এসো নাহব শিখি pdf বই ডাউনলোড। আলহামদু লিল্লাহ! ছুম্মা আলহামদু লিল্লাহ! কাওমী মাদরাসার সংশোধিত নেছাবের জন্য প্রয়োজনীয় পাঠ্যপুস্তক প্রণয়নের যে মহতি উদ্যোগ মাদরাসাতুল মাদীনাহ গ্রহণ করেছে তার দ্বিতীয় ফসল রূপে বা এসো নাহব শিখি আজ আত্মপ্রকাশ করছে।
যাবতীয় সীমাবদ্ধতার মাঝেও এটা সম্ভব হতে পেরেছে শুধু আল্লাহ রাহমানুর রাহীমের অপার অনুগ্রহে। তাই এ আনন্দঘন মুহুর্তে কৃতজ্ঞচিত্তে তারঁ পাক দরবারে আদায় করছি সিজদায়ে শোকর।
আরও ইসলামিক বই দেখুনঃ
- এসো ঈমান শিখি pdf বই ডাউনলোড
- এসো নামায শিখি pdf বই ডাউনলোড
- এসো ছারফ শিখি pdf বই ডাউনলোড
- এসো বালাগাত শিখি pdf বই ডাউনলোড
- দরসে তিরমিযী ২য় খন্ড pdf বই ডাউনলোড
দরসে নিজামী নামে পরিচিত আমাদের কাওমী মাদরাসার নেছাবে নাহব-ছারফ বা আরবী ভাষার ব্যাকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং কোরআন হাদীছের ইলম চর্চার অন্যথম বুনিয়াদ। কিন্তু দুঃখের বিষয় যে, আমাদের প্রিয় ছাত্র মহলে নাহব-ছারফকে বর্তমানে খুব কঠিন ও কষ্টদায়ক বিষয় মনে করা হয়। দীর্ঘ কয়েক বছরের ধারাবাহিক অধ্যয়ন সত্ত্বেও বিষয়টির সাথে তারা তেমন ঘনিষ্ঠ হতে পারে না।
ফলে আরবী ভাষার ব্যাকরণগত দুর্বলতা আমাদের প্রিয় তালিবে ইলমদের ইলম চর্চাকে পদে পদে ব্যাহত করছে।কাওমী মাদরাসার বরেণ্য শিক্ষকগণ এ বাস্তবতা উপলব্ধি করছেন এবং বিভিন্নভাবে আন্তরিক ও নিরলস প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে তাদেঁর চিন্তা ফসল হিসাবে কয়েকটি কিতাব প্রকাশিতও হয়েছে।
আমরাও দীর্ঘদিন থেকে নাহবের প্রথম পাঠ হিসাবে এমন একটি বিজ্ঞানসম্মত পাঠ্যপুস্তকের প্রয়োজন অনুভব করে আসছিলাম যাতে প্রিয় ছাত্ররা তাদের মাতৃভাষায় সহজ ও আকর্ষণীয়ভাবে নাহব চর্চার সুযোগ লাভ করে এবং প্রয়োজনীয় ও পর্যাপ্ত অনুশীলনের মাধ্যমে বিষয়টি পূর্ণ আত্মস্থ করতে পারে ।
প্রয়োজনের এ অনুভব থেকে রচিত কিতাবটি কাওমী মাদরাসার সম্মানিত শিক্ষকবৃন্দ ও প্রিয় ছাত্রদের বরাবরে বিনয়ের সাথে পেশ করছি। আশা করি আপনাদের এই বইটিতে অনেক উপকার পাবেন । অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবেন এবং কি অনেক অজানা-জানা এই নাহব বইয়ে থাকবে।
নিচে এসো নাহব শিখি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | মোহাম্মদী লাইব্রেরী |
বইয়ের ধরণঃ | নাহব শিক্ষা |
বইয়ের সাইজঃ | 5.68 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | মাওলানা আবু তাহের মেসবাহ |
অনুবাদকঃ |