এসো কোরআন শিখি ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড। কোরআনের তরজমা সাধারণত তিন প্রকার হয়ে থাকে। প্রথমত আদবী তরজমা, বা সাহিত্যিক অনুবাদ। তাতে আয়াতের মূল শব্দ, বিন্যাস ও কাঠামো অক্ষুন্ন রাখার বিষয়টিকে প্রধান বিবেচনায় রাখা হয় না; বরং আয়াতের ভাব, মর্ম ও বক্তব্যকে সহজ, সরল ও হৃদয়গ্রাহী ভাষায় তুলে ধরাই হয়ে থাকে প্রধান বিবেচ্য বিষয়।
ফলে উক্ত তরজমায় স্বাভাবিকভাবেই তরজমার ভাষা, বাগধারা ও শৈলীর ছাপ বেশী পরিমানে থাকে। এরূপ তরজমারও রয়েছে বিভিন্ন স্তর। তবে এক্ষেত্রে প্রদান শর্ত হলো: আয়াতের মূল আবেদন, অহীর ভাবগাম্ভীরয এবং কালামুল্লাহর শানে জামাল ও শানে জালাল যেন যথাসম্ভব অক্ষুন্ন থাকে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- এসো কোরআন শিখি ১ম খন্ড pdf বই ডাউনলোড
- এসো কোরআন শিখি ২য় খন্ড pdf বই ডাউনলোড
- এসো ঈমান শিখি pdf বই ডাউনলোড
- এসো নামায শিখি pdf বই ডাউনলোড
- এসো কোরআন শিখি ৩য় খন্ড pdf বই ডাউনলোড
যাতে পাঠকারী বা প্রবণকারীর অন্তর এমন একটি ভাবে আবিষ্ট থাকে যেন সে আল্লাহর কালামের আবহে বিরাজ করছে। জনৈক বিদগ্ধ আরব সাহিত্যিকের ভাষায়, কোরআনের অবতারণের মূল যে উদ্দশ্য সেটার জন্য এরূপ তরজমা খুবই উপযোগী ও উপকারী। এর মোটামুটি গ্রহণযোগ্য নমুনা হচ্ছে মাওলানা আব্দুল মাজিদ দরয়াবাদী রহ, এর তরজমা এবং সম্প্রতি মাওলানা তক্বী উছমানী মুদ্দা যিল্লুহুল আলী-এর উচ্চাঙ্গ তরজমা।
এ বিষয়ে কোন সন্দেহ নেই যে, তালিবে ইলমের যিন্দেগীর শ্রেষ্ঠ নেয়ামত হলো আল্লাহর কালাম বুঝতে পারা। আমাদের নেছাবে তারীমের যাবতীয় উদ্যোগ আয়োজন এবং সাধনা ও অনুশীলনের এটাই হলো আসল মাকছূদ। আর আল্লাহর কালাম বোঝার প্রথম স্তর হলো তারজামাতুল কোরআন। এর মাধ্যমেই আমরা কোরআনুল কারীমের মহাজ্ঞানসমুদ্রের তীরে উপনীত হই।
তারপর তাফসীরুল কোরআনের মাধ্যমে সেই মহাসমুদ্রে অবগাহন করি। এক্ষেত্রে আল্লাহ যাকে যত তাওফীক দান করেন সে ঐ মহাসমূদ্রের তত গভীরে ও তলদেশে পৌঁছতে পারে এবং সেই পরিমাণ মনিমুক্তা সংগ্রহ করতে পারে। এখানে কোন অন্ত নেই, সব অনন্ত; এখানে সীমা নেই, সব অসীম।
বলাবাহুল্য যে, উভয় তরজমার ভাষা হচ্ছে উর্দূ। আফসোস, বাংলাভাষায় এধরণের মৌলিক তরজমা এখনো সামনে আসেনি। অবশ্য উভয় তরজমারই বাংলা তরজমা প্রকাশি হয়েছে। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আবার এসো কুরআন শিখি ৪র্থ খন্ডের প্রকাশ পেয়েছে। আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ আমাদের এভাবে পাশে থাকে এবং আমরা যেন দ্বীনের কাজে এগিয়ে যেতে পারি সেই কাম্য সবার কাছে।
নিচে এসো কোরআন শিখি ৪র্থ খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | দারুল কলম |
বইয়ের ধরণঃ | কোরআন শিক্ষা |
বইয়ের সাইজঃ | 18.7 MB |
প্রকাশ সালঃ | ২০০৮ |
বইয়ের লেখকঃ | মাওলানা আবু তাহের মেসবাহ |
অনুবাদকঃ |