উমরের সাথে যখন দেখা হলো pdf বই ডাউনলোড। দূর থেকে কাউকে আসতে দেখা গেল। দীর্ঘকায়—উঁচু উঁচু খেজুর গাছের সাথে যেন তাঁর আত্মীয়তা আছে! শক্তপোক্ত—যেন শক্ত পাহাড়ের কোমর খোদাই করে তৈরি হয়েছে তাঁর অবয়ব! বাম হাতে শোভা পাচ্ছে একটি লাঠি। তবে মাটির ওপর যেভাবে লাঠি রাখছেন, তা দেখে তোমার মনে হবে, তিনি লাঠিটা স্রেফ মাটিতে গেঁথেই চলেছেন—যেন পৃথিবীকে আপন কক্ষপথে স্থির রাখতেই তিনি এটি ব্যবহার করছেন! লাঠিতে ভর দেওয়ার প্রয়োজন যে তাঁর নেই, তা চলার ভঙ্গিতে স্পষ্ট।
তিনি মুখভর্তি ইহরামের পোশাকের মতো ঘন শুভ্র দাড়ি। গায়ের পুরোনো ও জীর্ণশীর্ণ পোশাক জানান দিচ্ছে তিনি একজন হতদরিদ্র বেদুইন। তবে দিবালোকের মতো তাঁর সুউজ্জ্বল মুখচ্ছবি এবং যুদ্ধপ্রান্তরের মতো প্রশস্ত আঁখিযুগল জানান দিচ্ছে ‘তিনি সাধারণ কেউ নন!’ সচরাচর যে ধরনের মানুষজনের সাথে আমাদের দেখা হয়, তাদের পর্যায়ে পড়েন না। বিরল কোনো ব্যক্তি অসাধারণ কোনো ব্যক্তিত্ব।
আরও ইসলামিক বই দেখুনঃ
- প্রোডাক্টিভ মুসলিম pdf বই ডাউনলোড
- জীবন যদি হতো নারী সাহাবির মতো pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- চোখের গুনাহ pdf বই ডাউনলোড
- নজরের হেফাজত pdf বই ডাউনলোড
তাঁর অবয়ব তাঁর আচরণ যেন নীরবতার ভাষায় জানিয়ে দিচ্ছে, লোকটির পেছনে কোনো কাহিনি আছে অথবা তিনি নিজেই একটি কাহিনি ! আসতে আসতে তিনি একদম আমার কাছে চলে এলেন। মুখে উচ্চারণ করতে চাইলাম, ‘আপনি কে?’ কিন্তু কিছু মানুষ আছেন, যাদের ভাবগাম্ভীর্যের কারণে তাদের সামনে কথা বের হয় না; বুকের ভেতর কোথাও আটকে থাকে! তিনি তেমনই
আমি হতভম্বের মতো বিস্ফারিত চোখ মেলে তাঁর দিকে তাকিয়ে রইলাম। অজানা আতঙ্ক আর কৌতূহল যেন আমাকে হাতকড়া পরিয়ে দিয়েছে! খানিক পর তিনিই আমাকে বন্দিদশা থেকে মুক্তি দিলেন। বললেন, ‘আস-সালামু আলাইকুম!’ উমরের সাথে যখন দেখা হলো
ভরাট কণ্ঠস্বর তাঁর দৈহিক গড়নের মতোই শক্ত, তবে তাতে আছে মমতার ছোঁয়া—— যেন মমতাময়ী মা নিজের অসুস্থ ছেলেকে ডাকছেন! আছে বিনম্রতার পরশ যেন তা ফজরের সুললিত আজান!কালবিলম্ব না করেই আমি উত্তর দিলাম, ওয়া আলাইকুমুস সালাম।’ অতঃপর তিনি আমাকে প্রশ্ন করলেন, তুমি কোন জাতির লোক?’ যদি আরও পড়তে চান তাহলে বইটি ডাউনলোড করে নিতে পারেন। আশা করি উপকৃত হবেন।
নিচে উমরের সাথে যখন দেখা হলো pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | জীবন কাহিনী বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 84.40 MB |
প্রকাশ সাল | সাল |
বইয়ের লেখকঃ | ড. আদহাম আশ শারকাবি |
বইয়ের অনুবাদকঃ | আমীমুল ইহসান |