ইসলাম স্বীকৃত অধিকার pdf বই ডাউনলোড। মানুষের পরস্পরের প্রতি যে অধিকার বিদ্যমান এবং আল্লাহর জন্য মানুষের কি করণীয় ও তাদের পরস্পরের জন্য কি করণীয় তা জানা ও বাস্তবায়ন করা সর্বাধিক গুরুত্বপূর্ণ ও জরুরী বিষয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার হল আল্লাহর অধিকার, আর তা বাস্তাবয়ন হবে আল্লাহর প্রতি আন্তরিকতা, ভয়-ভীতি, আশা আকাঙ্খা, তারঁ অনুসরণ, তারঁ সার্বিক আদেশ পালন, নিষেধ ও হারাম সমূহ থেকে বিরত এবং যে তার অনুসরণ করবে তাকে ভালবাসা ও যে তার অবাধ্য তার সাথে বৈরিতা রাখার মাধ্যমে।
এরপর অধিকার হল নাবী করীম সাঃ এর। তার প্রতি ভালবাসা, তারঁ আদেশের অনুসরণ ও নিষেধ থেকে বিরত থাকা, তারঁ সুন্নাতের মদদ ও আনুগত্য এবং তারঁ প্রতি বেশী বেশী দরূদ ও সালাত পাঠের মাধ্যমে এ অধিকার প্রতিষ্ঠা হবে। এর পর আত্মীয় স্বজনের অধিকার। এ অধিকার আত্মীয়তার সাথে সদ্ব্যবহার এবং তাদের সাথে সম্পর্ক ছিন্ন না।
আরও ইসলামিক বই দেখুনঃ
- মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব pdf বই ডাউনলোড
- আল্লাহ প্রেমের সন্ধানে pdf বই ডাউনলোড
- সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ pdf বই ডাউনলোড
- অধিকারীর অধিকার pdf বই ডাউনলোড
- স্বামী স্ত্রীর অধিকার pdf বই ডাউনলোড
করে তাদের সাথে সম্পর্ক বজায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। তাদের মধ্যে শির্ষাধিকার হচ্ছে পিতা-মাতার। সুতরাং তাদের দুজনের সাথে সদ্ব্যবহার ও সদাচারণ ও যতক্ষণ তারা আল্লাহর অবাধ্যতার নির্দেশ না করবে তাদের আদেশ পালন ও নিষেধ থেকে বিরত থাকা এবং তাদের জন্য জীবদ্দশায় ও মৃত্যুর পর দোয়া করা অপরিহার্য।
সন্তান-সন্তিতির অধিকার হলো তাদেরকে লেখাপড়া শিখানো এবং সঠিক ভাবে লালন-পালন করা ও উত্তম আদর ও চরিত্রের শিক্ষা দেয়া। স্বামী-স্ত্রীর পরস্পরে উত্তম জীবন যাপন করাও পরস্পরের দ্বীনদারী ও সৎকার্য সহযোগিতা করা। প্রতিবেশীর অধিকার হলো তাদের সাথে কথায় ও কাজে সদ্ব্যবহার করা এবং কথায় কাজে তাদেরকে কষ্ট না দেয়া।
সাধারণ মুসলমানদের অধিকার হলো, সালাম প্রদান, রোগীর সেবা, হাচী দাতার দোয়ার জবাব, দাওয়াত করলে গ্রহণ করা, পরস্পরে হিতাকাঙ্খী হওয়া, শপথকারীর সাথে সদ্ব্যবহার, মাজলূম-নির্যাতিতর সাহায্য, জানাযায় অংশ গ্রহণ,নিজের জন্য যা পছন্দ করে অপরে জন্য তা পছন্দ করা, তেমনি নিজের জন্য যা অপছন্দ করে তা অপরের জন্যও অপছন্দ করা এবং পরস্পরে সৎকাজের আদেশ করা ও অসৎ কাজের নিষেধ করা।
আল্লাহ তায়ালার শরীয়তের সৌন্দর্য, আদর্শ ও বৈশিষ্ট এবং ন্যায়-ইনসাফের দাবীই হলো, বাড়াবাড়ি ও উপেক্ষা ছাড়াই প্রত্যেক হকদারের হক-অধিকার প্রদান করা তাই আল্লাহ তাআলা ও আদেশ করেন ইনসাফ ও ইহসানের। ইনসাফ প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছেন যুগে যুগে রাসূল। অবতীর্ণ করেন ঐশী গ্রন্থসমূহ এবং প্রতিষ্ঠিত হয়েছে এজন্য ইহকালে ও পরকালেল বিধি-বিধান।
নিচে ইসলাম স্বীকৃত অধিকার pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 3.08MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | শায়খ মুহাম্মাদ বিন সালেহ আল উসাইমীন |
অনুবাদঃ | মুহাম্মাদ আব্দু রব্ব আফফান |