উশর pdf বই ডাউনলোড। ইসলামে জমির ফসলের যাকাতকেই উশর বলা হয়। কুরআন, আল হাদীস ও ইজমা অনুযায়ী সোনা, রূপা ও অন্যান্য সম্পদের যাকাতের মতই উশর (ফসলের এক দশমাংশ) দান করা প্রতিটি মুসলিমের উপর ফরয। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেনঃ তার ফসল উৎপন্ন হলে তা তোমরা খাও। আর ফসল কাটার দিন তার হক আদায় কর এবং সীমালঙ্গণ করো না। আল্লাহ সীমা লংঘনকারীদেরকে ভালবাসেন না। (আল-আনআম-১৪১)।
এখানে ফসল কাটার দিন তার হক আদায় কর বলে উশর দানের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া আল্লাহ তাআলা আরও বলেছেন: হে ঈমানদারগণ, যে সম্পদ তোমরা উপার্জন করেছ আর যা কিছু আমি তোমাদের জন্য জমি থেকে বের করেছি তা থেকে উত্তম অংশ (আল্লাহর পথে) খরচ কর। (আল-বাকারাহ-২৬৭)।
আরও দেখুনঃ উল্টা বুঝিল রাম pdf বই ডাউনলোড
এ আয়াতেও উশর দানের নির্দেশ দেয়া হয়েছে। উশর শব্দের অর্থ হচ্ছে দশ ভাগের এক ভাগ বা এক দশমাংশ। রাসূলুল্লাহ সাঃ উশর সম্পর্কে বলেছেনঃ আব্দুল্লাহ ইবনে উমর রাঃ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাঃ বলেছেনঃ যেসব জমিকে বৃষ্টির পানি ও নদীর পানি সিক্ত করে অথবা স্বভাবতঃই সিক্ত থাকে।
ফসলের যাকাত দেওয়া।
তা থেকে উশর অর্থাৎ ফসলের দম ভাগের একভাদ দান করতে হবে। আর যেসব জমি সেচের মাধ্যমে সিক্ত হয় তাতে এক দশমাংশের অর্ধেক দান করতে হবে। (সহীহুল বুখারী)। উল্লেখিত আয়াত ও হাদীসের প্রেক্ষিতে ইমাম মালিক রহ. ইমাম শাফেয়ী রহ. ইমাম আহমদ রহ. এবং বহু বিজ্ঞ ইসলামী আইনবিদের মতো প্রত্যেক জমির ফসলের উশর দান করা ফরয।
আরও দেখুনঃ তাজা ঈমানের ডাক pdf বই ডাউনলোড
তাদেরঁ মত কোন মুসলিমের মালিকানাধীন জমির খাজনা দেয়ার কারণে উশরের হুকুম বাতি হয়ে যায় না, বরং যথারীতি বহাল থাকে। ইসলামের দৃষ্টিতে জমি দু প্রকারঃ খারাজী ও উশরী। হানাফীগণের মতে যেসব জমি খারাজী বলে প্রমাণিত হয় তার খারাজ দেয়া ফরয। আর যেসব জমি উশরী বলে প্রমাণিত হয় তার ফসলের উশর দেয়া ফরয। কোন মুসলিমের খারাজী জমি থাকলে তার খারাপ দেয় ফরয।
উশর দেয়া ফরয নয়। একই জমির উপর খারাজ ও উশর উভয়ই ফরয হয় না। হানাফীগণের মতে যেকোন জমি দুই পন্থায় উশরী হয়। একঃ কোন শহর অথবা দেশের অধিবাসীরা যদি ইসলাম গ্রহণ করে, তবে তাদের জমি উশরী হয়ে যায়। যেমন মদীনা অথবা ইয়ামন অথবা গোটা আরব দেশের অধিবাসীরা ইসলাম গ্রহণ করে মুসলিম হয়ে যাওয়ায় তাদের সব জমি উশরী বলে পরিগণিত হল।
আরও দেখুনঃ সূরাতুস স্বালাত pdf বই ডাউনলোড
নিচে উশর pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বাংলাদেশ ইসলামিক সেন্টার বইয়ের ধরণঃ সম্পদ বিষয়ক বইয়ের সাইজঃ 1.98 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ সাইয়েদ মুহাম্মাদ আলী অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ