ইসলাহী নেসাব
ইসলাহী নেসাব pdf বই ডাউনলোড। আল্লাহ তা আলাকে যথার্থ ভয় করা এবং পরিপূর্ণ ও সত্যিকার অর্থে মুসলমান হওয়ার মধ্যেই মানব জাতির ইহ-পরকালীন সুখ-শান্তি, সম্মান-সফলতা ও নিরাপত্তা নিহিত। আর এতোদুভায়ের অভাবে যেমন ইহকালীন সুখ-শান্তি বিগ্নিত হয়, তেমনিভাবে পরকালীন মুক্তি ও সফলতা থেকেও মানুষ বঞ্চিত হয়। আর এর জন্য আক্বীদা -বিশাস, ইবাদত-বন্দেগী, মু্আমালাত-লেনদেন, মুআশরাত-সামাজিকতা এবং আখলাক তখা আত্মিক চরিত্র সর্বক্ষেত্রে ইসলামের বিধি বিধান পুরোপুরি মেনে চলা জরুরী।
আল্লাহ তাআলা তারঁ বান্দার প্রতি অপরিসীম অনুগ্রহ করে এসব বিষয়ের পূর্ণাঙ্গ বিধান দিয়ে ইসলামী শরীয়াত এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব জাতির নিকট প্রেরণ করেন। রাসুল করীম সাঃ অসীম মমতা নিয়ে মানব জাতিকে এর দিশা দেয়ার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালান।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- ইসলাম পরিচিতি pdf বই ডাউনলোড
- তওবার ফযিলত এস্তেগফারের সুফল pdf বই ডাউনলোড
- ইসলাহী খুতুবাত ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- ইসলাহী খুতুবাত ১ম খন্ড pdf বই ডাউনলোড
তারঁ অবর্তমানে এ মিশনকে চালিয়ে নেয়ার জন্য সাহাবায়ে কেরামের মহান জামাত গঠন করে যান। এভাবেই এর ধারাবাহিকাত চলতে থাকে। বিশেষ করে প্রতি শতাব্দীর সূচনায় যে, মুজাদ্দিদের আবির্ভাব ঘটবে এবং তারা তাদের সংস্কার কর্মের মাধ্যমে ইসলামের আসল রূপ ও প্রকৃতি মানবজাতির সামনে উপস্থাপন করবেন এ ঘোষণা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারঁ জীবদ্দশাতেই দিয়ে গেছেন।
সেই ধারাবাহিকতায় হিজরী চতুদর্শ শতাব্দীর সুচনায় আবির্ভাব ঘটে হাকীমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহ.-এর।হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহ.কে আল্লাহ তাআলা একজন মুজাদ্দিদুল মিল্লাত এবং হাকীমুল উম্মতের যথার্থ যোগ্যতা এবং অপরিসীম দরদ দান করেছিলেন।
তিনি বলতেন- যখন উম্মতের দুরাবস্থা নিয়ে চিন্তা করি তখন ক্ষুধার অনুভুতি থাকে না। শোয়ার সময় যদি উম্মতের দুরাবস্থায় চিন্তা আসে তখন ঘুম গায়েব হয়ে যায়। এপাশও পাশ করে রাত পার হয়ে যায়। এই দরদ ও দায়িত্বের অনুভুতি নিয়ে ইসলামী শরীআতের সকল অঙ্গনে তিনি যে কর্মতৎপরতা চালিয়ে যান তা সবর্জন সুবিদিত।
নিচে ইসলাহী নেসাব pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ মাকতাবাতুল আশরাফ বইয়ের ধরণঃ ইসলাহী নেসাব বিষয়ক বইয়ের সাইজঃ 17.3 MB প্রকাশ সালঃ ২০০৮ইং বইয়ের লেখকঃ হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহ. অনুবাদঃ মাওলানা মুহাম্মাদ জালালুদ্দীনডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ