উদ্দেশ্যহীন আর কত দিন pdf বই ডাউনলোড। সময়ের মতোই নিজের মাঝে অপার রহস্য লুকিয়ে রেখেছে সমুদ্রও। তার উত্তাল স্রোতের সাথে যেন উড়ে বেড়ায় কবিতারা। কিন্তু স্রোতের মূল উদ্দেশ্য তো নিজের ভেতরের প্রাণগুলোকে অক্সিজেন পৌঁছনো। এ ছাড়া সময় তো নিজেকেই সবকিছুর উদ্দেশ্য বানিয়ে রেখেছে। তেমনই একটা উদ্দেশ্য সূর্যেরও আছে।
তার দায়িত্ব শেষ হলে নিজের উদ্দেশ্য পুরা করে চন্দ্র—পৃথিবীতে নিজের স্নিগ্ধতা ছড়িয়ে দেয়। অসীম এই তারকারাজির উদ্দেশ্য পৃথিবীর জন্য দিক-নির্দেশকের ভূমিকা রাখা। এই মহাজগতে কোনোকিছুই উদ্দেশ্যবিহীন নয়। উদ্দেশ্য ছাড়া না কোনো বালুকণাকে দেওয়া হয়েছে ক্ষুদ্রতা, না তুষারকণা পেয়েছে সৌন্দর্য, আর না আকাশ লাভ করেছে তার বিশালতা।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফিতনার যুগে মুজাহিদদের প্রতি নসিহত pdf বই ডাউনলোড
- শেষ দিবস pdf বই ডাউনলোড
- কেসাস অসিয়ত ও রোযা pdf বই ডাউনলোড
- ইমাম হুসাইনের শাহাদাত pdf বই ডাউনলোড
- নজরের হেফাজত pdf বই ডাউনলোড
- সালাত নবীজির শেষ আদেশ pdf বই ডাউনলোড
আল্লাহ তায়ালা তাঁর এই সৃষ্টি সম্পর্কে বলেছেন,وَمَا خَلَقْنَا السَّمَاءَ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا بُطِلًا.‘আর আসমান, জমিন এবং এদুয়ের মধ্যে যা আছে, তা আমি অনর্থক সৃষ্টি করিনি।” মহাজগতের এই বিশাল সৃষ্টির মাঝেই এক ক্ষুদ্র সত্তার আকারে স্রষ্টার সবচাইতে বড় উদ্দেশ্য লুকিয়ে রয়েছে। তবে আকৃতি ছোট হলেও মর্যাদায় সে আকাশকে ছাড়িয়ে যায়। তারই মায়ায় নিশুতি রাতে স্রষ্টা স্বয়ং ভালোবাসা বিলানোর আয়োজন করেন। বিশাল সব সৃষ্টির অনবরত প্রশংসার পরেও তিনি সেই ক্ষুদ্র সত্তার দু ঠোঁটের অস্ফুট আওয়াজেই তার নিকটবর্তী হয়ে যান।
যে স্রষ্টাকে সন্তুষ্ট করতে সমস্ত সৃষ্টিজগৎ তাঁর মহত্ত্ব বর্ণনা করছে, আর তিনি কিনা সেই ক্ষুদ্র সত্তার সিজদায় লুটানো কপাল দেখেই সন্তুষ্ট হয়ে যান। তবে সে ক্ষুদ্র সত্তার প্রার্থনায় যেমন স্রষ্টার সন্তুষ্টি, তেমনই তার অবাধ্যতা আর অহংকার ডেকে আনে মহান স্রষ্টার ক্রোধ ও ঘোর অসন্তুষ্টি। মহাবিশ্বের বিশালতার সামনে অণু সমান এই ক্ষুদ্র সত্তা হলো—‘মানুষ’।
সমুদ্র যাকে মুহূর্তেই নিজের মাঝে নিখোঁজ করে দিতে পারে, পৃথিবীর ওজোন স্তর থেকে যার অস্তিত্ব আর দৃশ্যমান হয় না, একটা মাঝবয়সি বটবৃক্ষ যাকে নিজের ভেতরে লুকিয়ে ফেলতে পারে অনায়াসেই—এই নগণ্য সত্তা দুদিন পৃথিবীতে থেকেই নিজেকে এর মালিক ভাবতে শুরু করেছে। এত এত ক্ষুদ্রতা সত্ত্বেও সে স্রষ্টার মহত্ত্বের সামনে ঔদ্ধত্য প্রদর্শনে দ্বিধাবোধ করে না।
তাকে ঘিরে চলা সপ্তাকাশের বিশাল আয়োজন সে জানে না। তার জন্য নির্ধারিত উদ্দেশ্য বর্ণনা করে স্রষ্টা স্বয়ং নিজের নির্দেশনা প্রেরণের পরেও সে তা গ্রহণ করে না। নির্বোধ মানুষ! এখনও নিজের অন্তিম পরিণতি সম্পর্কে বেখবর! প্রত্যেক মানুষের মাঝে কল্পনা, আকাঙ্ক্ষা, ইচ্ছার বিশেষ কিছু বৈশিষ্ট্য এবং স্বাধীনতা দেওয়া হয়েছে। এরপর লেজবাঁধা ফড়িঙের ন্যায় মৃত্যুর সুতোয় বেঁধে তাকে প্রেরণ করা হয়েছে পৃথিবীতে।
নিচে উদ্দেশ্যহীন আর কত দিন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | পথিক প্রকাশ |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 41.00 MB |
প্রকাশ সাল | ২০২৩ সাল |
বইয়ের লেখকঃ | মোহাম্মাদ হোসলোস |
বইয়ের অনুবাদকঃ | বায়েজীদ বোস্তামী |