পরে।অনুরূপভাবেই এ উদ্দেশ্য হাসিল করার জন্যে যে ধরণের গঠন কার্যর প্রয়োজন ছিল, ইসলামী সংস্কৃতি ঠিক সেইরূপেই রূপায়িত হয়েছে।
এ উদ্দেশ্যে সে যা কিছু নির্মাণ করেছে, তাতে বাইরের কোন প্রকৌশলী না কোন সংস্কার- সংশোধনের ক্ষমতা রাখে, আর না রাখে, কোন সংযোজনের। বাকী থাকে খুটিঁনাটি ও ছোটখাট বিষয়গুলো; এ ব্যাপারেও ইসলাম অন্যান্য সংস্কৃতি থেকে খুব কম জিনিসই গ্রহণ করেছে। এমন কি বলা যেতে পারে যে এরও বেশীর ভাগ ইসলামেরই নিজস্ব জিনিস। আবশ্য মুসলমানরা অন্যান্য সংস্কৃতি থেকে বর্ণ,বৈচিত্র, কারুকার্য এবং শোভা সৌন্দর্যর উপকরণ নিয়ে এ দিককার সমৃদ্ধি কিছুটা বাড়িয়েছে। আর এটাই দর্শকদের চোখে এতখানি প্রকট হয়ে ওঠেছে যে, গোটা ইমারতের ওপরই তারা অনুকরণের অপবাদ চাপিয়ে দেবার প্রয়াস পাচ্ছে।
সংস্কৃতির সংজ্ঞা- এ বিষয়ের মীমাংসা করতে হলে সবার আগেই প্রশ্নের জবাব পেতে হবে যে, সংস্কৃতি কাকে বলে? লোকেরা মনে করে যে, সংস্কৃতি বলতে বুঝায় কোন জাতির জ্ঞান বিজ্ঞান, সাহিত্য-দর্শন, শিল্প-কারিগরী, ললিতকলা, সামাজিক রীতি, জীবন পদ্ধতি, রাষ্ট্রনীতি ইত্যাদি, কিন্তু প্রকৃতপক্ষে এগুলো সংস্কৃতির আসল প্রাণবস্তু নয়, তার ফলাফল ও বহি:প্রকাশ মাত্র।
নিচে ইসলামী সংস্কৃতির মর্মকথা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | আধুনিক প্রকাশনী |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 7.45 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | সাইয়েদ আবুল আলা মওদূদী |
অনুবাদঃ | মুহাম্মাদ হাবিবুর রহমান |