ঈসা মসীহ ইসলামের এক নবী
ঈসা মসীহ ইসলামের এক নবী pdf বই ডাউনলোড। খৃষ্টীয় ইতিহাসের এক বিশিষ্ট পন্ডিত স্বীকার করেন যে আধুনিক কালের খৃষ্টধর্ম হচ্ছে ঈসা মসীহের (Jesus) মুখের উপর একটি ”মুখোশ” । তিনি বলেন , একটি মুখোশ দীর্ঘ সময় পরা থাকলে তা একটি নিজস্ব জীবন লাভ করে এবং সেভাবেই সেটা গৃহীত হয় ।
মুসলমানেরা ইতিহাসের ঈসা (আঃ) কে বিশ্বাস করে । তাই তারা মুখোশ” কে গ্রহন করতে অস্বীকৃতি জানায় । সংক্ষেপে , গত চৌদ্দশো বছর ধরে ইসলাম ও চার্চের মধ্যে এটাই মতপার্থক্যের কারণ হয়ে আছে ।
আরও দেখুনঃ শিরক pdf বই ডাউনলোড
ইসলামের আগমনের পূর্বে এরিয়ান , পলিসিয় এবং গথদের কিছু লোক ঈসা আঃ কে গ্রহন করেছিল, তবে প্রত্যাখ্যান করেছিল তার মুখোশ -কে । কিন্তু রোমান সম্রাট গণ ঈসা আঃ ”মুখোশ ”- কে খৃষ্টানদের মেনে নিতে বাধ্য করে । এই অসম্ভব লক্ষ্য হাসিলের জন্য তারা লক্ষ লক্ষ খৃষ্টানকে হত্যা করে ।
সারভিটাসের একজন ভক্ত ক্যাসটিলো বলেন যে , ”কোন মতবাদের জন্য একজন লোককে হত্যা করলেই সেই মতবাদ প্রমাণিত হয় না ।” অস্তের মুখে জোর করে কোন ধর্মে বিশ্বাস করানো যায় না ।
কোন কোন মহলের পরামর্শ যে ইংল্যান্ডের জনসমাজের সাথে নিবিড়ভাবে মিশে যাওয়ার জন্যে মুসলমানদের উচিত তাদের দু’টি বড়দিন ও ইষ্টারের সাথে সামঞ্জস্যপূর্ণ করা ।
আরও দেখুনঃ এক হাতে মুসাফাহ pdf বই ডাউনলোড
যারা একথা বলেন তারা ভুলে যান যে লেষোক্ত উৎসবগুলো খৃষ্টান-পূর্ব পৌওলিক উৎসব । একটি হল সূর্য – দেবতার প্রচীন অ্যাংলো – স্যাক্সন উর্ভরতার (সন্তান দাএী ) দেবির উদ্দেশ্যে নিবেদিত পবিএ উৎসব । এ পরিস্থিতিতে বাস্তবে কারা ‘খৃষ্ট বিরোধী’ তা সহজেই অনুমেয় ।
এ গ্রন্থে সম্ভবত এই প্রথমবারের মত মরু সাগর পুথি (Dead Sea Scrolls), খৃষ্টানদের ধর্মগ্রন্থ, আধুনিক গবেষণা ও কুরআন – হাদিসের ভিওিতে প্রাপ্ত সকল তথ্য ব্যবহার করে ঈসা আঃ এর পবিএ জিবন নিয়ে গবেষণা করা হয়েছে । যে সব খৃষ্টান পন্ডিত যাশুর ইতিহাস লেখার চেষ্টা করেছেন তারা কখোনোই তার ঈশ্বত্বের ধারণা থেকে নিজেদের সম্পূর্ণ মুক্ত করতে পারেন নি।
আরও দেখুনঃ শুধু আল্লাহর কাছে চাই pdf বই ডাউনলোড
নিচে ঈসা মসীহ ইসলামের এক নবী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলাম হাউস বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 2.69 MB প্রকাশ সালঃ ২০১১ ইং বইয়ের লেখকঃ মোহাম্মাদ আতাউর রহমান অনুবাদঃ হোসেন মাহমুদডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ