এসো ছারফ শিখি pdf বই ডাউনলোড। আরবী ভাষা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ হতে কোরআন ও সুন্নাহর ভাষা রূপে নির্বাচিত হয়েছে, সেহেতু আরবী ভাষার সাধারণ জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব। কেননা আমার আল্লাহ আমার দুনিয়া-আখেরাতের শান্তি ও মুক্তির জন্য কী নাযিল করেছেন।
এবং আমার নবী আমার জীবন সমস্যার সমাধানের জন্য কী রেখে গেছেন তা তরজমার মাধ্যম ছাড়া সরাসড়ি সে ভাষায় বোঝার চেষ্টা করাই তো হবে আমার আল্লাহ-প্রেম ও নাবী-প্রেমের স্বতঃস্ফুর্ত দাবী!
আরও ইসলামিক বই দেখুনঃ
- এসো ঈমান শিখি pdf বই ডাউনলোড
- এসো নামায শিখি pdf বই ডাউনলোড
- এসো বালাগাত শিখি pdf বই ডাউনলোড
- আহলে সুন্নতের আকিদা শিখি pdf বই ডাউনলোড
- এসো তাকওয়া অর্জন করি ২য় খন্ড pdf বই ডাউনলোড
তবে কোনআন, সুন্নাহ ও শরীয়তের সুবিজ্ঞ ও সুযোগ্য আলিম হওয়ার জন্য আরবী ভাষায় পূর্ণ ব্যুৎপত্তি অর্জন করা অপরিহার্য । ভাষার সাধারণ জ্ঞান এক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। কেননা সাধারণ ভাষাজ্ঞানের উপর নির্ভর করে কোরআন সুন্নাহ ও শরীয়তের গভীরে প্রবেশ করা আর দুদিনের সন্তরণ বিদ্যার উপর সাহস করে অকূল দরিয়ায় ঝাঁপ দেয়া একই পরিণতি ডেকে আনবে, তাতে কোন সন্দেহ নেই।
তাই যারা দ্বীন ও শরীয়তের আলিম হবে এবং কোরআন-সুন্নাহ ও শরীয়তের ইলমের ধারখ, বাহক ও রক্ষম হবে তাদের জন্য আরবী ভাষার সাধারণ জ্ঞান অর্জনের পর ভাষার শাস্ত্রীয় ও তত্ত্বগত জ্ঞান অর্জন করা অপরিহার্য কর্তব্য। একারনেই দেখা যায়, বিজয়াভিযানের মাধ্যমে ইসলাম যখন জাযীরাতুল আরবের সীমানা অতিক্রম করলে! তখন থেকেই ওলামায়ে উম্মত আরবী ভাষার পূর্ণ শাস্ত্রীয় জ্ঞান অর্জনের নিরবচ্ছিন্ন সাবধায় আত্মনিয়োগ করেছেন।
এমনকি এ ময়দানে পুরো জিন্দেগী ওয়াকফ করে দিয়েছেন। তাদেঁর এই জীবনব্যাপী সাধনারই ফল স্বরূফ অভিধান, ব্যাকরণ ও অলঙ্কার শাস্ত্রের এক সুবিশাল গ্রন্থ-সম্ভার গড়ে উঠেছে, যা বিশ্বের যে কোন জাতির হৃদয়ে সশ্রদ্ধ বিস্ময় উদ্রেক করার জন্য যথেষ্ট। আরবী ভাষা-সংশ্লিষ্ট প্রতিটি শাস্ত্রের উপর প্রয়োজনীয় পাঠ্যপুস্তক রচনার গুরু দায়িত্ব ও ওলামায়ে কেরাম শুরু থেকে আঞ্জাম দিয়ে এসেছেন।
এ ক্ষেত্রে আলিমগন সবসময় যুগ-চাহিদা ও সমাজ-মানস সম্পর্কে পূর্ণ সচেতনতার পরিচয় দিয়েছেন এবং সে আলোকে পূর্ববর্তী কিতাবের পরিবর্তে নতুন কিতাব তৈরী করেছেন। বলাবাহুল্য যে, পূর্বসূরীদের রচনাসম্ভারের উপস্থিতি সত্ত্বেও যুগ, সমাজ ও পরিবেশের পরিবর্তিত দাবী ও চাহিদার প্রেক্ষিতে নতুন গ্রন্থ প্রনয়নই হলো উত্তরসূরী আকাবিরগণের অনৃসৃত নীতি । আশা করি বইটি আপনাদের জন্য অনেক উপকার এ আসবে তাছাড়া যদি বইটি পড়তে চান অথবা জানতে চান তাহলে বইটি ডাউনলোড করে নিতে পারেন।
নিচে এসো ছারফ শিখি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | মোহাম্মদী লাইব্রেরী |
বইয়ের ধরণঃ | ছারফ শিক্ষা |
বইয়ের সাইজঃ | 12.0 MB |
প্রকাশ সালঃ | ১৯৯৯ |
বইয়ের লেখকঃ | মাওলানা আবু তাহের মেসবাহ |
অনুবাদকঃ |