ঈমান সবার আগে pdf বই ডাউনলোড। ঈমান ও আকীদা ইসলামের পঞ্চবুনিয়াদের প্রধান। ঈমানের অবর্তমানে কোন আমলই আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। এ জন্যই ঈমান সবার আগে প্রয়োজন। ঈমান- আকীদার বিষয়সমূহ যথাযথভাবে জেনে অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস করা মূখে স্বীকার করা ও অন্যান্য অঙ্গ -প্রত্যঙ্গের মাধ্যমে তা বাস্তবায়ন করার নামই ঈমান।
সাতটি মৌলিক বিষয়ে যথাযথভাবে বিশ্বাস স্থাপন করতে হয়।
১. আল্লাহপাকের সত্তা ও গুণাবলীর উপর ঈমান।
২. ফেরেশতাদের উপর ঈমান।
৩. সকল আসমানী কিতাবের উপর ঈমান।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ঈমান সবার আগে pdf বই ডাউনলোড
- ইসলামী আকীদা ভ্রান্ত মতবাদ pdf বই ডাউনলোড
- সঠিক আকীদা ও পরিপন্থী pdf বই ডাউনলোড
- ইসলামের রাজনৈতিক চিন্তা pdf বই ডাউনলোড
৪. সকল নবী-রাসূলের উপর ঈমান।
৫. আখেরাতের সকল বিষয়ের উপর ঈমান।
৬. তাকদীরের উপর ঈমাস।
৭. মৃত্যুর পর পুনর্জীবিত হওয়ার উপর ঈমান।
উপরোক্ত সাতটি বিষয়কে যথাযথভাবে জেনে সবগুলোর সকল অংশের উপর বিশ্বাস স্থাপন করলে তাকে ঈমানদার বলা যাবে।
এ সকল বিষয়ের কোন একটি কিংবা কোনটি অংশবিশেষ অস্বীকার বা অবিশ্বাস করলে ঈমানদার হতে পারবে না।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ ইসলামের ভিত্তি পাচঁটি জিনিষের উপর।
১. এ কথার সাক্ষ্য দেয়া যে, আল্লাহ ব্যতীত কোন মাবদু নেই ইলাহ ও নেই এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তায়ালার বান্দা ও রাসূল।
২. নামায কায়েম করা।
৩. যাকাত আদায় করা।
৪. হজ্জ করা করা।
৫. রমযানে রোযা রাখা। (বুখারী ও মুসলিম)
ইসলামের মূল ভিত্তি হলো, ঈমান ও আকীদা । ঈমান ও আকীদা সহীহ করা ব্যতীত কোন মানুষ মুসলমানই হতে পারবে না। এজন্য ঈমান ও আকীদার ব্যাপারে কোন প্রকার শিথিলতা.অজ্ঞতা, অস্পষ্টতা, অস্বচ্ছতার কোন অবকাশ ইসলামে নেই । একজন মানুষ আমলে যত অগ্রসরই হোক না কেন, যদি তার ঈমান ও আকীদায় কোন ত্রুটি তা হলে তার কোন আমলই আল্লাহ পাকের দরবারে গৃহীত হবে না।
সবচেয়ে মূল্যবান সম্পদ হল ঈমান। ঈমানের বিপরীত কুফর । ঈমান সত্য কুফর মিথ্যা, ঈমান আলো, কুফর অন্ধকার। ঈমান জীবনে কুফর মৃত্যু । ঈমান পূর্ন কল্যাণ আর কুফর পূর্ণ অকল্যান। ঈমান সরল পথ, আর কুফর ভ্রষ্টতার রাস্তার।
নিচে ঈমান সবার আগে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ মাকতাবাতুল আশরাফ বইয়ের ধরণঃ ঈমান বিষয়ক বইয়ের সাইজঃ 4.27 MB প্রকাশ সালঃ ২০১৩ ইং বইয়ের লেখকঃ মুহাম্মদ আব্দুল মালেক অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ