কম হাসো বেশী কাঁদো pdf বই ডাউনলোড। মানুষের জীবনে হাসি কান্না একটা স্বাভাবিক ব্যাপার। মানুষ দুঃখ পেলে কাদেঁ, আনন্দ পেলে হাসে। চিকিৎসা শাস্ত্র মতে মানুষের জন্য দুটোই প্রয়োজ আছে। শুধু আনন্দ হাসি এবং শুধু কান্না কোন জীবন হতে পারে না। আল্লাহ তায়ালা মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন যে, হাসি কান্নার সমন্বয় নিয়েই জীবন। নবী রাসূলগণ মানুষ ছিলেন। তাদের জীবনে হাসি কান্না ছিল। সাহাবায়ে কিরাম রাঃ}গনের জীবনেও হাসি কান্না লক্ষ্য করা যায়।
তাই হাসি-কান্না একটা স্বাভাবিক ব্যাপার। আল কুরআনের হাসির চেয়ে কান্নার পরিমাণ বেশী হবার-তথ্য পাওয়া যায়। কারণ দুনিয়ার সামান্য কয়েকদিনের জীবনে গোনাহ খাতাগুলো দুর করার জন্য কান্নার পরিমাণ বেশী করতে হবে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- নবীজীর হাসি pdf বই ডাউনলোড
- রাসূলুল্লাহ সাঃ এর কান্না pdf বই ডাউনলোড
- মুসলমানের হাসি pdf বই ডাউনলোড
- কুরআন ও সুন্নাতের আলোকে মৃত ব্যক্তির জন্য কান্না pdf
- মানব দেহের অলৌকিক রহস্য pdf বই ডাউনলোড
সুরা-তাওবা ৮২ নম্বর আয়াতে বলা হয়েছে তাদের উচিৎ কম হাসা ও বেশী কাদাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যা জানি তা যদি তোমরা জানতে তা হলে কম হাসতে, বেশী কাদঁতে।বিশেষ করে জলীলুল কদর সাহাবীদের জীবন অনুসন্ধান করে দেখলে দেখা যায়, তারা রাতের বেলায় চোখের পানি ফেলে কাদঁতেন, রাতে তারা খুব কমই ঘুমাতেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাকের বক্তব্য শুনে উপস্থিত ক্ষেত্রেই ফুপিয়ে ফুপিয়ে কাদঁতেন।
আখেরাতেরর ভয়াবহ শাস্তির চিত্র তাদেরকে তা থেকে বাচাঁর জন্য সব সময় ব্যস্ত রাখত। কুরআন মাজিদের বর্ণনা অনুযায়ী তাদের পিঠগুলো তাদের বিছানা থেকে আলাদা থাকত। আজও ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের জীবন চিত্র পর্যালোচনা করলে দেখা যায় তাদের হাসির চেয়ে কান্নার পরিমাণ বেশী। আর হাসলেও হো হো করে না হেসে মুচকি হাসা উচিত।
কারণ এটাই সুন্নাত। তাই আমাদের ও সংক্ষিপ্ত জীবনের বাকী দিনগুলোতে হাসির চেয়ে কান্নার পরিমাণ বৃদ্ধি করে অনেক দিনের লম্বা জীবন আখেরাতের জীবনকে সুখময় করে গড়ে তুলতে হবে। তবে এখানে কথা হচ্ছে আল্লাহর ভয়ে কাদঁতে হবে। যারা আল্লাহর ভয়ে কাদঁতে পারবে তাদের জন্যই প্রকৃত সফলতা। দিন নরম হলেই চোখে পানি আসে। হারাম রুজির কারণে চোখে পানি আসে না, অন্তর কঠিন হয়ে যায়।
হাদিসে আছে দুটি কাজে অন্তর নরম হয়, চোখে পানি আসে: ১। ইয়াতীমের মাথায় হাত বুলালে। ২। মিসকিনকে খেতে দিলে। উল্লেখিত দুটি কাজ করলে যে চোখে পানি আসে তা পরীক্ষিত। মানুষের অন্তর পাথরের চেয়েও কঠিন হয়ে যায় বলে আলকুরআনে উল্লেখ আছে। বরং কোন কোন পাথর আল্লাহর ভয়ে কাপেঁ, কোন পাথর ফেটে যায়। কোন পাথর থেকে পানি বের হয়। তাই অন্তরকে নরম করার জন্য ইয়াতীমকে ও মিশকিনকে সামনে রেখে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে।
নিচে কম হাসো বেশী কাঁদো pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | কল্যাণ প্রকাশনী |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 1.50MB |
প্রকাশ সালঃ | ২০০৭ |
বইয়ের লেখকঃ | অধ্যাপক মুজিবুর রহমান |
অনুবাদঃ |