ইসলামে সম্পদ অর্জন ও ব্যায়
ইসলামে সম্পদ অর্জন ও ব্যায় pdf বই ডাউনলোড। সম্পদ অর্জন, আয় ও সম্পদের সুষ্ঠু ব্যয়-বন্টনের উপরই নির্ভর করে একটি জাতির ববা দেশের সমৃদ্ধি ও উন্নতি। দেশের জনগনের কর্মসংস্থান, বিনিয়োগের সুযোগ বৃদ্ধি।
এবং সেই সাথে কারো হাতে যেন সম্পদ কেন্দ্রীভূত হতে না পারে তা নির্ভর করে রাষ্ট্রে বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থার উপর। রাষ্ট্রে কি ধরনের অর্থনৈতিক ব্যবস্থা চালু রয়েছে তার উপরও নির্ভর করে আয়-উপার্জনে কি প্রক্রিয়া অবলম্বিত হবে এবং আয় ও সম্পদ বন্টন সুষ্ঠু হবে না বৈষম্যপূর্ণ হবে।
আরও দেখুনঃ রাসুলের প্রশ্ন সাহাবিদের উত্তর pdf বই ডাউনলোড
পুজিবাদী বাজার অর্থনীতিতে ব্যক্তি সম্পদের নিরংকুশ মালিকানা ভোগ করে। হালাল-হারামের প্রসংগ এবং পরকালে জবাবদিহিতার বিষয়টি যেহেতু পুজিঁবাদী বাজার অর্থনীতির দার্শনিক ভিত্তি নয়- সেহেতু অর্থনীতিতে মানুষ নানা কৌশলে,সাধারণতঃ অসৎ ও অবৈধ উপায়ে আয় উপার্জনের চেষ্টা করে।
অপরদিকে রাষ্ট্র নিয়ন্ত্রিত সমাজতন্ত্র বা কমান্ড-অর্থনীতিতে ব্যক্তি মালিকানার সীমারেখা সংকুচিত। কোন কোন ক্ষেত্রে নেই বললেই চলে। কিমিউনিষ্ট দেশসমূহে আয় ও সম্পদ বন্টন পুরোপুরি কমিউনিষ্ট পার্টি ও রাষ্ট্রের কর্ণধারদের খেয়ালখুশির উপর নির্ভরশীল। ইসলাম এই দুই প্রান্তিকতার মধ্যবর্তী স্থানে অবস্থান নিয়েছে।
আরও দেখুনঃ কুরবানির মাসায়েল ও আকীকা pdf বই ডাউনলোড
ইসলামী অর্থনীতিতে ব্যক্তি মালিকানার স্বীকৃতি রয়েছে: আয়, ভোগ, ব্যয়, বিনিয়োগ ও বন্টনের ক্ষেত্রে ইহলৌলিকক ও পারলৌকিক সাফল্যের অঙ্গীকার রয়েছে। কিন্তু কোনটাই নিরংকুশ নয়, লাগামহীন নয়। ইসলামী অর্থনীতিতে সম্পদের মুল মালিক আল্লাহ । মানুষ সম্পদের ব্যবহারকারী।
মানুষ আল্লাহর খলীফা হিসেবে সকল সম্পদ ব্যবহার করতে পারে যেহেতু সম্পদের নিরংকুশ মালিকানা আল্লাহর তাই মানুষ সম্পত্তি নিজের পরিবারের দেশেরও সার্বিকভাবে সমগ্র মানব জাতির স্বার্থে ব্যবহার করতে পারে কিন্তু এর অপব্যবহার করার, শোষণের হাতিয়অর হিসেবে একে ব্যবহারের কোন অধিকার তার নেই। এ ক্ষেত্রে মানুষের মালিকানা হচ্ছে আমানতী মালিকানা।
আরও দেখুনঃ জান্নাতি রমনি pdf বই ডাউনলোড
নিচে ইসলামে সম্পদ অর্জন ও ব্যায় pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ আহসান পাবলিকেশন বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 3.62 MB প্রকাশ সালঃ ২০০৭ইং বইয়ের লেখকঃ মুহাম্মাদ নুরুল ইসলাম অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ