ঈমান যখন জাগলো pdf বই ডাউনলোড। আমার পরম সৌভাগ্য যে, এই মহান বুযুর্গের অমর জীবন-কাহিনী অনুবাদের মাধ্যমে তাঁর সঙ্গে আমার একটি আত্মিক সম্পর্ক সৃষ্টির সুযোগ মিললো। সেই সঙ্গে গভীর দুঃখ ও বেদনায় ব্যথাতুর ও শোকাহত হয়ে পড়ি যখন দেখি—শোষক ও জালিম শিখশাহীর বিরুদ্ধে মুসলিম কওমের ঈমান-আমান ও ‘ইযযত-আবরু হেফাজতের মহান সংগ্রামে যখন তিনি লিপ্ত।
ঠিক সে সময়ই ব্যক্তি, পারিবারিক ও সংকীর্ণ গোষ্ঠি স্বার্থ উদ্ধারের মানসে সেই সংগ্রামের পৃষ্ঠদেশে ছুরিকাঘাত করছে উপমহাদেশের মুসলিম নামধারী কতিপয় কুলাঙ্গার, যার ফলশ্রুতিতে ইসলামী খিলাফত প্রতিষ্ঠার আন্দোলন সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছুবার পূর্বেই নির্মম ও করুণ পরিণতি লাভ করলো বালাকোট প্রান্তরের বিয়োগান্ত ঘটনার মাঝ দিয়ে ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
ফলে এক শতাব্দীরও বেশী সময়ের জন্য এ আন্দোলন গেল পিছিয়ে। দো’আ করি— বালাকোটের সেই রক্তাক্ত মহান আত্মত্যাগ আমাদের চলার পথের প্রেরণা হয়ে উঠুক এবং তাদের রক্তে ভেজা পথে উপমহাদেশের বুকে ইসলামের সোনালী সূর্য আবার হেসে উঠুক। বর্তমানের নিরন্তর কর্মব্যস্ততা আমাকে এ কাজে প্রয়োজনীয় অখণ্ড মনোযোগ থেকে সরিয়ে দিতে চেয়েছে বারবার। তবুও চেয়েছি অনুবাদকে যথাসম্ভব সরল, প্রাঞ্জল ও সাবলীল করে তুলতে। জানি না, এতে কতখানি
সফল হয়েছি। বন্ধুপ্রতিম বিশিষ্ট সাংবাদিক ও অনুবাদক মওলানা আবদুল আওয়াল এ অনুবাদকে অধিকতর সফল ও মূলানুগ করে তুলতে আগাগোড়া পরিমার্জনের যে শ্রম স্বীকার করেছেন এখানে কৃতজ্ঞতার সঙ্গে তা উল্লেখ্য। এরপরও কোনরূপ ব্যর্থতা থাকলে তার জন্য সকল দায়- দায়িত্ব মাথায় তুলে নিয়ে এবং ভবিষ্যতে অনুবাদককে আরও সুন্দর ও অধিকতর উন্নত করবার প্রতিশ্রুতি জানিয়ে বিদায় নিচ্ছি।
পরিশেষে যেসব ভাইদের আন্তরিক প্রয়াসে গ্রন্থটি পাঠকের হাতে পৌঁছুতে পারছে—তাঁদের সকলের প্রতি দো’আ ও শুভেচ্ছা রইল। প্রকাশনার দায়িত্ব নেবার জন্য ইসলামিক ফাউণ্ডেশন বাংলাদেশ কর্তৃপক্ষকে জানাই মুবারক- আল্লাহ্ তা’আলা আমাদের সবাইকে তাঁর পথে কাজ করার তও- ফীক দিন। আমীন । বাদ।
অনেক আগেই গ্রন্থের প্রথম ও দ্বিতীয় সংস্করণ শেষ হয়ে যাওয়ায় এক্ষণে এর তৃতীয় সংস্করণ প্রকাশিত হচ্ছে দেখে অত্যন্ত তৃপ্তি অনুভব করছি। দু’টি সংস্করণেই সম্ভাব্য পরিমার্জনার শ্রম স্বীকার করা হয়েছে। ফলে পূর্বের সংস্করণগুলোর তুলনায় বর্তমান সংস্করণ অনেক উন্নত হয়েছে। অনুবাদকের পরম সৌভাগ্য যে, বর্তমান গ্রন্থ এবং ‘তারীখে দাওয়াত ও ‘আযীমত’ ৩য় খণ্ডের (‘ইসলামী রেনেসাঁর অগ্রপথিক’ নামে প্রকাশিত) অনুবাদের সূত্রে এসব গ্রন্থের মূল লেখক ‘আল্লামা সায়্যিদ আবুল হাসান আলী নদভী (মা.জি. ‘আ.)-র সঙ্গে অধমের সাক্ষাৎ ও সাহচর্য লাভের সুযোগ ঘটে।
নিচে ঈমান যখন জাগলো pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ |
বইয়ের ধরণঃ | ঈমান বিষয়ক |
বইয়ের সাইজঃ | 14 MB |
প্রকাশ সাল | ১৯৮১ সাল |
বইয়ের লেখকঃ | সৈয়দ আবুল হাসান আলী নদভী |
বইয়ের অনুবাদকঃ | আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী |