কালান্তরে দৃষ্টিপাত pdf বই ডাউনলোড। হযরত আলী রা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাঃ ইরশঅদ করেন- মহান আল্লাহর পক্ষ থেকে সুসময়ের অপেক্ষা করা ইবাদত। আর যে ব্যক্তি অল্প রিযিকে তুষ্ট থাকে, আল্লাহ তাআলা তার অল্প আমলেই সন্তুষ্ট হয়ে যান । {রিওয়ায়ায়াত: ১} । হযরত ইবনে মাসউদ রাঃ থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাঃ ইরশাদ করেন- তোমরা আল্লাহর নিকট তার অনুগ্রহ প্রার্থনা কর।
কেননা তার নিকট প্রার্থনা করাকে তিনি পছন্দ করেন। আর সর্বোত্তম ইবাদত হলো স্বাচ্ছন্দ্যের প্রতিক্ষা করা। – {রিওয়ায়ায়াত: ২} হযরত আবু সাঈদ খুদরী রাঃ থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাঃ ইরশাদ করেন- সবর বা ধের্যর চেয়ে উত্তম ও প্রশস্ত কোন নিয়ামত কাউকে কখনো দেয়া হয়নি। (রিওয়ায়ায়াত: ৩) ।
আরও দেখুনঃ কমাশিয়া ২য় সিরিজ pdf বই ডাউনলোড
হযরত রবী ইবনে খুসিইম রহঃ আল্লাহর বাণী- আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিস্কৃতির পথ করে দিবেন। সূরা তালাক:২ । প্রসঙ্গে বলেন- অর্থাৎ মানুষের উপর আপতিত সকল ধরণের সংকট থেকে উত্তরণের পথ করে দেবন (তা যা-ই হোক না কেন)। {রিওয়ায়ায়াত: ৪} । হযরত আবু দারদা রাঃ কে নিম্নের আয়াত প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলো- তিনি আল্লাহ প্রতিদিন তার শান অনুযায়ী থাকেন।- {সূর আর রহমান: ২৯}।
ধর্ম বিষয়ক প্রবন্ধমালা ও আছে।
তিনি বলেন- আর শান হলো তিনি গুনাহ ক্ষমা করেন, মুসিবত দুর করেন, একদলকে মর্যাদা দান করেন, অপর দলকে অপদস্থ করেন। {রিওয়ায়ায়াত:৫} । হযরত ইবন আব্বাস রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন আমি নবী সাঃ এর পিছনে আরোহী ছিলাম। তিনি বলেন- বৎস ! সংরক্ষণ কর এই কথাগুলো- এর দ্বারা আল্লাহ তোমার উপকার করবেন।
আরও দেখুনঃ ইসলামে মসজিদের ভূমিকা pdf বই ডাউনলোড
আল্লাহর বিধানসমূহের হিফাযত করবে, তাহলে তিনি তোমার হিফাযত করবেন। আল্লাহর বিধান মেনে চলবে তাহলে তাকে তোমার সামনে সদয় পাবে। যখন কিছু চাইবে তখন আল্লাহর কাছেই চাইবে। যখন সাহায্য চাইবে তখন আল্লাহর কাছেই সাহায্য চাইবে।
কলম উঠিয়ে নেওয়া হয়েছে এবং কাগজসমূহ শুকিয়ে গেছে । কসম সেই সত্তার যার হাতে আমার প্রাণ! জেনে রাখ, সমস্ত উম্মতও যদি তোমার উপকার করতে একত্রিত হয়ে যায় তবে আল্লাহ তা তোমার তাকদীরে লিখে রেখেছেন তা ছাড়া কোন উপকার তারা তোমার করতে পারবে না।
আরও দেখুনঃ ইজমা কিয়াস ও ফিকহ শাস্ত্র pdf বই ডাউনলোড
নিচে কালান্তরে দৃষ্টিপাত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 31.7 MB প্রকাশ সালঃ ১৯৯৯ ইং বইয়ের লেখকঃ আহমদুল ইসলাম চৌধুরী অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ