উত্তর আধুনিক মুসলিম মন pdf বই ডাউনলোড। বুদ্ধিবৃত্তি ও চিন্তার জগতের মানুষেরা সাধারণত যারা সমকালের রাজনৈতিক-সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত থাকে তারাই সমাজ পরিবর্তনের মত ঐতিহাসিক ও বিপ্লবী প্রক্রিয়াকে এগিয়ে নেন। সক্রেটিস তার যুগে এথেন্সবাসীর প্রতিষ্ঠিত চিন্তাভাবনাকে প্রশ্নবিদ্ধ করেছিলেন।
কনফুসিয়াস যুদ্ধরত চৈনিক বিভিন্ন সম্প্রদায়ের কাছে নতুন এক দৃষ্টিভঙ্গি ও বিশ্বাসের কথা বলেছিলেন। মার্টিন লুথার তার বিপ্লবী চিন্তাভাবনা দিয়ে পুরো পশ্চিমের খ্রিষ্টিয় সমাজকে পাল্টে দেন এবং লেনিন তার বুদ্ধিবৃত্ত ও রাজনৈতিক কর্মষণা দিয়ে।
আরও দেখুনঃ ইসলাম তত্ত্ব ছেড়ে জীবনে pdf বই ডাউনলোড
বিশ শতকের ইতিহাসের গতিই অনেকটা পরিবর্তন করে ফেলেন। উনিশ ও বিশ শতকের মুসলিম সমাজের ভিতরেও এরকম কিছু বুদ্ধিজীবী ও চিন্তাশীল ব্যক্তি আবির্ভুত হন যারা গতানুগতিক ব্যবস্থাকে রূপান্তর করতে উদ্যোগী হন, সমকালীন মানসিকতা ও নানারকম প্রতিষ্ঠানকে সমালোচনা করেন এবং বিকল্প চিন্তার স্ফুরণের পাশাপাশি বিকল্প পথ ও পদ্ধতির উপায় নির্দেশ করেন।
আজকের মুসলিম দুনিয়ায় ইসলামী রেনেসাঁ বা পুর্ণজাগরণবাদের এক ঢেউ প্রবাহিত হচ্ছে। এ মুসলিম বুদ্ধিজীবিরাই পূনর্জাগরণবাদের নৈতিক ভিত্তি প্রস্তুত করেছেন এবং তাদের চিন্তাভাবনা, কাজকর্ম এবং প্রতিষ্ঠানসমূহ পুনর্জাগরণবাদের প্রাণশক্তি হিসেবে কাজ করছে।
আরও দেখুনঃ তাযকিয়াতুন নাফস pdf বই ডাউনলোড
মুসলিম দুনিয়ায় এ পুনর্জাগরণবাদ কেন এলো? এর কারণ বিবিধ। তবে অন্যতম একটি কারণ অবশ্যই মুসলিম দুনিয়ায় ঔপনিবেশিক ক্ষমতার সুত্রে ধনবাদী আধুনিকতার সম্প্রসারণ, প্রভাব এবং প্রতিক্রিয়া। মুসলিম দুনিয়ায় আধুনিকতা একটা অভূতপূর্ব ঘটনা, কারণ মুসলিম সমাজকে আধুনিকতা যেরকমভাবে বিধ্বস্ত।
ও বিকৃত করতে পেরেছে ইতিপূর্বে তা কারো পক্ষে সম্ভ হয়নি। সাধারণভাবে ধর্মনিরপেক্ষতা, পরিকল্পনা, নগরায়ন বা শিল্পায়ন, জাতীয়তাবাদ, উদারতাবাদ, মানববাদী ভাবনা-চিন্তা প্রভৃতিকে আধুনিকতার লক্ষণ মনে করা হলেও এটিই আধুনিকতার শেষ কথা নয়। আধুনিকতা একটি ক্ষমতা সম্পর্কিত ব্যাপার।
আরও দেখুনঃ সাহসী মানুষের গল্প ৩য় খন্ড pdf বই ডাউনলোড
নিচে উত্তর আধুনিক মুসলিম মন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বাংলা সাহিত্য পরিষদ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 12.2 MB প্রকাশ সালঃ ২০২০ ইং বইয়ের লেখকঃ ফাহমিদ-উর-রহমান অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ