কারবালা ওয়ালাদের উদারতাপূর্ন আচরণ pdf বই ডাউনলোড। মহানুভবতা হোক এমনই
এক ব্যক্তির নিকট বিশটি কিংবা ত্রিশটি উট ছিলো, কিন্তু সে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারছিলো না, কোন এক ব্যক্তি তাকে হযরত সায়্যিদুনা ইমাম হোসাইন এর দরবারে উপস্থিত হওয়ার পরামর্শ দিলো, অতএব সেই ব্যক্তি নিজের উদ্দেশ্যে নিয়ে যাত্রা করলো।
যখন সে হযরত সায়্যিদুনা ইমাম হোসাইন এর দরবারে পৌঁছলো তখন তিনি তাঁর সেবকদের সাথে খাবার খাওয়াতে লিপ্ত ছিলেন, সে মনে মনে ভাবলো যে, হয়ত তিনি আমাকে খাবারে অংশীদার করবেন না। তখনো সে তা-ই ভাবছিলো, তিনি (ইমাম হোসাইন) তাকে স্নেহস্বরে বললেন: আসুন! আমাদের সাথে খাবারে অংশগ্রহণ করুন। সুতরাং সেই ব্যক্তি খাবারে অংশগ্রহণ করলো।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
খাবার খাওয়ার পর তিনি (ইমাম হোসাইন) : হাত ধুলেন এবং তার দিকে মনোযোগ দিয়ে তার চাহিদা সম্পর্কে জিজ্ঞাসা করলেন, চাহিদা শুনে বললেন: আপনার উট গুলো নিয়ে আসুন! এখান থেকেই আপনার উটগুলোকে খাওয়ান। সে লোকটি তাঁর মহানুভবতা দেখে নিজের অজান্তেই বলতে লাগলো: আমার পিতা মাতা আপনার প্রতি উৎসর্গ, আল্লাহ্ তায়ালার শপথ! এই দানশীলতা অতুলনীয়।
প্রিয় ইসলামী ভাইয়েরা! দূর্ভাগা ইয়াযিদ বাহিনীরা উপদেশ সমৃদ্ধ তাঁর এই মহানুভবতার জবাব কঠিন নিপীড়ন এবং কষ্ট দ্বারা দিয়েছে, কিন্তু তাঁকে এরূপ দুঃখ কষ্টের পাহাড়ও সত্য পথ থেকে সরাতে পারেনি এবং তাঁর প্রতিশ্রুতি ও স্বকীয়তায় কোন সল্পতা আসেনি, সত্য ও সত্যনিষ্টতার সমর্থন বিপদের ভয়ানক চাপে ভীত হয়নি এবং বিপদাপদের বন্যায় তাঁর দৃঢ়তায় কোন ভাটা পড়েনি, দ্বীনের প্রেমিক দুনিয়ার আপদ সমূহকে লক্ষ্যই করলেন না।
যদি তিনি ইয়াজিদের বাইয়াত করতেন তবে সেই পুরো বাহিনী তাঁরই কদমে থাকতো, তাঁকে সম্মান করা হতো, ধন- ভান্ডারের দরজা খুলে দেয়া হতো এবং দুনিয়ার সম্পদ তাঁর কদমে ছড়িয়ে দেয়া হতো, কিন্তু যার অন্তর দুনিয়ার ভালবাসা শূন্য এবং দুনিয়ার নশ্বরতা যার নিকট প্রকাশমান, তিনি দুনিয়ার প্রকাশ্য রঙ ও রূপে কি আর দৃষ্টি দেবেন।
নিচে কারবালা ওয়ালাদের উদারতাপূর্ন আচরণ pdf pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইজতিমার বয়ান বিষয়ক |
বইয়ের সাইজঃ | 1.56 MB |
প্রকাশ সালঃ | 2017 সাল |
বইয়ের লেখকঃ | |
বইয়ের অনুবাদকঃ |