ইসলামের আলোকে চিকিৎসা বিজ্ঞান
ইসলামের আলোকে চিকিৎসা বিজ্ঞান pdf বই ডাউনলোড। এমন এক সময় ছিলো যখন আরব জাতি চিকিৎসা বিজ্ঞানে সবচেয়ে অগ্রগামী ছিলো। আবূ আল ইবনে সিনা (আভিসিনা) এর রচিত (Canons of Medicine) থেকেই জ্ঞান আহরণ করে বর্তমান অগ্রগামী পশ্চিমা মেডিসিনের সূত্রপাত হয়েছে।
Prophetic Medicine এর দুটো উপাদান রয়েছে। একটি হচ্ছে পার্থিব ঔষুধ বা physical medicine. অর্থাৎ বস্তুগত জিনিস বা গাছ-গাছড়ার মাধ্যমে চিকিৎসা, যে ব্যবস্থাপত্রের যথার্থতা ও কার্যকারিতা প্রমাণের জন্য গবেষণার দুয়ার উন্মুক্ত।
আরও দেখুনঃ ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা pdf বই
অপরটি হচ্ছে রূহানী ঔষুধ বা spiritual medicine. অর্থাৎ আল্লাহর কাছে দুয়া ও প্রার্থনা র মাধ্যমে রোগমুক্তি লাভ। রোগ নিরাময়ে যখন বিদ্যমান সকল চিকিৎসা ব্যর্থ হয়, তখন আমরা রোগমুক্তির জন্য আল্লাহর সাহায্য কামনা করতে পারি।
আর এ দুয়ের সমন্বয়েই হচ্ছে Prophetic medicine. শুধুমাত্র দুয়ার মাধ্যমে মুঘল সম্রাট বাবর তাঁর দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছেলে হুমায়ুনের রোগমুক্তি করিয়েছিলেন। বাবর তাঁর দুয়ায় নিজের জীবনের বিনিময়ে হলেও আল্লাহর কাছে হুমায়ুনের আরোগ্য কামনা করেছিলেন।
আরও দেখুনঃ আল্লাহর পথে যাত্রা pdf বই
পবিত্র কুরআন মানব জাতিকে রোগ-ব্যাধি থেকে নিরাপদ থাকতে এবং সুস্বাস্থ্য বজায় রাখতে উত্তম, সজীব, স্বাস্থ্যকর ও হালাল খাদ্য গ্রহণের নির্দেশ দিয়েছে। অপরদিকে নবী সাঃ সঠিক ও পরিমিত খাদ্য গ্রহণের মাধ্যমে রোগ-ব্যাধি প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষায় অনেক মূল্যবান উপদেশ রেখে গেছেন।
তিনি মুসলিম উম্মাহকে অসুস্থ হলে চিকিৎসা গ্রহণের নির্দেশ দিয়েছেন। তবে হারাম বস্তুর মাধ্যমে চিকিৎসা গ্রহণ করতে নিষেধ করেছেন। একইভাবে তিনি হালাল ও স্বাস্থ্যকর খাবার ও পথ্যের তালিকা আমাদের সামনে তুলে ধরেছেন।
আরও দেখুনঃ চিকিৎসা বিজ্ঞানীর দৃষ্টিতে রোযা
লেখক বইটিতে ভুল চিকিৎসায় রোগীর ক্ষতি বা প্রাণহানি, ধূমপান ও অন্তরের ব্যাধির প্রতিকার এবং পানি, বায়ু, মাছি ও ইঁদুর বাহিত রোগ প্রতিরোধে অনেক সহীহ হাদীস আলোচনা করেছেন। যা আমাদের জনস্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহের কাজে অনেক উপকারে আসবে।
‘রোগ ও চিকিৎসা’ অধ্যায়ে লেখক বিভিন্ন রোগের চিকিৎসায় নবী সাঃ যেসব হার্বাল মেডিসিনের ব্যবস্থাপত্র দিয়েছেন, তা বিস্তারিত আলোচনা করেছেন।
নিচে ইসলামের আলোকে চিকিৎসা বিজ্ঞান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি বইয়ের ধরণঃ ইসলাম ও চিকিৎসা বইয়ের সাইজঃ 49.8 MB প্রকাশ সালঃ ২০১৩ ইং বইয়ের লেখকঃ ড. মুহাম্মদ মুশারফ হোসাইন অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ