কখনও ঝরে যেও না
কখনও ঝরে যেও না pdf বই ডাউনলোড। কৃষক তার বীজ বুনতে বের হলো। বপনের সময় কিচু বীজ পথের পাশে পড়ল। সেগুলোর কিছু পায়ের নিচে পিষ্ট হয় আর কিছু পাখিরা খেয়ে ফেলে। কিছু বীজ পড়ল পাথুরে মাটিতে আর্দ্রতার অভাবে সেগুলো বড় হতে হতেই শুকিয়ে গেলো। কিছু বীজ কাটার মাঝে পড়ল। এ বীজ থেকে জন্ম নেওয়া গাছের সাথে সাথে কাটাঁগুলোও বেড়ে উঠতে থাকে।
একসময় কাটাঁগুলোই গাছগুলোকে মেরে ফেলে। বাকি বীজগুলো পড়ল উর্বর মাটিতে । সেগুলো বেড়ে উঠল মাথা উচুঁ করে। আর বেড়ে উঠে শতগুন বেশী শস্য উৎপাদন করল।
আরও ইসলামিক বই দেখুনঃ
- খিলাফাহ রাষ্ট্রের খসড়া সংবিধান pdf বই ডাউনলোড
- জান্নাতের ফুল pdf বই ডাউনলোড
- আজাদীর ধোকাঁ pdf বই ডাউনলোড
- আজাদীর ধোকাঁ pdf বই ডাউনলোড
- ইসলামের অর্থনৈতিক মডেল pdf বই ডাউনলোড
এর তুলনা হলো : বীজগুলো হলো সৃষ্টিকর্তার বাণী। কিছু মানুষ সেই বাণী শুণার পর শয়তানের প্ররোচনায় সেগুলো অন্তর থেকে মুছে ফেলে। ফলে এরা ঈমান আনে না। তাই পরিশেষে এরা রক্ষা পাবে না। এদের তুলনা হচ্চে পথের পাশের সেই অবহেলিত জমি। কিছু লোক শুনার সময় আগ্রহের সাথে শুনে কিন্তু এদের আগ্রহে গভীরতা নেই।
কাটাঁযুক্ত জমি হচ্ছে তাদের উপমা যারা সৃষ্টিকর্তার বাণী শুনেছে।
এরা কিছু সময়ের জন্য বিশ্বাস করে কিন্তু প্রলোভন দেখালেই বিচ্যুত হয়ে পড়ে। এই শ্রেনীর লোকের উদাহরন হলো সেই পাথরে মাটি যা আর্দ্রতার অভাবে গাছগুলোকে বেড়ে উঠতে দিতে পারে না। কাটাঁযুক্ত জমি হচ্চে তাদের উপমা যারা সৃষ্টিকর্তার বাণী শুনেছে কিন্তু পথ চলতে চলতে একসময় ভয় আর দুনিয়ার মোহে আটকে গিয়ে পূর্ণতা লাভ করতে ব্যর্থ হয়।
কিন্তু কিছু লোক সৎ এবং শুদ্ধ হৃদয় নিয়ে সৃষ্টিকর্তার বাণী শুনে তা আকঁড়ে ধরেছিল এবং ধৈযের সাথে পরিশেষে ফল লাভ করেছিল। এদের উদাহরণ হচ্ছে সেই উর্বর মাটি যা বীজকে বুকে নিয়ে মহীরুহের জন্ম দেয়। অর্থাৎ, হৃদয়কে এমন উর্বর মাটির সাথে তুলনা করা হয়েছে যেখানে বীজ বপন করা হয়।
ইমাম ইবন আল-ক্বাইয়্যিম/আল-ফাওয়াইদ গ্রন্থে (পৃষ্ঠা ৭০) এভাবেই বলেছেন, সবার হৃদয়ের স্বাভাবিক অবস্থাই হচ্ছে উর্বর, এতে যা বপন করা হয় তাই সহজে বেড়ে উঠে । যদি ঈমান এবং আল্লাহভীরুতা বা তাক্কওয়ার চারা এতে রোপন করা হয়, তবে তা এমন সুমিষ্ট ফল দান করবে যা হবে চিরন্তন।
নিচে কখনও ঝরে যেও না pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ নবধারা বইয়ের ধরণঃ ইসলামিক বই বইয়ের সাইজঃ 2.37 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ তারিক মেহান্না অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ