কান্নার ফযীলত pdf বই ডাউনলোড। আল্লাহ তাআলা মানবজাতিকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন এবং তাদেরকে বিভিন্নভাবে সম্মানিত করেছেন। পরকালে আল্লাহ তাআলা তারঁ খাস বান্দারেরকে জান্নাতে প্রবেশ করাবেন এবং চিরস্থায়ী নিয়ামত দান করবেন। তবে জান্নাতের যাওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা মুমিন বান্দাদের কে অনেক গুণের অধিকারী হওয়ার জন্য তাগিদ দিয়েছেন।
যেসব কাজ জান্নাতে যাওয়ার জন্য মানুষের সহায়ক হয়, সেসব কাজের মধ্যে একটি গুরুত্বপূর্ন নেক কাজ হচ্ছে, আল্লাহর ভয়ে ক্রন্দন করা। যার অন্তর নরম থাকে, সেই কান্না করতে পারে। যাদের অন্তর কঠিন হয়ে যায়, তারা আল্লাহর ভয়ে ক্রন্দন করতে পারে না।
আরও ইসলামিক বই দেখুনঃ
- কম হাসো বেশী কাঁদো pdf বই ডাউনলোড
- আল্লাহর ভয়ে কাঁদা pdf বই ডাউনলোড
- জাহান্নামের ভয়াবহ আযাব pdf বই ডাউনলোড
- জাহান্নামের বর্ণনা pdf বই ডাউনলোড
- মহা বিপদ সংকেত pdf বই ডাউনলোড
এজন্য কঠিন অন্তর থেকে আল্লাহর কাছে আমাদেরকে আশ্রয় চাইতে হবে এবং জান্নাতের লাভের আশায় জাহান্নামের ভয়ে যথাযম্ভব কান্নকাটি করতে হবে। এটা মুমিনের একটি অন্যতম বৈশিষ্ট্য। এ বইটিতে আল্লাহর ভয়ে কান্নাকাটি করার ফযীলত, কান্না করার উপায় এবং নবী-রাসূল ও সাহাবায়ে কেরামদের কান্নকাটির বিভিন্ন ঘটনা ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে। বিষয়বস্তু হিসেবে বইটি বর্তমান সমাজের জন্য খুবই উপকারী। আশা করি, বইটি পাঠ করলে মুসলিম ভাই-বোনেরা অনেক উপকৃত হবেন।
মূলত আমরা কান্না করতে পারি না। যেভাবে কান্না করার দরকার সেই ভাবে কান্না করতে জানি না । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- আল্লাহর ভয়ে ক্রন্দনকারীর চোখ জাহান্নামে প্রবেশ করবে না এই সম্পর্কে আবদুল্লাহ ইবনে আব্বাস রাঃ হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাঃ-কে বলতে শুনেছি যে, দুপ্রকার চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একটি হচ্ছে, আল্লাহর ভয়ে ক্রন্দনকারী চোখ; আর অপরটি হচ্ছে, আল্লাহর পথে পাহারাদানকারী চোখ।
আবার আবু হুরায়রা রাঃ হতে বর্ণিত। নবী সাঃ বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সে জাহান্নামে প্রবেশ করবে না, যেমনিভাবে স্তর থেকে দুধ বের করে পুনরায় তা স্তনে প্রবেশ করানো যায় না। কোন ব্যক্তির শরীরে আল্লাহর পথের ধুলাবালি আর জাহান্নামের ধোঁয়া কখনো একত্রে মিলিত হবে না।
আবার আবু রায়হানা রাঃ হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাঃ বলেছেন, ঐ চোখের জন্য জাহান্নামের আগুনকে হারাম করা হয়েছে, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে। আর ঐ চোখের জন্যও জাহান্নামের আগুনকে হারাম করা হয়েছে, যে চোখ আল্লাহর পথে (জিহাদে বা পাহারায়) রাত্রি জাগরণ করে। আরও পড়তে চাইলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে কান্নার ফযীলত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | ইমাম পাবলিকেশন্স লিঃ |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 7.73 MB |
প্রকাশ সালঃ | ২০১৬ সাল |
বইয়ের লেখকঃ | শাইখ আব্দুর রহমান বিন মুবারক আলী |
অনুবাদকঃ |