ইসলামে অর্থনৈতিক নিরাপত্তা pdf বই ডাউনলোড। অর্থনৈতিক নিরাপত্তাহীনতা শুধু এ কালেরই সমস্যা নয়। সৃষ্টির শুরু থেকেই মানুষ এই সংকটে ভুগছে। পেটের চাহিদা পূরণের জন্যে মানুষ সব সময়ই তৎপর। তবে, বর্তমান যুগে অর্থনৈতিক সংকটই মানুষের সবচেয়ে বড় সংকট। এই সংকট সমাধানের প্রশ্নে মানুষ পাগলের মত ব্যস্ত। ফলে মানুষ বোধশূন্য অবস্থায় এসে দাড়িঁয়েছে। চিন্তা- ভাবনা করার শক্তিও আজ তার অবলুপ্তপ্রায়।
অর্থনৈতিক নিরাপত্তায় যে কথাই বলা হয়, পরিণাম চিন্তা না করে মানুষ সেই দিকেই ধাবিত হয়। নাস্তানাবুদ না হওয়া পর্যন্ত পেছনে ফিরে তাকানোর অনুভুতিও থাকে না। একেক সময় সে একেক পথ অবলম্বন করে। কিন্তু কোন পথেই কাংখিত লক্ষ্য হাসিল হয় না।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ইসলামের অর্থনৈতিক বিপ্লব pdf বই ডাউনলোড
- অর্থনৈতিক সমস্যার ইসলামি সমাধান pdf বই ডাউনলোড
- ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা pdf বই ডাউনলোড
- ইসলামী অর্থনৈতিক চ্যালেঞ্জ pdf বই ডাউনলোড
- ইসলামী জীবন ধারা pdf বই ডাউনলোড
অধিকন্তু সে হতাশা ও বঞ্চনার ফাঁদে জড়িয়ে পড়ে। অর্থনৈতিক বোঝা থেকে নিস্কৃতি পাওয়ার পরিবর্তে সে আরো ন্যুজ হয়। অর্থনৈতিক নিরাপত্তা লাভ এবং দারিদ্র্য ও বুভুক্ষা থেকে মুক্তির জন্যে এই বিশ্ব কতবারই না রক্তে রঞ্জিত হয়েছে! দুর্ভাগ্য, মানবতার তমসাচ্ছন্ন রাতের পরিসমাপ্তি ঘটে সুবহে উম্মিদ আর কখনো আসেনি। বর্তমান যুগের মানুষ অসংখ্য পথে অর্থনৈতিক নিরাপত্তার সন্ধান করছে।
ইসলাম সেই সব পথের অন্যতম পথ। এই পথ অনুসরণ করলে মানুষ সকল বিচ্যুতি থেকে সুরক্ষিত থেকে মনযিলে মকসুদে পৌঁছতে সক্ষম হয়। মানুষের দারিদ্র্য ও বুভুক্ষা এবং অর্থনৈতিক দুরবস্থা মোচনে ইসলাম প্রদত্ত নকশা অত্যন্ত সমান্তরাল ও ভারসাম্যপূর্ণ। এতে সমষ্টি ও ব্যক্তির প্রয়োজনীয়তার প্রতি গুরুত্ব আরোপ করা হয়।
ইসলাম সমষ্টিকে এমন নির্যাতনমূলক ক্ষমতা প্রদান করে না যাতে ব্যক্তির ব্যক্তিত্ব খর্ব, চিন্তাশক্তি এবং শারীরিক যোগ্যতা বিকল, কর্মের স্বাধীনতা ভূলুণ্ঠিত এবং মেহনত ও শ্রমের ফল থেকে বঞ্চিত হয়। পক্ষান্তরে ইসলাম ব্যক্তিকেও এমন স্বাধীনতা প্রদান করে না, যাতে অন্যর স্বাধীনতা ক্ষুন্ন হয়। ইসলাম একদিকে প্রত্যেক ব্যক্তিকে নিজের শক্তি এবং যোগ্যতা প্রদর্শন ও ফল থেকে উপকৃত হওয়ার জন্যে উদ্বুদ্ধ করে, তার শ্রম ও মেহনতের ফলকে পবিত্র মনে করে এবং তাতে কারো হস্তক্ষেপ অবৈধ মনে করে।
নিচে ইসলামে অর্থনৈতিক নিরাপত্তা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | সৃজন প্রকাশনী |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 5.66 MB |
প্রকাশ সালঃ | ১৯৯১ সাল |
বইয়ের লেখকঃ | ডঃ ইউসুফ আল কারযাভী |
অনুবাদকঃ | আবদুল কাদের |