ইসলামের দৃষ্টিতে ট্রান্সজেন্ডারবাদ ভয়াবহতা ও সচেতনতা pdf বই ডাউনলোড। ইসলামের দৃষ্টিতে ট্রান্সজেন্ডারবাদ: ভয়াবহতা ও সচেতনতা আল্লাহ তাআলা মানুষকে দুই জাতে ভাগ করেছেন। এক জাত পুরুষ আরেক জাত নারী। অন্যভাবে বললে আল্লাহ তাআলা জেন্ডার তথা লিঙ্গকে দুই ভাগে বিভক্ত করেছেন। পুরুষ লিঙ্গ ও স্ত্রী লিঙ্গ।
আল্লাহর এই নিয়ম ও সিস্টেম শুধু মানুষের ক্ষেত্রে যে তা নয়, বরং সমস্ত প্রাণীর ক্ষেত্রেও একই সিস্টেম। অন্যান্য প্রাণীও দুইভাগে বিভক্ত। পুরুষ জাতি ও নারী জাতি।
কুরআনে আল্লাহ তাআলা বলেন- وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا
অর্থ: আমি তোমাদেরকে জোড়া জোড়া (পুরুষ ও নারী রূপে) সৃষ্টি করেছি। (সূরা আন-নাবা ৮)
আরও ইসলামিক বই দেখুনঃ
- মুখতাসার রুকইয়াহ pdf বই ডাউনলোড
- তারাবীহ ও ইতিকাফ pdf বই ডাউনলোড
- রমাদান প্ল্যানার pdf বই ডাউনলোড
- সাওমের বিধি বিধান pdf বই ডাউনলোড
- একই দিনে রোজা ও ঈদ pdf বই ডাউনলোড
- বাইবেল সত্য নবী মুহাম্মদ সাঃ pdf বই ডাউনলোড
অন্যত্র আল্লাহ তাআলা বলেন-
يَأَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَّفْسٍ وَاحِدَة وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً
অর্থ: হে লোক সকল! নিজ প্রতিপালককে ভয় কর, , যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি হতে এবং তারই থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। আর তাদের উভয় থেকে বহু নর-নারী (পৃথিবীতে) ছড়িয়ে দিয়েছেন। (সূরা আন-নিসা: ১)
وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنْثَى
অর্থ: এবং (শপথ) সেই সত্তার, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন। (সূরা আল-লাইল: ৩)
উপরের আয়াতসমূহ থেকে বোঝা গেলো মানুষ কেবল দুটি জাতের মধ্যে সীমাবদ্ধ। হয়ত পুরুষ জাত, নয়ত নারী জাত। এর বাইরে তৃতীয় আর কোনো লিঙ্গ বা জাত নেই ।
হিজড়া ও তৃতীয় লিঙ্গ
হিজড়া মানে লিঙ্গ প্রতিবন্ধী। মানুষ অন্যান্য অঙ্গের ক্ষেত্রে যেমন প্রতিবন্ধী হয়, লিঙ্গের ক্ষেত্রেও প্রতিবন্ধী হয়। জন্মের পর যার মধ্যে উভয় লিঙ্গের আলামত পাওয়া যায় তাকে খুনসা বা হিজড়া বলে।
হিজড়াদেরকে তৃতীয় লিঙ্গ বলা হয়। অথচ কথাটা ভুল। তৃতীয় লিঙ্গ বলতে পৃথক কোনো লিঙ্গ নেই। হয়ত পুরুষ না হয় নারী। কুরআন সেটা সুস্পষ্ট ঘোষণা করেছে। তৃতীয় লিঙ্গ বলে একটা বৈষম্য তৈরি করে তাদের সমাজচ্যুত করার পেছনে অন্যতম দায় আমাদের অজ্ঞতা।
উপরের কুরআনের বক্তব্য থেকে বোঝা গেলো লিঙ্গ দুটিই। হিজড়ারাও দুই লিঙ্গের মধ্যে যে কোনো একটির আওতায় পড়ে। হয়ত পুরুষ কিংবা নারী। লিঙ্গ অপূর্ণাঙ্গ হওয়ার কারণে তারা শারীরিকভাবে লিঙ্গ প্রতিবন্ধী। সমাজের কাছে হিজড়া হিসেবে পরিচিত। কিন্তু মৌলিকভাবে তারা যে কোনো একটি লিঙ্গের অন্তর্ভুক্ত।
নিচে ইসলামের দৃষ্টিতে ট্রান্সজেন্ডারবাদ ভয়াবহতা ও সচেতনতা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 5 MB |
প্রকাশ সাল | ২০২৩ |
বইয়ের লেখকঃ | মুফতি জিয়াউর রহমান |
বইয়ের অনুবাদকঃ |