ইসলাম তত্ত্ব ছেড়ে জীবনে pdf বই ডাউনলোড । এ পৃথিবীর বস্তুভিত্তিক জগতটাকে আমরা পাচঁটি ইন্দ্রিয় দিয়ে বেষ্টন করতে পারি, তবে অনুভূতির জগতটা অধরাই থেকে যায়। কচিঁ কলাপাতার হালকা সবুজ রঙ, পাখির কলতান, হাসনাহেনায় গন্ধ, আমের মধুর স্বাদ।
কিংবা নদী তীরের বাতাসের কোমল পরশ এদের আমরা ধারণ করি চোখ-কান-নাক-মুখ-ত্বক দিয়ে। অথচ এরা আমাদের মনে যে ভাললাগার বোধ তৈরি করে তাকে না যায় ছোয়াঁ, যা যায় দেখা।
আরও দেখুনঃ দ্য ক্রুসেডস pdf বই ডাউনলোড
নাক বা কানের আওতায় পড়েনা সে বোধ। এটাই মানুষের অনূভূতির জগৎ, মানুষের মনুষ্যত্ব। মানুষের মানবিক অংশের শ্রেষ্ঠত্ব এখানে যে, সে সব ইন্দ্রয়কেই নিয়ন্ত্রণ করে। এই মানবিকতা আবার নিয়ন্ত্রিত হয় কিছু বিশ্বাস দিয়ে।
এই বিশ্বাসগুলোর জন্ম হয় শৈশবকাল থেকে পেয়ে আসা শিক্ষা, সামাজিক আচার-আচরণ, পারিবারিক মূল্যবোধ, প্রভাবশালী দার্শনিকের মতবাদ, ব্যক্তির নিজের অভিজ্ঞতা ইত্যাদির সমষ্টি থাকে। অবশ্য পরবর্তীতে পরিবর্তিত পরিস্থিতিতে এ বিশ্বাসগুলো বদলে যেতেও পারে।
আরও দেখুনঃ তাযকিয়াতুন নাফস pdf বই ডাউনলোড
একজন মানুষের মনন যেমন অস্পৃশ্য তেমন তার বিশ্বাসও। মানুষের সৃষ্টিগত সীমাবদ্ধতার জন্য সে একাকি তার ইন্দ্রিয়ের সীমার বাইরের কিছু সম্পর্কে জানতে বা বুঝতে পারে না। অদৃশ্য-অস্পৃশ্য জগত নিয়ে সে যতেই গবেষণা করুক না কেন তার কখনেই সম্পূর্ণ সঠিক হতে পারে না; কারণ সেটা কোন না কোনভাবে ইন্দ্রিয়জাত অভিজ্ঞতা দ্বারা পক্ষপাতদুষ্ট হবেই।
তাই এ জগত সম্পর্কে জানতে হলে আমাদের যেতে হবে আমাদের স্রষ্টার কাছে যিনি স্পৃশ্য-অস্পৃশ্য উভয় জগত সম্পর্কেই সম্পূর্ণ অবগত। কেউ যদি শুধুমাত্র স্পৃশ্য জগত থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোন বিশ্বাসের জন্ম দেয় এবং অস্পৃশ্য জগতে তা প্রয়োগ করতে যায় তবে তা ভূল হবে। ভ্রান্ত বিশ্বাসধারী মানুষ নিজের এবং সমাজের ভয়াবহ ক্ষতি করতে পারে। যেমন, মধ্যযুগে কিছু খ্রিষ্টধর্মীয় নেতা বিশ্বাস করত মানসিক প্রতিবন্ধীতার কারণ শয়তান ভর করা। শয়তান তাড়াতে বংশগত জেনেটিক রোগে আক্রান্ত অসুস্থ নারী-পুরুষদের পিটিয়ে মেরে ফেলা হত।
আরও দেখুনঃ সাহসী মানুষের গল্প ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
নিচে ইসলাম তত্ত্ব ছেড়ে জীবনে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 2.60 MB প্রকাশ সালঃ ২০১১ ইং বইয়ের লেখকঃ শরীফ আবু হায়াত অপু অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ