এসো নামাজ পড়ি pdf বই ডাউনলোড। ইসলাম আল্লাহর দীন। দীন মানে জীবন-যাপন পদ্ধতি বা জীবন যাপনের নিয়ম কানুন। সঠিকভাব জীবন-যাপন করার জন্যে আল্লাহ সুবাহানাহু তাআলা মানুষকে ইসলাম নামক জীবন যাপন পদ্ধতি প্রদান করেছেন। ইসলাম হলো আল্লাহর দেয়া এবং আল্লাহর মনোনীত একমাত্র দ্বীন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলাম পাচঁটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত । যে গুলো হলোঃ
- ১. এই সাক্ষ্য দেয়া যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল
- ২. সালাত কায়েম করা।
- ৩. যাকাত প্রদান করা।
- ৪. হজ্জ করা ।
- ৫. রমযান মাসে রোযা রাখা (সূত্র : সহীহ বুখারী ও মুসলিম)
আরও দেখুনঃ এসো জান্নাতের পথে pdf বই
কাবা শরীফ মক্কায় অসস্থিত। কাবার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়। সারা পৃথিবীর মুসলিমরা কাবার দিকে ফিরে সালাত আদায় করেন। প্রত্যক ঈমানদার মুসলিম নারী ও পুরুষের জন্যে সালাত আদায় করা ফরয। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন: সালাত কায়েম করো (সূরা ২ আল বাকারা :আয়াত ১১০)
আল্লাহ তায়ালা আরো বলেছেন:অবশ্যই সময়মতো সালাত আদায় করা মুমিনদের উপর ফরয করে দেয়া হয়েছ্ (সূরা ৪ আন নিসা:আয়াত ১০৩)
মহান আল্লাহ আল কুরআনে অনেকবার সালাত আদায় করার নির্দেশ দিয়েছেন ফলে মুমিনদের জন্য সালাত সবচেয়ে বড় ফরয ইবাদত্ সালাত ত্যাগ করা কুফরী । রাসূলুল্লাহ সা. বলেছেন: কোনো ব্যক্তির কুফরিতে নিমজ্জিত হবার সেতু হলো সালাত ত্যাগ করা (মুসলিম শরীফ)
আরও দেখুনঃ ইবাদত pdf বই
তিনি আরও বলেছেন: যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে কুফরী করলো (তিরমিযি শরীফ)
সালাত কায়েম করলে দুনিয়াতে ও ভালো মানুষ হওয়া যায় আবার সালাত আদায়ের মাধ্যমে আখিরাতের সফলতাও অর্জন করা যায়। আল্লাহ তাআলা বলেন: সফল হলো সেইসব মুমিন যারা বিনয়ের সাথে সালাত আদায় করে। (সূরা ২৩ মুমিনুন: আয়াত ১-২)
সালাতের সময় হলে মসজিদ সমবেদ হওয়া এবং জামাতের সাথে সালাত আদায় করা আল্লাহ পাক মুসলমানদের কর্তব্য করে দিয়েছেন। এ উদ্দেশ্যে আল্লাহ এবং তারঁ রাসূল মুমিনদেরকে মসজিদ নির্মাণ করতে বলেছেন, মসজিদ মানে- আল্লাহকে সিজদাহ করার জায়গা।
নিচে এসো নামাজ পড়ি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ শতাব্দি প্রকাশনী বইয়ের ধরণঃ ইবাদতের বিষয়বলী বইয়ের সাইজঃ 6.23 MB প্রকাশ সালঃ ২০১০ ইং বইয়ের লেখকঃ আব্দুস শহীদ নাসিম অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ