এপিটাফ সাজিদ ইসলাম pdf বই ডাউনলোড । আলি বানাত। অস্ট্রেলিয়ান নাগরিক। এমন একটা জীবন তার ছিল, যা আমাদের অনেকের কাছে স্বপ্নের মতো, মহা আকাঙ্খিত। সফল ব্যবসা, অর্থ-সম্পদের ছড়াছড়ি, বিলাসিতাময় এক জীবন।
৫০ লক্ষ টাকা দামের হাতের ব্রেসলেট, লক্ষ টাকা দামের সারি সারি লুই ভুটন জুতার কালেকশান, সামান্য চপ্পলের দাম পর্যন্ত প্রায় ৬০ হাজার টাকা, ৫ কোটি টাকা দামের ফেরারি স্পাইডার, রেঞ্জ রোভার – কী দুর্দান্ত এক জীবন। উদয়অস্ত আমরা যে মরীচিকার পেছনে ছুটে বেড়াই, আলি তা ছুঁতে পেরেছিলেন। তারপর হাঠাৎ একদিন…।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ইয়াজিদকে নিন্দা করার বৈধতা pdf বই ডাউনলোড
- প্যারাডক্সিক্যাল সাজিদ pdf বই ডাউনলোড
- সাজিদ করিম ভাইয়ের কয়েকটি লেখা pdf বই ডাউনলোড
- প্যারাডক্সিক্যাল সাজিদ- ২ pdf বই ডাউনলোড
- হাদীস কাহিনী pdf বই ডাউনলোড
- স্বপ্নের ব্যাখ্যা pdf বই ডাউনলোড
তিন বছর আগের কথা। তাড়াহুড়ো করে গরম চা-টা শেষ করতে গিয়ে জিভ পুড়ে গেল। আয়নায় চোখে পড়ল জিভের ওপরে মুখের তালুতে ছোট্ট একটা দাগ। কী মনে করে ডাক্তারের কাছে যাওয়া। চেকআপ করিয়ে নিতে তো দোষ নেই। রিপোর্ট আসলো। ফোর্থ স্টেইজ টেস্টিকুলার ক্যান্সার। সারা শরীরে ছড়িয়ে গেছে। আর কোন আশা নেই। জানিয়ে দেয়া হলো – খুব বেশি হলে সাত মাস।
সাজানো গোছানো স্বপ্নের মতো আলি বানাতের জীবনে যেন আকাশ ভেঙে পড়ল। মুহূর্তের মধ্যে সবকিছু বদলে গেল। টাকা, ব্যবসা, গাড়ি, বাড়ি, বিলাসী জীবন – সবকিছু অর্থহীন হয়ে গেল।
আর কয়দিন পর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। জীবনের এই বাস্তবতা আলি বানাতকে এক ভিন্ন মানুষে বদলে দিল। ক্যান্সারের কথা জেনে কেমন অনুভূতি হয়েছিল এমন প্রশ্নের জবাবে চেখ মুছতে মুছতে, ধরা গলায় খুব অদ্ভূত একটা কথা বলেছিল সে, –
‘ক্যান্সার আল্লাহর পক্ষ থেকে আমার জন্য গিফট’
সে বলেছিল, ‘হটাৎ করে জীবনের সবকিছু আমার কাছে মূল্যবান হয়ে গেল। আল্লাহর দেওয়া ছোট ছোট নিয়ামতগুলোও আমি দেখতে শুরু করলাম। মুক্ত বাতাসে প্রাণ ভরে নিশ্বাস নিতে পারার নিয়ামতটুকুও আমার কাছে অনেক কিছু মনে হচ্ছিল’।
ক্যান্সারের মাধ্যমে আলি দুনিয়ার আসল মূল্য উপলদ্ধি করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন একটা ফেরারি স্পাইডারের চেয়ে খালি পায়ে আফ্রিকায় দৌড়ে বেড়ানো একটি শিশুর জন্য এক জোড়া জুতোর দাম বেশি। ক্যান্সার আলিকে বুঝিয়েছিল এ দুনিয়া আর এর মাঝের সবকিছুই মুছে যাবে।
আর কাফনের কাপড় কোনো পকেট থাকবে না। যখন কবরের প্রশ্নকারীরা আসবে, দুনিয়া এবং এর সমস্ত সম্পদ আমাদের বাঁচাতে পারবে না। মাটির এ খাঁচা মাটিতেই মিশে যাবে, রয়ে যাবে শুধু তাওহীদ, ঈমান, তাক্কওয়া আর নেক আমল।
মিলিয়েনেয়ার আলি নিজের ব্যবসা বিক্রি করে দিলেন। নিজের সম্পদ বিলাতে শুরু করলেন। গড়ে তুললেন Muslim Around the World (MATW) নামের চ্যারিটি। টোগোতে মসজিদ আর স্কুল বানালেন। লাখ লাখ টাকা দামের জিনিস মানুষকে দিয়ে দিলেন।
নিচে এপিটাফ সাজিদ ইসলাম pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | বুকমার্ক পাবলিকেশন |
বইয়ের ধরণঃ | জীবনী বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 55.9 MB |
প্রকাশ সালঃ | ২০২০ |
বইয়ের লেখকঃ | মোহাম্মদ হোবলোস |
অনুবাদঃ | সাজিদ ইসলাম |
বিঃ দ্রঃ এটি একটি শর্ট পিডিএফ, মূল পিডিএফ পাওয়া গেলে আপডেট করে দেওয়া হবে।