উন্নত জীবন pdf বই ডাউনলোড। কিছু কিছু লেখক আছেন যাদের বই পাঠ করা মাত্র মন হাজারো জিজ্ঞাসার ব্যাকুল হয়ে উঠে, অসীম উৎসাহে মন ভরে যায় আর একই সঙ্গে প্রকট হয়ে উঠে নিজের উদাসীন অপুর্ণতাগুলো; অবদমিত কিংবা বিস্মৃত প্রায় আকাঙ্ক্ষাগুলো যুগপৎ নতুন উৎসাহে ভেতরে ভেতরে কেশর দুলিয়ে গর্জন করে।
মনে হয় এই বিশাল পৃথিবীর নিরত্তর কর্মযজ্ঞে আমিও একটু অংশ নেই; স্বার্থপরের মতো শুধুই না নিয়ে, যাবার আগে আমিও কিছু দিয়ে যাই জননী। পৃথিবীকে। পৃথিবীর প্রকৃতি, প্রাণী ও মানুষের প্রতি নিদারুন মমতার ঢেউ তুলে আমাদের জাগিয়ে দিয়ে যায় সেই বইয়ের সোনালি উজ্জ্বল শব্দমালা।
আরও দেখুনঃ উন্নত জীবনের আদর্শ pdf বই ডাউনলোড
ডাঃ লুৎফর রহমান তেমনি একজন লেখক যায় বইয়ের পাতায় পাতায় দীপ্ত হয়ে আছে অমনি ধরণের অসংখ্য রত্নরাজি। যারা নবীন পাঠক, অফুরান কৌতুহল ও প্রশ্নের অতৃপ্ত ভার যাদের হৃদয় দখল করে আছে- এর বই তাদের সে কৌতুহল নিবারণ করবে, খুলে দেবে মানবিক জীবনের অগণিত সম্ভাবনাময় দরোজা; যে র্নিভয় পথে এগিয়ে গেলে মানুষ নিজেই হয়ে উঠে এক একটি সম্পন্ন প্রদীপ, যে প্রদীপের আলোয় সে নিজে তো আলোকিত হয়ই, একই সঙ্গে আলোকিত হয়ে ওঠে পরিপার্শ্বও।
আমাদের জীবন যেমনই হোক না কেন আমাদেরকেই পরিবর্তন করতে হবে।
উন্নত জীবন ডাঃ লুৎফর রহমানের মানসিক উৎকর্ষধর্মী প্রবন্ধ গ্রন্থসমূহের অন্যতম। বাংলাভাষায় এমন সরল ও অংকারবিহীন গদ্যে, এমন স্বতঃস্ফুর্ত ও কথোপকথনের ঢঙে মানব কল্যাণমুখী দার্শনিক চিন্তা-ভাবনা সম্বলিত গ্রন্থ বিরল। তিনি যা লিখেছেন , তাকে সত্য বলে বিশ্বাস করেই লিখেছেন, যে কারণে তার উক্তির মধ্যে নির্ভীক দৃঢ়তা আরা সহজেই লক্ষ্য করি।
আরও দেখুনঃ ডাঃ জাকির নায়েক লেকচার সমগ্র pdf বই ডাউনলোড
বইটি থেকে দুএকটি উদ্বৃতি দিলেই উক্তিটার সত্যতা ধরা পড়বে; কোন সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছা যদি তোমার থাকে, তাদের বইগুলো ধ্বংস কর, সকল পন্ডিতকে হত্যা করে, তোমার উদ্দেশ্য সিদ্ধ হবে। জাতি যখন দৃষ্টিসম্পন্ন ও জ্ঞানী হয়, তখন জাগবার জন্য সে কারো আহবানের অপেক্ষা করে না, কারণ, জাগরনই তার স্বভাব। তুমি তোমার ব্যক্তিত্বকে দৃঢ় করে তোল।
কেউ তোমার উপর অন্যায় আধিপত্য করতে পারবে না। যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে। পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়। এই হচ্ছে ডাঃ লুৎফর রহমান। এখানে তারঁ রচনাশৈলীর একটি বৈশিষ্ট্যর কথা প্রসঙ্গক্রমে উল্লেখ করা যায়; তারঁ গ্রন্থগুলো কেবল এ জাতীয় উদ্দীপ্ত উপদেশবাণীর সমষ্টি বলে ভাবলে ভুল হবে। তারঁ প্রতিটি কথার সত্যতা ও যথার্থতা আরো বাঙ্ময়।
আরও দেখুনঃ বজ্রকলম pdf বই ডাউনলোড
নিচে উন্নত জীবন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বিশ্বসাহিত্য কেন্দ্র বইয়ের ধরণঃ সাহিত্য বিষয়ক বইয়ের সাইজঃ 1.88 MB প্রকাশ সালঃ ১৯৯০ বইয়ের লেখকঃ ডা: লুৎফর রহমান অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ