একজন মুসলিমের দৈনন্দিন জীবন
একজন মুসলিমের দৈনন্দিন জীবন pdf বই ডাউনলোড। সকল প্রশংসা একমাত্র আল্লাহ তায়ালার জন্য, যার ইচ্ছা ও সাহায্যে বইটির কাজ শেষ করতে পেরেছি। অসংখ্য দরূদ ও সালাম তাঁর নবী মুহাম্মদ সাঃ এর উপর, যার জীবনাদর্শ ও শিক্ষা তুলে ধরার চেষ্টা করেছি এই বইটতে।
রাসূল সাঃ এর সূন্নাহ ও জীবনাদর্শ বিষয়ে একটি প্রেজেন্টেশন তৈরী করা ছিল আমার মূল উদ্দেশ্য এবং ইচ্ছা ছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কর্পোরেট অফিস ও মসজিদে তা উপস্থাপন করবো। যদিও ইচ্ছাটি খুব বেশী পূরণ করা িএখনও সম্ভবপর হয়নি তুবও আশাবাদী ইনশা-আল্লাহ খুব শীঘ্রই পূরণ হবে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- বিবাহের মাসায়েল pdf বই
- গোনাহ ও তাওবা pdf বই
- ইসলামে গান ছবি প্রতিকৃতির বিধান pdf বই ডাউনলোড
- দরসে তিরমিযী ৫ম খন্ড pdf বই ডাউনলোড
- মুনাফিকের আলামত pdf বই
- একজন মুসলিমের দৈনন্দিন জীবন pdf বই
একজন মানুষের দিন অতিবাহিত হয় দুটি বিষয়ের সমন্বয়ে – কর্ম ও চিন্তা। কর্মগুলো আসলে মানুষের চিন্তা-ভাবনা দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। আমরা মনে প্রাণে যে বিষয় নিয়ে যেভাবে চিন্তা ও পরিকল্পনা করি এবং তার উপর বিশ্বাস স্থাপন করি ঠিক সেভাবেই আমরা আমাদের কাজগুলো করি। আমি আপনাদের চিন্তায় ও কর্মে রাসূল সাঃ এর সুন্নাহকে প্রবেশ করাতে চাই।
দৈনন্দিন জীবনে সুন্নাত পালন করা
আমরা সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত বিভিন্ন কাজ করি। সকলের কাজের ধরন ভিন্ন কারন জীবনযাপনের ধরন ভিন্ন। কিন্তু দৈনন্দিন জীবনের কিছু ছকে বাঁধা কাজ আমাদের সকলের মিয়ে যায়। আমি শুধু চেষ্টা করছি ঐ সকল কাজগুলো ধঅরাবাহিকভাবে কিভাবে রাসূল সাঃ এর সুন্নাহ অনুসরণ করে করা যায় তা দেখানোর জন্য।
বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে সুন্নাহ অনুসরণ করা যে কত সহজ আশা করি বইটি পড়লে তা অনুধাবন করতে পারবেন। কিছু কাজ আপনি করতে করতে সাধারণ অভ্যাসে পরিণত করে ফেলেছেন। কিন্তু সেই কাজগুলোতে একটু পরিবর্তন এনে সুন্নাহর আলোকে করলে যেমন ইসরামী জীবনযাপন করতে পারবেন তেমনি নেকি অর্জন করতে পারবেন। সুন্নাহ অনুসরণের পাশাপাশি আধুনিক বিজ্ঞান ও সভ্যতার কিছু অনুসরণীয় বিষয় বা ভাল কিছু নৈতিক কথা ও কাজ যা সুন্নাহর পরিপন্থি নয় তাও দেখাতে চেষ্টা করেছি বইটির মাধ্যমে।
পরিবারে রাতারাতি পরিবর্তন আনার চেষ্টার চেয়ে নিজে সুন্নাহর অনুসরণের পাশাপাশি অন্যদের অনুসরণে উদ্ধুদ্ধ করার ক্ষেত্রে হিকমার সাথে বুঝিয়ে ইসলামী জীবন ব্যবস্থার দিকে নিয়ে আসতে চেষ্টা করুন। আপনার পরিবারকে সরল পথে আনতে কী পদ্ধতি অবলম্বন করবেন সেটি আপনিই ভালো জানেন।
নিচে একজন মুসলিমের দৈনন্দিন জীবন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ তাওহীদ পাবলিকেশন্স বইয়ের ধরণঃ দৈনন্দিন জীবনে রাসূল সাঃ এর সুন্নাত সমূহ বইয়ের সাইজঃ 2.59 MB প্রকাশ সালঃ ২০১৫ইং বইয়ের লেখকঃ মোঃ মুশফিকুর রহমান অনুবাদঃ মুহাম্মদ মাসুম বিল্লাহডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ