কারামতে আহমদিয়া pdf বই ডাউনলোড। আলেমগণ এই হাদিসের মর্ম্ম নির্ব্বাচনে মত প্রকাশ করিয়াছেন এবং প্রত্যেক ব্যক্তি নিজের স্বমজহাবাবলম্বী আলেমকে উহার লক্ষ্যস্থল বলিয়া ইশারা করিয়াছেন, কিন্তু হাদিসটির মর্ম্ম সাধারণ ভাবে গ্রহণ করাই উত্তম, কেননা আরবি ৩০ শব্দ যেরূপ এক ব্যক্তির উপর প্রয়োগ করা হয়, সেইরূপ একদল লোকের উপর প্রয়োগ করা হয়।
কেবল ফকিহগণকে এই হাদিসের লক্ষ্যস্থল বলিয়া নির্দেশ করা হইবে না কারণ যদিও তাঁহাদের কর্তৃক এই উম্মতের প্রভূত কল্যাণ সাধিত হইয়া থাকে, তথাচ হাকেমগণ, হাদিস তত্ত্ববিদগণ, কারীগণ, উপদেষ্টাগণ ও পীর দরবেশগণের দ্বারাও তাহাদের বহু কল্যাণ সাধিত হয়।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
কেননা দীন ও রাজ্য পরিচালনার আইন কানুনের রক্ষণাবেক্ষনের এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ভার হাকেমগণের উপর অর্পিত রহিয়াছে। কারীগণের দ্বারা কোরআন পাঠের নিয়ম কানুন ও হাদিস তত্ত্ববিদ্গণের দ্বারা শরিয়তের দলিল স্বরূপ হাদিস সমূহ সুরক্ষিত থাকে। উপদেশক আলেমগণ (এবং পীর দরবেশগণ) ওয়াজ নসিহত করিয়া এবং পরহেজগারির উপর স্থির প্রতিজ্ঞ থাকার উৎসাহ দিয়া উম্মতের উপকার সাধন করেন।
কিন্তু যিনি এই জন্য প্রেরিত হইবেন, তিনি এই সমস্ত বিষয়ের মধ্যে কোন এক বিষয়ে প্রসিদ্ধ হইবেন, ইহাই অপরিহার্য শর্ত এবনে হাজার কেবল শফেয়ি ফকিহ গণকে মোজাদ্দেদ শ্রেণীভুক্ত করিয়া এক অভিনব মত প্রকাশ করিয়াছেন, এমন কি তিনি তাঁহার শিক্ষক শেখ জিকরিয়াকে মোজাদ্দেদ বলিয়া উল্লেখ করিয়াছেন, অথচ তিনি শরিয়তের এমের কোন বিষয়ের সংস্কার সাধন করিয়াছেন বলিয়া প্রমাণ পাওয়া যায়না।
অবশ্য আমার শিক্ষক জালালুদ্দিন ছইউতি মোজদ্দেদ হইবার উপযুক্ত আমার নিকট সমধিক যুক্তিযুক্ত মত এই যে, মোজাদ্দেদ এক ব্যক্তি হওয়া জরুরি নহে, বরং তাঁহারা একদল হইবেন। বইটি যদি আরও পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন। আশা করি উপকৃত হবেন।
নিচে কারামতে আহমদিয়া pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | হাদীস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 11.5 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | |
বইয়ের অনুবাদকঃ |