ওমর ইবনে আবদুল আজিজ pdf বই ডাউনলোড । একদিন পরাক্রমশালী আব্বাসীয় খলীফা মামুনুর রশীদের সামনে ওমর ইবনে আবদুল আজীজের কথা আলোচিত হল। এই প্রভাবশালীও পরম অনুপতাপের সাথে বলেন, ‘বনু উমাইয়ার এ লোকটি আমাদের সকলের জন্য যে অবদান রেখে গেছেন, সত্যিই তা ভোলোর নয়।’
বাস্তবিকই হযরত উমর ইবনে আবদুল আজীজের মাধ্যমেই সমগ্র বনু উমাইয়া শ্রেষ্ঠত্ব মর্যাদার এক সুউচ্চ আসন লাভ করেছিল। শুধু বনু উমাইয়া কেন? বলতে গেলে সমগ্র মিল্লাহত বা জাতিই এই সশ্রদ্ধ মহান মনীষীর শ্রেষ্ঠত্ব, মর্যাদা ও কল্যাণ দানে পরিপূর্ণ ছিল।
আরও ইসলামিক বই দেখুনঃ
- মন্ত্রীর ছেলে pdf বই ডাউনলোড
- খোলাফায়ে রাশেদীনের ৬০০ ঘটনাবলী pdf বই ডাউনলোড
- শাইখ মুহাম্মাদ বিন আবদুল ওয়াহহাব রহঃ pdf বই ডাউনলোড
- হযরত ওমর রাঃ pdf বই ডাউনলোড
- রাসুল সাঃ এর ২৪ ঘন্টা pdf বই ডাউনলোড
- শায়খ আব্দুল আযীয বিন বায জিবনী pdf বই ডাউনলোড
এ কারণেই ঐতিহাসিকগণ যখনই খোলাফায়ে রাশেদীনের প্রসঙ্গ উল্ল্যেখ করেন তখন তারা শ্রদ্ধার সাথে ওমর ইবনে আবদুল আজীজের কথা উল্লেখ না করে পারেন না। তারা তাঁর শাসনামলকে খোলাফায়ে রাশেদীনের স্বর্ণ যুগের সাথে তুলনা করে থাকেন এবং তাঁকেও সেই পবিত্রাত্মাদের মতই সম্মান প্রদর্শন করেন।
বর্ণনাকারী ইবনে সাদ বলেন, নবী সাঃ এর সাহাবী হযরত আনাস ইবনে মালেক রাযিঃ একদা ওমর ইবনে আব্দুল আজীজের পিছনে নামাজ পড়ে স্বতঃস্ফুর্তভাবেই বলে উঠলেন – “রাসূল সাঃ এর পর এই যুবক ছাড়া অন্য কারো পিছনে রাসূলুল্লাহ সাঃ এর নামাযের মত নামাজ আমি আর পড়িনি।
হযরত আনাস ইবনে মালেক রাযিঃ যখন তাঁর সম্বন্ধে এই অভিব্যক্তি প্রকাশ করেন, তখনও তিনি খেলাফতের উচ্চ মর্যদায় অধিষ্ঠিত হননি। তখন তিনি উমাইয়া বংশীয় খলীফা ওয়ালীদের পক্ষ থেকে মদীনার শাসনকর্তা নিযুক্ত ছিলেন। সে সময় তারঁ বয়স ছিল মাত্র বিশ অথবা একুশ বছর।
যখন হযরত ওমর ইবনে আবদুল আজীজ স্বয়ং খলীফার দায়িত্ব গ্রহণ করেন, তখন যদি হযরত আনাস রাযিঃ জীবিত থাকতেন তবে নিশ্চয়িই তিনি শপথ করে বলতেন – “আমি এই যুবক ছাড়া রাসূলুল্লাহ সাঃ এর শাসনের মত শাসন আর কোন শাসনকর্তাকেই করতে দেখিনি।
যদিও তাঁর এই আল্লাহ ভীরুতা, ত্যাগ-তিতীক্ষা এবং সত্য নিষ্ঠার ফলে তাঁর নিজ বংশীয় লোকেরা তাঁর পরামর্শে শত্রুতে পরিণত হয়েছিল। তাঁর ব্যক্তিগত খাদেমের ভাষা মতে, যদিও তিনি খেলাফতের পদ গ্রহণ করে নিজেকে নিজেই মহাবিপদে ফেলেছিলেন, যদিও তিনি স্বীয় পরিবার-পরিজনের সমস্ত প্রকার ভোগ-বিলাসের দ্বার রুদ্ধ করে দিয়েছেন।
তথাপি তিনি পৃথিবীর বুকে সোনালী অক্ষরে বাস্তবতার এমন এক চিত্র অংকন করে গেছেন যে, যদি কোন শাসনকর্তা স্বীয় ভোগ-বিলাস, আরাম-আয়েশের পরিবর্তে দেশের জন সাধারণের কল্যাণ সাধন করতে চায় তবে এটা তার পক্ষে খুব কঠিন সমস্যা নয়।
ওমর ইবনে আবদুল আজীজ একজন রাজতান্ত্রিক শাসনকর্তা ছিলেন।
নিচে ওমর ইবনে আবদুল আজিজ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | খন্দকার প্রকাশনী |
বইয়ের ধরণঃ | জীবনী বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 6.62 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | রশীদ আখতার নদভী রহঃ |
অনুবাদঃ | মাওলানা আবুল বাশার |
বিঃ দ্রঃ এটি একটি শর্ট পিডিএফ, মূল পিডিএফ পাওয়া গেলে আপডেট করে দেওয়া হবে।