ঈসা আঃ বান্দাহ না প্রভু pdf বই ডাউনলোড। একজন মুসলমানের কাছে নিজ ধর্মের পবিত্রতা ও সত্যতার প্রমাণের অভাব নেই কিন্তু সে অভাব বোধ করে আল্লাহ এবং রাসূলুল্লাহ (স)-এর সত্য সাক্ষ্য দানকারী মোমেন ভাইদের জন্য। প্রকৃতপক্ষে এ যুগে ইসলাম, রক্ষক ও প্রচারকারী মানুষ ছাড়া একটি ধর্ম ; পক্ষান্তরে খ্রীষ্টান ধর্ম হলো ধর্ম ছাড়া মানুষ। তথাপি তারা চেষ্টা, দুঃসাহসী মানসিকতা এবং অর্থের বদৌলতে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য প্রমাণিত করতে সক্ষম, এ জড়বাদী যুগে বেশীর ভাগ মানুষই সম্পদ, ফ্যাশন এবং সুবৃহৎ অট্টালিকার ক্রীতদাস হয়ে গেছে।
অথচ আল্লাহ ছাড়া কেউ ইবাদাত পাওয়ার যোগ্য নয়। একমাত্র তাঁর উপরই আমি ঈমান আনি এবং তাঁরই দিকে আমাকে প্রত্যাবর্তন করতে হবে। বাইবেলে ঈসা (আ) এবং শয়তান বাইবেলের নিউ টেস্টামেন্টে মথি লিখিত সুসমাচারের ৪র্থ অধ্যায়ের ৬ষ্ঠ এবং ৭ম শ্লোকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে, ঈসা (আ) একজন অনুগত মরণশীল মানুষ এবং আল্লাহ হলেন প্রভু ও মাবুদ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
৭ম শ্লোকে বলা হয়েছে : যীশু তাহাকে কহিলেন, “তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না।” এ অধ্যায়ে আমরা পড়ে থাকি যে, শয়তান প্রকৃতপক্ষে ঈসা (আ)-কে বহন করত এবং এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেত। শয়তান কিভাবে ঈশ্বরকে (আল্লাহ) বহন করতে পারে ? আল্লাহ সর্বশ্রেষ্ঠ ; তিনি এ জাতীয় হীন ও নিন্দনীয় কাজ থেকে অনেক ঊর্ধে।
তারপর শয়তান তাঁকে তার সামনে শুতে এবং তার পূজা করতে আদেশ দিল । এমনকি তাঁকে সম্পদ দ্বারা প্রলোভিত করতে লাগল। এখন প্রশ্ন হলো, শয়তান কিভাবে আল্লাহর সাথেও এমন ধৃষ্টতা দেখাতে সাহস পায় ? যখন শয়তান ঈসা (আ)-কে তার আদেশ পালন করতে বললো, তখন তিনি যা বললেন, তা মথি লিখিত গ্রন্থের চতুর্থ অধ্যায়ের দশম শ্লোকে লিখিত আছে ঃ “তখন যীশু তাহাকে কহিলেন, ‘দূর হও, শয়তান”, কেননা লেখা আছে, “তোমার ঈশ্বর প্রভূকেই প্রণাম করিবে, কেবল তাঁহারই আরাধনা করিবে।”
ঈশ্বরের সন্তান!
“আমি যতদূর জানি ঈসা (আ) কখনও নিজকে ‘আল্লাহর সন্তান’ হিসেবে বলেননি—কিন্তু তিনি নিজেকে ‘মানব সন্তান’ বলতেন।”-[মার্ক ২ : ১০] যদিও তিনি নিজে বাইবেলের অনুমিত সেসব নামে তাকে ডাকতে শুনতেন । কিন্তু তিনি তাতে আপত্তি করতেন না। তিনি নিজের জন্য সে উপাধিকে সম্পূর্ণরূপে বিবেচনা করেননি।
বাইবেলের ওল্ড ও নিউ টেষ্টামেন্টের পরিভাষা অনুযায়ী আল্লাহর ভয়ে ভীত সকল পুণ্যবান লোককে ‘আল্লাহর সন্তান’ বলা হয়। মথি ৫ : ৯ শ্লোকে আছে, “ধন্য যাহারা মিলন করিয়া দেয়, কারণ তাহারা ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে। যদি বইটি আরও পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন। আশা করি উপকৃত হবেন।
নিচে ঈসা আঃ বান্দাহ না প্রভু pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | আধুনিক প্রকাশনী |
বইয়ের ধরণঃ | ঈসা আঃ জীবনী বিষয়ক |
বইয়ের সাইজঃ | 1.24 MB |
প্রকাশ সাল | ২০০২ সাল |
বইয়ের লেখকঃ | ড মুহাম্মদ তাকিউদ্দীন হেলালী |
বইয়ের অনুবাদকঃ | নাজিয়া মানালুল ইসলাম |