ইসলামের অর্থনীতি
ইসলামের অর্থনীতি pdf বই ডাউনলোড। ইসলাম সম্বন্ধে আমাদের সর্বশ্রেষ্ঠ দাবি এই যে, ইসলাম শুধুমাত্র আত্মার কল্যাণকামী ধর্মই নয়। ইসলাম গোটা মানুষের দুনিয়া ও আখিরাতের সুষ্পষ্ট ও সর্বাত্মক ইশারা। ইসলামী মোনাজাতের প্রথম কথা দুনিয়ার মঙ্গল, আখিরাতের মঙ্গলের কথা পরে।
মানুষের পার্থিব কল্যাণ অনেকখানি নির্ভর করে সুষ্ঠু সমাজ ব্যবস্থার, অর্থনৈতিক ব্যবস্থার উপর। আজকের জ্ঞিাসু মানুষ তাই প্রত্যেক সামাজিক বানিজ্যিক অর্থনৈতিক ব্যবস্থাকেই বিচার করতে চায় এই মাপকাঠি দিয়ে যে, সে ব্যবস্থা কতখানি পার্থিব কল্যাণ আনবে মানুষের জন্যে। মানুষের পার্থিব উন্নতির পথ কতখানি সুগম হবে তাতে। আর সেই উন্নতির সুফল কতখানি আসবে সবারই ভোগে।
আরও দেখুনঃ ইসলামে হালাল ও হারাম pdf বই
আজ তাই চরম পরীক্ষা এসেছে প্রত্যেক সামাজিক অর্থনৈতিক ব্যবস্থার। যে দুটি প্রধান ব্যবস্থা আজ দুনিয়ায় চালু তার কোনটাতে মানুষ সুখী হতে পারছে না। তার মন চাইছে নূতন পথের সন্ধান – যে পথে থাকবে না বর্তমান ব্যবস্থাদ্বয়ের গলদগুলো।
আমার নিশ্চিত বিশ্বাস, ইসলামে সে ব্যবস্থা আছে। কিন্তু আজ শুধু বিশ্বাসকে সম্বল করলেই আমাদের চলবে না। ইসলামের সামাজিক অর্থনৈতিক ব্যবস্থার মূল সূত্রগুলোকে সাজিয়ে গুছিয়ে মেজে ঘষে দুনিয়ার সামনে তুলে ধরতে হবে। আর দেখতে হবে, কেমন করে আজকের শিল্প-বানিজ্য, যন্ত্র কেন্দ্রিক সভ্যতাতেও শুধুমাত্র ইসলামই মানুষের কল্যাণকামী পথের সন্ধান দিতে পারে।
আরও দেখুনঃ ইসলামী দন্ডবিধি pdf বই
অর্থনীতি মানব জীবনের একটি মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়। দুনিয়ায় জীবন যাপনের জন্য প্রয়োজনীয় সামগ্রী আহরণ, সর্বশ্রেণীর মানুষের মধ্যে উহার সুষম বন্টন এবং সমাজ ও রাষ্ট্রের ক্রমবর্ধমান চাহিদা মিটানোর জন্য প্রয়োজন একটি বলিষ্ঠ অর্থনীতির।
কিন্তু মানুষের কাংখিত এই অর্থনীতিটি পাওয়া যাবে কোন সূত্র হইতে? অথবা কে-ইবা উহা রচান করিয়া দিবে মানব জাতিকে? যুগ যুগ ধরিয়া এই মূল প্রশ্নে বিতর্ক চলিয়া আসিতেছে মানব সমাজে।
আরও দেখুনঃ ইসলাম ও বিজ্ঞান pdf বই
অবশ্য মানুষ শুধু বিতর্কে লিপ্ত হইয়াই ক্ষান্ত হয় নাই। বরং, প্রয়োজনের তাগিদে সে নিজেই নানারূপ অর্থনীতি রচনা করিয়া লইয়াছে। তন্মধ্যে ধনতন্ত্র ও সমাজতন্ত্র এই দুইটি অর্থনীতিই বর্তমানে দুনিয়ায় বেশিরভাগ অঞ্চলে প্রচলিত রহিয়াছে।
নিচে ইসলামের অর্থনীতি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ খায়রুন প্রকাশনী বইয়ের ধরণঃ ইসলামী অর্থনীতি বইয়ের সাইজঃ 10.8 MB প্রকাশ সালঃ ২০১২ ইং বইয়ের লেখকঃ মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম রহঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ