উপার্জন ইসলামী দৃষ্টিকোণ pdf বই ডাউনলোড। অর্থ সম্পদ আল্লাহ তাআলার অন্যতম নিয়ামত। এ নিয়ামত অর্জন করার জন্য রয়েছে নানাবিধ ব্যবস্থা। বেচেঁ থাকার জন্য কোনো না কোনো পর্যায়ে অর্থসম্পদের প্রয়োজন পড়ে। মানবজীবনে এটি শরীরের রক্তের সাথে তুলনাযোগ্য। জীবনকে স্বার্থক করার ক্ষেত্রে উপার্জন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মানুষ অনেক কিছু করতে চায়, কিন্তু উপার্জন তাকে নিয়ন্ত্রণ করে। উপার্জনের উপর নির্ভর করে ব্যক্তির অর্থ-সম্পদ অর্জিত হয়। এটি বাস্তব এবং খুবই প্রয়োজনীয় বিষয়। উপার্জন করার ক্ষেত্রে কী করণীয় রয়েছে এবঙ কী বর্জন করতে হবে সে বিষয়ে আলোকপাত করা হয়েছে এই প্রবন্ধে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- তাফসীরুল কুরআন ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- শবে বরাত সঠিক দৃষ্টিকোণ pdf বই ডাউনলোড
- ব্যবসা বাণিজ্য করণীয় ও বর্জনীয় pdf বই ডাউনলোড
- সৌভাগ্যের পরশমণি ২য় খন্ড pdf বই ডাউনলোড
- যে চৌদ্দটি আমলে রিজিক বাড়ে pdf বই ডাউনলোড
চলুন জেনে আসা যাক যে উপার্জন বলতে কী বুঝায়! উপার্জন শব্দটির সমর্থক শব্দসমূহ হচ্ছে আয়, রোজগার, কামাই, লাভ, প্রাপ্তি, সংগ্রহ অর্জন ইত্যাদি। আরবীতে এবং ইংরেজীতে বলা হয় Income.পরিভাষায় উপার্জন হলো; জীবন পরিচালনার জন্য বিভিন্ন মাধ্যমে সম্পদ অর্জন করা। অন্যভাবে বলা যায় যে, Income is the Monetary payment received for goods or services, of from other sources, as rents or investments.
তাছাড়া মানবজীবনে উপার্জনের প্রয়োজনীয়তা আছে বটে কেননা জীবন পরিচালনার জন্য উপার্জন আবশ্যকীয় বিষয়। জীবন ধারণ করার জন্য উপার্জনে সক্ষম প্রত্যেককে উপার্জন করতে হবে। উপার্জন ছাড়া পৃথিবীতে বসবাস করা সম্ভব নয়। উপার্জন না করে বসে থাকার কোনো সুযোগ নেই। আর তাই দেখা যায় যে সালাত শেষে হওয়ার পর উপার্জনে বের হওয়ার কথা আল-কুরআনে বলা হয়েছে।
আল্লাহ বলেন, অর্থাৎ- অতঃপর যখন সালাত সমাপ্ত হবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় আর আল্লাহর অনুগ্রহ হতে অনুসন্ধান কর এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ কর, যাতে তোমরা সফল হতে পার। পৃথিবী উপার্জন করার একমাত্র ক্ষেত্র। তাছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে শুধু সৃষ্টিই করেননি, জীবন পরিচালনার জন্য ও পৃথিবীকে কর্মক্ষেত্র করে দিয়েছেন।
সে সাথে উপার্জন করার জন্য অসংখ্য ক্ষেত্রের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা বলেন,যে অর্থাৎ- তিনিই তো তোমাদের জন্য যমীনকে সুগম করে দিয়েছেন, কাজেই তোমরা এর পথে-প্রান্তরে বিচরণ কর এবং তারঁ রিযিক থেকে তোমরা আহার কর। আর তারঁ নিকটই পুনরুত্থান। বইটি যদি আরও পড়তে চান জানতে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে উপার্জন ইসলামী দৃষ্টিকোণ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বই |
বইয়ের সাইজঃ | 1.25 MB |
প্রকাশ সালঃ | ২০১৪ সাল |
বইয়ের লেখকঃ | হাবিবুল্লাহ মুহাম্মাদ ইকবাল |
অনুবাদকঃ |