কল্পিত কারাবাস pdf বই ডাউনলোড। বিরূপ পরিবেশে থাকতে থাকতে একটা সময় মানুষ সেই পরিবেশে অভ্যস্ত হয়ে যায়। একজন নেকাকার মানুষও কোনো কারণে কিছুদিন গুনাহের পরিবেশে থাকলে ধীরে ধীরে এর সাথে অভ্যস্ত হয়ে পড়েন। পর্দনশীল মানুষ বেপর্দা পরিবেশে অবস্থান করলে তার পর্দা-অনুভুতি লোপ পেতে থাকে। একসময় সব স্বাভাবিক মনে হয়। ইন্টারনেটের অনিয়মিত পরিবেশেও যখন একজন মানুষ সময় কাটাতে থাকে, ধীরে ধীরে অশ্লীলতা, মিউজিক ইত্যাদিতে সে অভ্যস্ত হয়ে যায়। তাজা অনুভুতিও দ্রুতই মরে যায়।
স্মার্টফোন ও ইন্টারনেটের সাথে এতদিনের সম্পর্কের পর এখন নতুন করে আমাদের ভাবতে হবে স্মার্টফোন কি বাস্তবেই আমার জন্য জরুরি? কতটা জরুরি? নিজের সাথে বোঝাপড়া করতে হবে আমার সন্তানের হাতে কেন আমি এই ভয়াবহ ডিভাইস তুলে দিচ্ছি, যেখানে কিশোর-তরুণদের বড় অংশ পর্নোগ্রাফিতে আসক্ত।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার গুরুত্ব pdf বই ডাউনলোড
- তাওহিদের মূলনীতি প্রথম খন্ড pdf বই ডাউনলোড
- দুই সুলতান pdf বই ডাউনলোড
- গল্পে হযরত আবু বকর pdf বই ডাউনলোড
- আল্লাহর অনেক নাম pdf বই ডাউনলোড
আধুনিক জীবনের এক প্রয়োজনীয় অনুষঙ্গ প্রযুক্তি। শিক্ষা-দীক্ষা, যোগাযোগ সব ক্ষেত্রেই তা অভাবনীয় গতি এনে দিয়েছে। কিন্তু একই সাথে তা কেড়ে নিয়েছে আমাদের স্বস্তি ও স্বাভাবিকতা এবং খুলে দিয়েছে মেধা ও সময়ের ভয়াবহ অপচয়ের দুয়ার। প্রযুক্তি এখন হুমকি হয়ে দাড়িঁয়েছে অনেক প্রতিশ্রুতিশীল তরুণের জীবন ও ভবিষ্যতের জন্য।
অনেক পরিবারের স্থিতি ও স্বস্তির জন্যও উদ্বেগের ব্যাপার হলো, এ বিষয়ে সামাজিকভাবে সতর্ক হওয়ার গরজ তেমন একটা দেখা যাচ্ছে না। এখনো অনেক মা-বাবা সরল শখের বশে ছেলেমেয়ের হাতে স্মার্টফোন তুলে দেন। তাদের অনেকেই হয়তো জানেন না, একটিমাত্র স্মার্টফোন তাদের সন্তানের কী অপূরণীয় ক্ষতি করতে পারে।
প্রযুক্তি আমাদের জীবনযাত্রার এক বাহন এতো কোনো সন্দেহ নেই; একই সাথে এও তো অনস্বীকার্য যে, এই বাহনের মুখে লাগাম থাকতে হবে। সে লাগাম হচ্ছে ব্যক্তিগত সংযম ও সচেতনতা েএবঙ পারিবারিক ও সামাজিক নিয়ন্ত্রণ। কিন্তু আমাদের সমাজে এ জিনিসের বড্ড অভাব প্রযুক্তির সাথে প্রথম প্রণয়ের ঘোর এখনো কাটেনি তা যেন কাটতেই চায় না। কিন্তু ইতিমধ্যে অনেক ক্ষতি হয়ে গেছে। আরও ক্ষতি হওয়ার আগে এই অশুভ ঘোর আমাদের কাটিয়ে উঠতেই হবে।
সুখের বিষয়ে এই যে, সংখ্যায় কম হলেও আমাদের দ্বীনপ্রিয় ও দ্বীনমুখী শিক্ষিত তরুণদের একটি অংশ সচেতন হয়ে উঠছেন এবং এ বিষয়ে সামাজিক সচেতনতা বিস্তারের প্রেরণা যোগ করছেন। এটি শুভলক্ষন। আর আশা করি সামাজিকভাবে আমাদেরও ঘুম ভাঙার পূর্বলক্ষণ ইনশাআল্লাহ এখন পাঠকের হাতে যে বইটি, তা আমাদের কাছে এই সচেতন একটি দৃষ্টান্ত বলে মনে হয়েছে। বইটি পড়তে চাইলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে কল্পিত কারাবাস pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | শব্দতরু প্রকাশন |
বইয়ের ধরণঃ | ইসলামিক |
বইয়ের সাইজঃ | 8.64 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | মুহাম্মাদ হোসাইন |
অনুবাদকঃ |