ইসলামের দৃষ্টিতে আন্তধর্ম বিয়ে pdf বই ডাউনলোড। একজন মুসলিম কখনো অমুসলিম নারীকে বিয়ে করতে পারে না। মুসলিম হয়ে অন্য ধর্মাবলম্বীকে বিয়ে করা প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন,আর তোমরা মুশরিক নারীদের বিয়ে করো না, যতক্ষণ না তারা ঈমান আনে এবং মুমিন দাসী মুশরিক নারীর চেয়ে নিশ্চয় উত্তম, যদিও সে তোমাদেরকে মুগ্ধ করে। আর মুশরিক পুরুষদের সাথে বিয়ে দিয়ো না, যতক্ষণ না তারা ঈমান আনে।
আর একজন মুমিন দাস একজন মুশরিক পুরুষের চেয়ে উত্তম, যদিও সে তোমাদেরকে মুগ্ধ করে তোমাদেরকে আগুনের দিকে আহ্বান করে, আর আল্লাহ তারঁ অনুমতিতে তোমাদেরকে জান্নাত ও ক্ষমার দিকে আহবান করেন এবং মানুষের জন্য তার আয়াতসমূহ স্পষ্টরূপে বর্ণনা করেন, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে। (সূরা আল-বাকারা, আয়াত: ২২১) ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ঈমান আনা সত্বেও মুশরিক pdf বই ডাউনলোড
- ঈমান ইয়াকীনের বয়ান pdf বই ডাউনলোড
- বিয়ে pdf বই ডাউনলোড
- ইসলামী বিবাহ pdf বই ডাউনলোড
- অল্প বয়সে বিয়ে pdf বই ডাউনলোড
আয়াত নাযিলেল প্রেক্ষাপট হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মারছিদ নামক এক সাহাবীকে মক্কায় প্রেরণ করেন গোপনে গিয়ে সেখানে থেকে যাওয়া লোকদের আনতে তিনি সেখানে পৌঁছলে ইনাক নামক এক মুশরিক নারী তারঁ কথা শুনতে পায়। সে ছিল তারঁ জাহেলী যুগের বান্ধবী। সে তারঁ কাছে এসে বলল হে আর মারছিদ তুমি কি আমায় সান্নিধ্য দেবে না? তিনি বললেন, ধ্বংস হও তুমি হে ইনাক, ইসলাম এখন আমাদের মাঝে ওই কাজে অন্তরায় সৃষ্টি করেছে।
সে বলল, তবে তুমি কি আমায় বিয়ে করতে পার? তিনি বললেন হ্যা, কিন্তু আমাকে আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যেতে হবে । তারঁ কাছে আমি তোমাকে বিয়ে করার অনুমতি প্রার্থনা করব্ সে বলল, তুমি আমাকে উপেক্ষা করছ? অতপর মেয়েটি তারঁ বিরুদ্ধে নিজ গোত্রীয় লোকদের সাহায্য চাইল। তারা তাকেঁ বেদম প্রহার করল।
তারপর তারঁ পথ ছেড়ে দিল্ মক্কায় নিজের কাজ সেরে তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গেলেন, তাকেঁ তিনি নিজের অবস্থা, ইনাকের বিষয় এবং এ জন্য প্রহৃত হবার ঘটনা জানালেন। তারপরে বললেন, হে আল্লাহর রাসূল আমার জন্য কি তাকে মুশরিক নারীকে বিয়ে করা হালাল হবে? তখন আল্লাহ এই আয়াতটি নাযিল করেন।
আবার এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে তাফসীর শাস্ত্রের ইমাম ইবনু জারীর আত-তবারী রহিমাহুল্লাহ বলেন, আয়াতের ব্যাখ্যায় তাফসীর বিশারদগণ এ ব্যাপারে মতবিরোধ করেছেন যে এতে সকল মুশরিকের কথা বলা হয়েছে নাকি কতিপয় মুশরিকের কথা। আর আয়াতটি নাযিল করার পর এর কিছুকে মানসূখ বা রহিত করা হয়েছে কি-না। তাঁদের কেউ বলেছেন, আয়াতে সকল মুসলিমের জন্য সব মুশরিক নারীর বিবাহকে হারাম বুঝানো হয়েছে। বইটি সম্পূর্ণ পড়তে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে ইসলামের দৃষ্টিতে আন্তধর্ম বিয়ে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 1.00 MB |
প্রকাশ সালঃ | ২০১২ |
বইয়ের লেখকঃ | আলী হাসান তৈয়ব |
অনুবাদঃ |