একটি সুন্নাতকে বাচাঁবো বলে
“একটি সুন্নাতকে বাচাঁবো বলে pdf বই ডাউনলোড। আমরা পুরো মুসলিম উম্মাহ সংকটের মধ্য দিয়ে যাচ্চি। এমনটা যে হবে, নবিজি সাঃ তার জীবদ্দশাতেই ভভিষ্যদ্বাণী করে গিয়েছিলেন। মুসলিম সমাজ আজ নান দল-উপদলে বিভক্ত। বিভিন্ন বাদ-মতবাদ নিয়ে ব্যস্ত। প্রত্যেক দলই মনে করে করে, তারাই একমাত্র সঠিক দল, অন্যরা সবাই ভ্রান্ত !
এই যে সমস্যা , তার সমাধানও নবিজি সাঃ দিয়ে গেছেন: ইরবাদ বিন সারিয়া বর্ণনা করেছেন যে, নবিজী একদিন আমাদেরকে নসীহত করলেন। ফজরের পর।
আরও ইসলামিক বই দেখুনঃ
- একই দিনে রোজা ও ঈদ pdf বই ডাউনলোড
- জান্নাতের ফুল pdf বই ডাউনলোড
- আজাদীর ধোকাঁ pdf বই ডাউনলোড
- আজাদীর ধোকাঁ pdf বই ডাউনলোড
- একটি সুন্নাতকে বাচাঁবো বলে pdf বই ডাউনলোড
ভাষণটা ছিল অত্যন্ত সারগর্ভ । উপস্থিত শ্রোতাদের দুচোখ বেয়ে অশ্রু ঝরছিল। সবার হৃদয় ভীত-সন্ত্রস্ত হয়ে উঠেছিল। একজন তো বলেই বসল: এটা তো বিদায়ী ভাষণ! নবীজি আমাদেরকে কী নির্দেশনা দিয়েছিলেন? আমি তোমাদেরকে তাকওয়া অবলম্বণের আদেশ দিচ্চি।
সে নেতা হাবশী গোলাম হলেও তাকে মানবে।
আমি তোমাদেরকে {নেতার আদেশ} শোনা ও মানার আদেশ দিচ্চি। সে নেতা হাবশী গোলাম হলেও তাকে মানবে। কেননা তোমাদের মধ্যে যারা বেচেঁ থাকবে, তারা অনেক ঝগড়া বিরোধ দেখবে। তোমরা নিত্যনতুন (বিদআত) বিষয়াবলী থেকে বেচেঁ থাকবে। কেননা সেগুলো ভ্রান্ত ।
তোমরা যারা সে সময়টা পাবে, তারা যেন আমার সুন্নাহ আকঁড়ে ধরে। আমার হিদায়াত প্রাপ্ত সুবুদ্বিসম্পন্ন খলীফাদের পথ আকঁড়ে ধরে। তোমরা তাদের পথকে মযবুতভাবে কামড়ে ধরে রাখবে।নবিজীর সাঃ কথায় বোঝা গেল, সুন্নাতের অনুসরণের মাঝেই আমাদের মুক্তি নিহিত।
আমারা এই সিলসিলায় চেষ্টা করবো, ফিকহি ও মাযহাবি ইখতিলাফ-মতভেদমুক্ত সুন্নাতসমূহ হাযির করতে যাতে সবাই মানতে পারে।আমর করতে পার এই সফরে, আমাদের শে‘আর (স্লোগান ) করতে হবে। ইন তুতীঊহু তাহতাদু যদি তার (নবিজীর ) অনুসরণ করো হিাদায়অত পেয়ে যাবে ।
পরিবারের প্রয়োজন পুরো করার পর, উদ্বৃত্ত খাবার থাকলে তবেই অন্যকে আহার করাবে। যেমন: আশেপাশের গরীবকে, বাড়িতে আসা ভিক্ষুককে, মহল্লা পাহারা দেয়া প্রহরীকে, বাড়ির ঠিকা কাজের লোককে। আবার বন্ধুবান্ধব,আশেপাশের সাবই এর আওয়াভুক্ত হতে পারে।
নিচে একটি সুন্নাতকে বাঁচাবো বলে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বই বইয়ের সাইজঃ 2.36 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ আতিক উল্লাহ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ