ইসলাম ও আধুনিক অর্থব্যবস্থা
ইসলাম ও আধুনিক অর্থব্যবস্থা pdf বই ডাউনলোড। বর্তমান বিশ্বে ব্যবসা বানিজ্যের নিত্যনতুন পদ্ধতি ও তার নানাবিধ সমস্যা সৃষ্টি হয়েছে। বিশ্বব্যাপী গবেষণা চালিয়ে এগুলোর বিভিন্ন সমাধান পেশ করা হচ্ছে। ক্রমান্বয়ে অর্থনীতি ও বানিজ্য একটি স্বতন্ত্র বিদ্যায় পরিণত হয়েছে।
আল্লাহ পাকের শুকরিয়া, পশ্চিমা বিশ্বের চাপিয়ে দেয়া অর্থ ব্যবস্থার ত্রুটি থেকে মুক্তি পেতে অর্থনীতিকে ইসলামী ধারায় প্রতিষ্ঠিত করার অনুভূতি বর্তমান মুসলমানদের মধ্যে সৃষ্টি হচ্ছে।
আরও দেখুনঃ গীবত বা পরনিন্দা pdf বই
ব্যক্তিগতভাবে অনেক দ্বীনদার মুসলমান নিজের কারবার যথা সম্ভব ইসলামী শিক্ষার আলোকে পরিচালনা করতে আশাবাদী। সমষ্টিগত ভাবেও বিভিন্ন দেশে অর্থনীতিতে ইসলামী আহকাম অনুযায়ী পরিচালনা করার প্রচেষ্টা চলছে। উভয় চেষ্টা সফল করতে কুরআন ও সুন্নাহ এ্ং ইসলামী ফিক্বহর দূরদর্শী আলেমের পথনির্দেশনা একান্ত জরুরী।
কিন্তু পশ্চিমা আধিপত্যের যুগে ওলামা ও আধুনিক শিক্ষিতদের মাঝে প্রবল অন্তরায় সৃষ্টি হয়েছে। উভয়ের চিন্তাধারা ও ভাষা-পরিভাষা ভিন্নতর। এজন্য এ সমস্যাগুলো নিয়ে পারস্পারিক আলোচনা ও উপকৃতি হওয়ার কোন পথ নেই । কমপক্ষে অর্থনৈতিক সমস্যায় বিভেদ দুর করা।
আরও দেখুনঃ ইসলাহী খুতুবাত ৩য় খন্ড pdf বই
উভয় স্তরের মধ্যে পরস্পরকে কাছাকাছি করার ও আলোচনা সমালোচনার পথ খোলার জন্য মারকাযুল ইক্বতেসাদুল ইসলামী নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে। সেখানে দারুল উলুম করাচীর সহযোগীতায় বিভিন্ন প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।
ব্যবসায়ী, শিল্পী, আর্থিক প্রতিষ্ঠান এবং অর্থনীতির অন্যঅন্য শাখা-প্রশাখার ব্যক্তিবর্গের জন্য বেশ কিছু কোর্স অনুষ্ঠিত হয়েছে। প্রচলিত ব্যবসা বাণিজ্য সংক্রান্ত লেনদেনের ব্যঅপারে ইসলামের মৌলিক আহকামের প্রশিক্ষণ দেয়া হয়েছে। আল্লাহর মেহেরবাণীতে কোর্সগুলো যথেষ্ঠ সফল হয়েছে। অনেক উচ্চ শিক্ষিত ব্যক্তিবর্গ অত্যন্ত আন্তরিকতার সাথে কোর্সগুলোতে অংশগ্রহণ করে নিজ নিজ শাখার ইসলামের মৌলিক আহকাম সম্পর্কে অবগত হয়েছেন।
আরও দেখুনঃ কেয়ামতের আলামত pdf বই
নিচে ইসলাম ও আধুনিক অর্থব্যবস্থা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ আল কাউছার প্রকাশনী বইয়ের ধরণঃ ইসলামী অর্থনীতি পরিচালনা বইয়ের সাইজঃ 5.07 MB প্রকাশ সালঃ ২০০৩ ইং বইয়ের লেখকঃ মুফতী তাকী উসমানী অনুবাদঃ আবু সালেহ মোহাম্মদ তোতাডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ