ইসলামে হালাল ও হারাম
ইসলামে হালাল ও হারাম pdf বই ডাউনলোড। ইসলাম আল্লাহর দেয়া একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। মানুষ আল্লাহর এক সৃষ্টি। মানুষ সহ এ দুনিয়ায় ও আকাশে আল্লাহর আরো অসংখ্য সৃষ্টি আছে। এসব সৃষ্টিই আল্লাহর পরিকল্পিত। এসব সৃষ্টির সেরা সৃষ্টি হলো মানুষ। মানুষের বিভিন্ন উপকারে আসার জন্যই আল্লাহর অন্যান্য সৃষ্টি। আল্লাহর সৃষ্ট এ দুনিয়াই একমাত্র দুনিয়া নয়। এ দুনিয়ার শেষেও আরো একটি দুনিয়া আছে।
ওই দুনিয়ার নাম আখিরাত বা পরকাল। আখেরাতের দুনিয়ার শেষ নেই। অবধি নেই। ওই দুনিয়াই আসল দুনিয়া। এ দুনিয়ার সকল কর্মকান্ডের জন্য আখিরাতের জগতে আল্লাহর দুটি সৃষ্টিকে জবাবদিহি করতে হবে। এ সৃষ্টি দুটো হলো জ্বিন ও মানুষ। জ্বিন ও মানুষের শরীয়ত এক। কিন্তু মানব সমাজ আমাদের চোখের সামনে আছে বলে আমার আলোচনা মানব সমাজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
আরও দেখুনঃ ইসলামে অমুসলিমদের অধিকার pdf বই
এ দুনিয়ায় মানব সমাজের সুখ-শান্তি উন্নতি-অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আল্লাহ নবী রসূলদের মাধ্যমে একটি জীবন বিধান পাঠিয়েছেন। এ জীবন বিধানটির নামই হলো ‘দীন ইসলাম’। প্রথম নবী হযরত আদম আঃ থেকে শুরু করে শেষ নবী মুহাম্মাদুর রাসুল সাঃ পর্যন্ত সকল নবী-রাসূলকেই তিনি আসমানী কিতাব ও সহীফার মাধ্যমে মানব সমাজ পরিচালনার সকল দিকের নির্দেশনা দিয়েছেন।
এসব নির্দেশনা মতো জীবন পরিচালিত হলেই পরকালের জীবন সুখের ও শান্তির হবে। এ দুনিয়াটা পরকালীন জীবনের জন্য চাষাবাদের ও পরীক্ষার ক্ষেত্র। বর্তমানে আমরা সকলেই শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ এর উম্মত। তাঁর উপর অবতীর্ণ আসমানী কিতাব আল কুরআনের হেদায়াত ও দিকনির্দেশনার আলোকেই পরিচালিত হবার জন্য আমরা আদিষ্ট।
আরও দেখুনঃ চাঁদ ও কুরআন pdf বই
আল্লাহর সকল নবীর উপর অবতীর্ণ দ্বীনের মিশন পরিচালনার অগ্রযাত্রায় নবী-রাসূলগণ মানব জাতিকে প্রথম যে সবক দান করেছেন, তাহলো শিরক মুক্ত সমাজ গঠন তথা তাওহীদ ও রিসালাতের শিক্ষার ভিত্তিতে একমাত্র আল্লাহর আনুগত্যের সমাজ বিনির্মাণ।
শিরক-বিমুক্ত সমাজ বিনির্মাণের সাথে সাথে আল্লাহ তাঁর পরিকল্পপনার যে উন্নত, সমৃদ্ধ ও নৈতিক সমাজ গড়ে তুলতে চেয়েছেন, তাহলো হারাম বিমুক্ত, হালালের ভিত্তিতে বিশ্বসমাজ বিনির্মাণ।
আরও দেখুনঃ এসো জান্নাতের পথে pdf বই
নিচে ইসলামে হালাল ও হারাম pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ আধুনিক প্রকাশনী বইয়ের ধরণঃ ইসলাম ও হালাল হারাম বইয়ের সাইজঃ 5.09 MB প্রকাশ সালঃ ২০০৪ ইং বইয়ের লেখকঃ এ.বি.এম.এ খালেক মজুমদার অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ