উসমান রাঃ সম্পর্কে ১৫০টি ঘটনা
উসমান রাঃ সম্পর্কে ১৫০টি ঘটনা pdf বই ডাউনলোড। জাহেলী যুগে উসমান রাঃ স্বীয় সম্প্রদায়ের মাধ্যে অতি উত্তম ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত ব্যক্তি, অত্যন্ত লজ্জাশীল এবং মিষ্ট ভাষী । ফলে তার সম্প্রদায়ের লোকেরা তাকে অত্যাধিক ভালোবাসত। জাহেলী যুগে তিনি কখনও মুর্তির সমানে সিজদা করেন নি, তিনি কখনও কোনো পাপকাজে লিপ্ত হন নি। এবং ইসলাম গ্রহনের পূর্বে তিনি কখনও মদ্য পান করেন নি।
আর তিনি বলতেন, এগুলো মেধাকে বিনষ্ট করে দেয় আল্লাহ মানুষকে উত্তম উপহারস্বরূপ মেধা দান করেছেন। সুতরাং মানুষের দায়িত্ব হলো জ্ঞান-বুদ্ধিন হেফাজত করা।
আরও দেখুনঃ আয়েশা রাঃ সম্পর্কে ১৫০টি ঘটনা pdf বই ডাউনলোড
উসমান রাঃ বলেন, আমি আমার রবের আল্লাহর কাছে দশটি বিষয় গোপন (গচ্চিত) করে রেখেছি। আর তা হলো-
(১) আমি ইসলামের চতুর্থ ব্যক্তি অর্থাৎ যারা ইসলাম গ্রহণ করেছেন তিনি তাদের মধ্যে চতুর্থতম।
(২) আমি সৈনিকদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করে দিয়েছে।
(৩) রাসুল সাঃ-এর যুগে আমি কুরআন একত্রিত করেছি।
(৪) আর রাসুল সাঃ তারঁ মেয়ের ব্যাপারে আমাকে বিশ্বাস করতেন। একজন মারা যাবার পর অপর একজনকে সাথে বিবাহ দিয়েছেন।
(৫) আমি কখনো গান গাই নি। (৬) আমি কখনও মিথ্যা কথা বলি নি।
(৭) আমি যখন রাসুল সাঃ-এর হাতে বাইয়াত গ্রহণ করেছি, তখন থেকে কোনো দিন আমার ডাক হাতকে আমার লজ্জাস্থানের উপর রাখি নি।
আরও দেখুনঃ আবুবকর রাঃ সম্পর্কে ১৫০টি ঘটনা pdf বই ডাউনলোড
(৮) যেদিনিই শুক্রবার আসত সেদিনিই আমি একটি গোলাম আযাদ করেছি। তবে কোনো শুক্রবারে আমার হাত খালি থাকলে পরে অন্যদিন গোলাম আযাদ করেছি।
(৯) আমি জাহেলী যুগে কখনও ব্যভিচারে লিপ্ত হই নি।
(১০) এবং ইসলাম আগমনের পরও কখনও ব্যবিচারে লিপ্ত হই নি।
কুরাইশরা উসমান ইবনে আফফান রাঃ -কে অত্যধিক ভালোবাসতে শরু করল যখন তিনি ধনে -বলে প্রাচুর্যতা লাভ করেন, উত্তম চরিত্র ও দানশীল হিসেবে সর্বোচ্চ আসনে আসীন হন। এমনকি একজন মহিলা তার সন্তানের জন্য কবিতা রচনা করল, যাতে সে মানুষের ভলো গুণের দিকগুলি ফুটিয়ে তোলেন। আর তারা এ ব্যাপারে উসমান রাঃ-কে গণ্য করত।
আরও দেখুনঃ আলী রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষানীয় pdf বই ডাউনলোড
নিচে উসমান রাঃ সম্পর্কে ১৫০টি ঘটনা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ পিস পাবলিকেশন্স বইয়ের ধরণঃ উসমান রাঃ সম্পর্কে বইয়ের সাইজঃ 3.24 MB প্রকাশ সালঃ ২০১৪ ইং বইয়ের লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী অনুবাদঃ শাইখ আব্দুর রহমান বিন মোবারক আলীডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ