ইসলামের অর্থনৈতিক বিপ্লব
ইসলামের অর্থনৈতিক বিপ্লব pdf বই ডাউনলোড। আল্লাহ রাব্বুল আলামীন পৃথিবীতে শান্তি, সাম্য ও সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠার জন্যে যুগে যুগে নবী ও রাসূল পাঠিয়েছেন। নবী ও রাসূলগণের কাজই ছিল মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক তথা সামগ্রিক জীবনধারাকে আল্লাহর বিধান অনুসারে পরিচালিত করার নির্দেশ দেয়া।
কারণ সে পথেই শুধুমাত্র শান্তি ও উন্নতির সমন্বয় সাধন সম্ভব। মানুষের মনগড়া কোন বিধান বা আদর্শই মানুষকে স্থায়ী এবং নিরবচ্ছিন্ন শান্তি দিতে পারে না। বরং সেসব মনগড়া আদর্শ মানুষের মধ্যে আরও বেশী অবিশ্বাস, হানাহানি, দ্বন্দ্ব ও সংঘাত সৃষ্টি করেছে। সামাজিক নৈরাজ্যের সৃষ্টি হয়েছে।
আরও দেখুনঃ ইসলামের অর্থনীতি pdf বই
প্রত্যেক নবীই মানুষের সমাগ্রিক জীবনকে সুখ ও শান্তিময় করার লক্ষ্যে কাজ করে গেছেন। আর বিশ্বমানবতার জন্যে প্রেরিত আল্লাহর শেষ নবী হযরত মুহাম্মদ সাঃ চূড়ান্তভাবে তার পূর্ণতা দান করেছেন। তাঁরেই প্রদর্শিত পথে চলে আইয়ামে জাহেলিয়াতের আরববাসী বিশ্বসভ্যতায় নিজেদেরকে শুধু প্রতিষ্ঠিতেই করেনি। ভবিষ্যতে উন্নতি ও প্রগ্রতির দিক নির্দেশ করেছে।
রাসূলে কারীম হযরত মুহাম্মদ সাঃ মদীনা মুনাওয়ারায় তাঁর দশ বছরের সংগ্রামী ও বিপ্লবী জীবনে একটি পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। প্রত্যেক রাষ্ট্রেরই যেমন অর্থনৈতিক নীতি-নির্দেশনা থাকে, এ রাষ্ট্রেও তিনি তার প্রবর্তন করেন।
আরও দেখুনঃ প্রচলিত জাল হাদীস pdf বই
তাঁর অনুসৃত ও প্রদর্শিত অর্থনৈতিক বিধান সমূহের উৎস ছিল আল-কুরআন। আর সে পথ অনুসরণ করেই এককালের তমসাচ্ছন্ন ও দরিদ্র আরববাসী পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত হতে পেরেছিল। কারণ তিনি প্রচলিত অর্থনৈতিক ৈনীতি ও ব্যবস্থার ক্ষেত্রে এক মহাবিপ্লব এনেছিলেন।
সে বিপ্লবের পথ ধরেই রূপায়িত হয়েছিল যাবতীয় অর্থনৈতিক কর্মকান্ড। ফলশ্রুতিতে বিশাল ইসলামী বিশ্বে একটা সুশৃংখল ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে উঠেছিল। সেই উন্নতি ও সমৃদ্ধির ছত্রছায়ায় মুসলিম বিশ্বের জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, শিল্পকলা ও সংস্কৃতি চর্চা এগিয়ে চলেছিল।
আরও দেখুনঃ মারেফুল হাদীস ১ম খন্ড pdf বই
অর্থনৈতিক ক্ষেত্রে ইসলামের যে বিপ্লব রাসূলে কারীম সাঃ এনেছিলেন তার দুটি দিক রয়েছে। একদিকে কতকগুলি নতুন বিষয়ের প্রবর্তন, অন্যদিকে পূর্বের কতকগুলি প্রচলিত শোষণ ও পীড়নমূলক ব্যবস্থার মূলোচ্ছেদ।
নিচে ইসলামের অর্থনৈতিক বিপ্লব pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ আহসান পাবলিকেশন বইয়ের ধরণঃ ইসলামী অর্থনীতি বইয়ের সাইজঃ 3.09 MB প্রকাশ সালঃ ২০০৪ ইং বইয়ের লেখকঃ শাহ মুহাম্মদ হাবীবুর রহমান অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ