ঈমানের সঠিক বিশ্লেষণ pdf বই ডাউনলোড। মুসলমানগণ, লক্ষ্য করুন, উক্ত আয়াতে দ্বীনে ইসলামের আবির্ভাব ও কুরআন অবতরণের তিনটি উদ্দেশ্যই আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন- এক, আল্লাহ ও রসুলের প্রতি ঈমান আনা, দুই, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের প্রতি সম্মান করা এবং তিন, আল্লাহ তাআলার ইবাদতে নিয়োজিত থাকা।
দেখুন, এ তিনটি মহা মূল্যবান কথাকে আল্লাহ তাআলা কি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। সর্বপ্রথম ঈমানের কথা আর সর্বশেষ ইবাদতের কথা বলেছেন এবং মাঝখানে বলেছেন তাঁর হাবীবের সম্মানের কথা। এজন্য ঈমান ব্যতীত কেবল সম্মান কোন কাজে আসবেনা।
আরও ইসলামিক বই দেখুনঃ
- মুখতাসার রুকইয়াহ pdf বই ডাউনলোড
- তারাবীহ ও ইতিকাফ pdf বই ডাউনলোড
- রমাদান প্ল্যানার pdf বই ডাউনলোড
- সাওমের বিধি বিধান pdf বই ডাউনলোড
- একই দিনে রোজা ও ঈদ pdf বই ডাউনলোড
- বাইবেল সত্য নবী মুহাম্মদ সাঃ pdf বই ডাউনলোড
অনেক খৃষ্টান নবী করীম আলাইহিস সালামের মান-সম্মান ও তাঁর প্রতি বিধর্মীদের আরোপিত বিভিন্ন অভিযোগ খন্ডন করে পুস্তক রচনা করে ছে এবং বক্তৃতা বিবৃতি দিয়েছে, কিন্তু ঈমান না থাকায় কোন কাজে আসলোনা। তাঁদের এ সম্মান ছিল বাহ্যিক মাত্র। সত্যিকারভাবে যদি হুযূর আলাইহিস সালামের প্রতি মহব্বত থাকতো, তাহলে নিশ্চয় ঈমান আনতো।
আর নবী আলাইহিস সালামের প্রতি সঠিক সম্মানবোধ না থাকলে সারা জিন্দেগী খোদার ইবাদতে নিয়োজিত থাকলেও বৃথায় পর্যবসিত হবে। অনেক যোগী-সন্ন্যাসী দুনিয়াদারী বর্জন করে নিজেদের পদ্ধতি মত খোদার উপাসনায় জীবন কাটিয়ে দেয়। বরং তাদের মধ্যে অনেকেই ‘লা-ইলাহা ইল্লাল্লাহু’ এর জিকিরও করে থাকে। কিন্তু বিফল। কেননা নবীজির প্রতি সম্মান খোদা প্রাপ্তির পূর্ব শর্ত।
আল্লাহ তাআলাইতোপূর্বে উল্লেখিত আয়াতে বেআদবের সাথে সম্পর্ক বর্জন করার নির্দেশটা যথেষ্ট ছিল। কিন্তু দেখুন, আল্লাহ তাআলা তাঁর বড় বড় নিয়ামতের লোভ দেখিয়ে আপনাদেরকে তাঁর প্রতি আহ্ববান জানাচ্ছেন। তিনি উল্লেখিত আয়াতে ওদের জন্য সাতটি সুফল বর্ণনা করেছেন, যারা আল্লাহ ও তাঁর রসূলের সম্মানকে অগ্রাধিকার দিয়েছে এবং তাঁদের জন্য অন্যদের সাথে সংশ্রব ত্যাগ করেছে।
এ সাতটি সুফল হচ্ছে (১) আল্লাহ তাআলা আপনাদের অন্তরে ঈমানকে সুদৃঢ় করেন। এতে ঈমান সহকারে মৃত্যুবরণের শুভ সংবাদ রয়েছে। কেননা আল্লাহর লিখা ব্যতিক্রম হতে পারে না। (২) আল্লাহ তাআলা আপনাদেরকে রুহুল কুদ্দুছ (জিব্রাঈল) দ্বারা সাহায্য করবেন। (৩) আপনাদেরকে নিয়ে যাবেন চিরস্থায়ী জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত। আরও পড়তে চাইলে বইটি ডাউনলোড করে নিতে পারেন। আশা করি উপকৃত হবেন।
নিচে ঈমানের সঠিক বিশ্লেষণ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | মুহাম্মদী কুতুবখানা |
বইয়ের ধরণঃ | ঈমান বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 8 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | হযরত শাহ আলম রেজা খান বেরলভী রহ. |
বইয়ের অনুবাদকঃ | অধ্যাপক মুহাম্মদ লুৎফুর রহমান |