এক নজরে বিবাহ ও তালাক pdf বই ডাউনলোড। বিবাহ সম্পর্কে মৌলিক বিষয়গুলি আমরা আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। কেননা এগুলি জানা না গেলে অনেক কিছুই আমাদের সামনে উদ্ভাবিসত হবে না। ফলে আমরা অজ্ঞতার আধাঁরে রয়ে যাবো। আজকে পাশ্চত্য সমাজের অনুকরণে মুসলিম দেশগুলিও বিবাহ বন্ধনের ন্যায় পবিত্র বন্ধন হতে দ্রুত দূরে সরে যাচ্ছে অবৈধ প্রেমের নামে শারীরিক সম্পর্কে নিকৃষ্ট ফাঁদে পতিত হয়ে পেটের ভ্রুণকে নষ্ট করে মুসলিম ছেলে -মেয়েরা যেনা ও সন্তান হত্যার ন্যায় কবীরা গুনাহে অহরহ লিপ্ত হচ্ছে। এর একমাত্র কারণ হল বিবাহ সম্পর্কে অজ্ঞতা। তাছাড়াও বিবাহকে কঠিন করা হয়েছে যা অন্যতম মূল কারণ।
আল্লাহ তাআলা স্ত্রীকে করেছেন শান্তিস্বরূপ। নবী রাসূলগণও বিবাহ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে সুন্নত বলেছেন। তিনি একে দনের অর্ধেক বলেছেন। যারা চরিত্র হেফঅযতের স্বার্থে বিবাহ করে তাদেরকে আল্লাহ সাহায্য করেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- এক নজরে ছলাত pdf বই ডাউনলোড
- তালাক ও তাহলীল pdf বই ডাউনলোড
- এক সঙ্গে তিন তালাক pdf বই ডাউনলোড
- রাসূল সাঃ এর বহু বিবাহ pdf বই ডাউনলোড
- কুরআন সহীহ হাদীসের আলোকে তালাক pdf বই ডাউনলোড
একজন নেক্কার স্ত্রীকে দুনিয়অর সবচাইতে বগ সম্পদ বলা হয়েছে। নেক স্ত্রী সৌভাগ্য বয়ে আনে। এই ধরণের অনেত আয়াত ও হাদীস রয়েছে যেগুলি বিবাহ করতে উৎসাহ প্রদান করেছে। এবং বিবাহের কল্যাণকর দিকগুলো নির্দেশ করেছে। মূলত বিবাহ আমাদের মাঝে মান্তির বার্তা বয়ে আনে বলেই শরীয়তের বিবাহ করতে উৎসাহ প্রদান করা হয়েছে।
যোগ্যতা সম্পন্ন পুরুষের বিবাহ করা উচিৎ। যদি বিবাহ করার যোগ্যতা না থাকে তাহলে সিয়াম রাখবে। বিবাহ না করলে যদি যেনায় লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে দ্রুত বিবাহ করা আবশ্যক। কেননা আল্লাহ যেনার কাছেও যেতে নিষেধ করেছেন। এ অভিবাবকদের সর্তক দৃষ্টি রাখতে হবে। সহবাসের ক্ষমতা না থাকলে বিবাহ করা যাবে না। এতে স্ত্রীকে কষ্ট দেয়া হবে আর স্ত্রীকে কষ্ট দেয়া হারাম।
বিবাহ ও তালাক দুিইটি আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে সম্পৃক্ত। বিবাহ ছাড়া যেমন বৈধভাবে যৌন জীবন যাপন করা যায় না। অনরূপভাবে বিবাহের মাধ্যমে আমরা নতুন দিগন্ত উন্মোচন করি। প্রবেশ করি একটি নতুন অধ্যায়ে। যা আমাদেরকে দায়িত্বশীল হতে শেখায়। যা আমাদের দীন পালনে সহায়ক হয়। যার মাধ্যমে আমরা স্বামী-পিতা-কিংবা স্ত্রী-মা হওয়ার মহান সৌভাগ্য লাভে সক্ষম হই।
কিন্তু বিবাহ যখন ভূল পদ্ধতিতে সম্পাদিত হয় তখন তা নেকীর বদলে গুনাহের দরজা খুলে দেয়। অনেকেই ভূল পথে বিাবহ করে সংসার পাতেন। অথচ তা শরীয়তের দৃষ্টিতে জায়েয নাকি নাজায়েয তা অনুভবনে থাকে না। এর কারণ মূল কারণ হল আমাদের অজ্ঞতা ও ইলম অর্জনে অনীহা।
নিচে এক নজরে বিবাহ ও তালাক pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 1.30 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | উস্তায আহমাদুল্লাহ সৈয়দপুরি |
অনুবাদঃ |