উর্দূ কি পহলী কিতাব pdf বই ডাউনলোড। অনুবাদঃ- এ কথা শুনে হয়ত তোমরা মনে মনে চিন্তা করছো যে, আমরা কিভাবে জানবো যে, আমাদের কোন্ কাজ আল্লাহ তাআ’লার পসন্দ এবং কোন্ কাজে তিনি আমাদের প্রতিসন্তুষ্ট নন? এসো আমরা তোমাদেরকে সে কথা জানার একটি সহজ উপায় বলে দিচ্ছি। একটু মনোযোগের সাথে শুন এবং খুব স্মরণ রাখো।
আমাদের রাসূলে করীম সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম আল্লাহ তা’আলার খুবই প্রিয় বান্দা ছিলেন। তিনি যে কাজ করতেন আল্লাহ তা’আলার মর্জি মাফিক করতেন। এ জন্যেই তাঁর প্রতিটি কাজ আল্লাহ তা’আলার পসন্দনীয় ছিল। আমরা যদি চাই যে, আল্লাহ তা’আলা আমদের ওপর সন্তুষ্ট হোন, আমাদের কাজ তাঁর পসন্দ হোক তাহলে আমাদের উচিৎ যে, আমরা তাঁর অনুসরণ করি। তাঁর আদেশসমূহ মান্য করি, এবং তাঁর প্রদর্শিত পথে চলি ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
কেননা আল্লাহ তা’আলা নিজ গ্রন্থে যার নাম কুরআন মজীদ এবং যাকে আমরা প্রতি দিন পড়ি (তার মধ্যে) তিনি তাঁর রাসূল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামকে বলেছেন-“এ দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন যে, তারা যদি চায় যে, আমি তাদের প্রতি সন্তুষ্ট থাকি তাহলে তারা যেন তোমার অনুসরন করে। তাহলেই আমি তাদের প্রতি সন্তুষ্ট থাকব এবং তাদের গোণাহসমূহ ক্ষমা করে দিব।
#মহানবী সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের চরিত্র!
১ঃ নবী করীম সা. নিজ মেহমানকে খুবই আদর আপ্যায়ন করতেন চাই সে যে ধর্মেরই হোক না কেন, এবং যতই খারাপ হোক না কেন । বর্ণনাঃ একবার কিছু লোক নবী করীম সা. এর নিকট এলো। তিনি তাদের আপ্যায়নের এ ব্যবস্থা করলেন যে, তিনি তাঁর সাহাবীদেরকে বলে দিলেন- তোমরা এদের থেকে একেক জন করে নিয়ে যাও এবং তাদের ভালভাবে সেবা করো। এ মেহমানদের মধ্যে এক ব্যক্তি এমন ছিল যে দুষ্টমিতে প্রসিদ্ধ ছিল। কেউ তাকে গ্রহণ করলনা।
নবীজী (সা) তাকে নিজ বাড়ীতে মেহমান রাখলেন। ঘরে সবার জন্যে যে খাবার রান্না করা হয়েছিল, সে এ নিয়্যতে একাই সব খেয়ে নিল যে, বাড়ীর সবাই যেন ক্ষুধার্ত থাকে। যখন সে পেট ভরে খেয়ে নিল তখন তিনি তাঁকে একটি পৃথক কামরায় শোয়ায়ে দিলেন এবং বেশ উত্তম বিছানা বিছিয়ে দিলেন কিন্তু লোকটির বদহজম হয়ে গেল ।
নিচে উর্দূ কি পহলী কিতাব pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | কোহিনুর লাইব্রেরী |
বইয়ের ধরণঃ | কিতাব বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 5.25 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | |
বইয়ের অনুবাদকঃ | মহিউদ্দিন কাসেমী |