ওয়াজ ও খুতবা pdf বই ডাউনলোড। মানুষ তার কর্মময় জীবনের বিশাল ক্ষেত্রে যত রকম সমস্যার সম্মুখীন হয়েছে তার সমাধান দিয়েছে ওহী থেকে প্রাপ্ত এলেম। এই ওহীর এলেম সকল শিক্ষার উর্ধে। এই মঙ্গলময় এলেমের গভীরতা সীমাহীন। আর মানুষের জ্ঞান সীমিত। মানুষের যা-কিছু প্রয়োজন মানুষের সীমিত জ্ঞান বা বিজ্ঞান তা দিতে পারে না।
সুতরাং মানুষ ওহী থেকে প্রাপ্ত শিক্ষার মুখাপেক্ষী। আলেমগণ সেই ওহী বা পবিত্র কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজকে যে-শান্তি ও সমৃদ্ধি দিতে পারেন অন্য কোন শিক্ষা তা দিতে পারে না। কী ব্যবসা, কী রাজনীতি, কি পারিবারিক, কী শাসন, কী ব্যক্তিগত জীবন সব ক্ষেত্রেই কোরআনী শিক্ষা শান্তিপূর্ণ সমাধান দিয়ে জীবনকে শন্তি ও সমৃদ্ধি দিয়েছে এবং মৃত্যুকে করেছে ভাবনাহীন ও শান্তিময় ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- মুসলমানের হাসি pdf বই ডাউনলোড
- আপনার খুতবা কি শরয়ী খুতবা হচ্ছে pdf বই ডাউনলোড
- বিবাহের খুতবা আরবীতে pdf বই ডাউনলোড
- ক্রসেড সিরিজ ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- বয়ানও খুতবা ৩য় খন্ড pdf বই ডাউনলোড
কিন্তু আজকাল মুসলমানেরা মানুষের মস্তিস্ক-প্রসূত সীমিত পরিধির বিজ্ঞান ও আধুনিকথাকে অবলম্বন করেছে। ফলে অন্ধকারে পথ হারিয়ে বিপর্যস্ত, লাঞ্ছিত, অবহেলিত ও আশ্রয়হীন কাতর উপ-মানবের জীবন যাপন করছে, এই অনিশ্চিত জীবন থেকে এদেরকে উদ্ধার করতে হবে। যার যতটুকু ক্ষমতা আছে তাই নিয়ে এগিয়ে আসতে হবে। কোরআনী শিক্ষার প্রসার ঘটাতে হবে।
এই উদ্দেশ্যে ওয়াজ ও খুতবা কিতাবটি লিখা ৫২টি ওয়াজ রয়েছে। প্রতি জুমুআর দিনে ইমাম সাহেব সমবেত মুছল্লীদেরকে একটি করে ওয়াজ পাঠ করে শোনাবেন। অথবা লিখিত ওয়াজ থেকে ফায়েদা হাছেল করে নিজস্ব ভঙ্গিতে ওয়াজ করে শোনাতে পারবেন। ফলে আশা করা যায় মুসলমানদের মধ্যে দীনী শিক্ষা লাভের উৎসাহ বৃদ্ধি পাবে।
প্রতিটি ওয়াজের পরে আরবী হরফে একটি খুতবা লিখা রয়েছে। এই খুতবাগুলি হযরত থানবী রহঃ রচিত। ছানী আযানের পর এই খুতবা পাঠ করা যাবে, আলাদা খুতবার কিতাব সংগ্রহ করার দরকার হবে না। মুজাদ্দেদে মিল্লাত হযরত মওলানা আশরাফ আলী থানবী রহঃ মুসলমানদেরকে প্রকৃত মুসলমান বানানোর জন্যে সারা জীবন ওয়াজ-নছীহত ও লেখনির মাধ্যমে কাজ করে গেছেন। তারঁ রচিত কিতাব, মাওয়ায়েয ও মলফুযাত এই অধম বান্দাহ, প্রায় ৩০ ত্রিশ বৎসর যাবৎ অধ্যায় করে আসছে।
এছাড়া হযরত থানবী রহঃ এর খোলাফায়ে কেরাম করাচীর হযরত মাওলানা শাহ আব্দুল গনী ফুলপুরী রহঃ হযরত মাওলানা মুফতী মুহাম্মাদ শফী রহঃ, দেওবন্দের হযরত ক্বারী মুহাম্মাদ তাইয়েব, বাংলাদেশের হযরত মওলানা আতহার আলী রহঃ ও হযরত মওলানা আনিসুর রহমান মুর্শিদাবাদী ছুম্মা গফরগাঁওবী রহঃ এর নিয়মিত ছোহবত ও শিক্ষা থেকে থানবী রহঃ কে চেনার যতটুকু যোগ্যতা হয়েছে থানবীর কর্ম-জীবন থেকে আহরণ করে এই কিতাবের মাধ্যমে পাঠকদের খেদমতে তা পেশ করা হলো।
নিচে ওয়াজ ও খুতবা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | আল-কাউসার প্রকাশনী |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 104 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | মাওলানা মুহাম্মাদ রাজি নো’মানী |
অনুবাদঃ |