কালেক্টেড ২০তম
কালেক্টেড ২০তম pdf বই ডাউনলোড। লোকবলের দিক দিয়ে ভারতের সামরিক বাহিনী আকারে পাকিস্তান আর্মির প্রায় ৭ গুণ। ট্যাংক- বিমান- মিসাইল ইত্যাদি প্রায় সবগুলো হিসেবে পাকিস্তান ভারতের অর্ধেক । সহজাত এ দুই শত্রুর মধ্যে আছে শক্তির ভারসাম্যহীনতা।
হিসেবের পাল্লা নিজেদের দিকে ঝোকানোর জন্য দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের স্ট্র্যাটিজি অসুরণ করে আসছে পাকিস্তান । এজন্য তারা গ্রহন করেছে নিউক্লিয়ার ফাস্ট স্ট্রাইক অপশান, ম্যাসিভ রিটালিয়েশানসহ বিভিন্ন ধরণের ডকট্রিন বা সামরিক নীতি।
আরও দেখুনঃ কালেক্টেড ১৮তম pdf বই ডাউনলোড
তবে এসব গালভরা নামের পদ্ধতিগুলোর অনেক আগেই পাকিস্তান আবিস্কার করেছিল বিষ্ময়কর রকমের কার্যকরী আরেক কৌশল । প্রক্সি ওয়ার, ইররেগুলার অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার । সহজ ভাষায় বেসামরিক সেচ্ছসেবক সশস্ত্র বাহিনীর মাধ্যমে প্রতিপক্ষের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ।
ভারতের বিরুদ্ধে এ কৌশল পাকিস্তানের তুরুপের তাস হল বিভিন্ন সশস্ত্র ইসলামী দল।সাধারণ বিশ্বাস হল, নিজেদের উদ্দেশ্য বাস্তবায়নে সশস্ত্র ইসলামী দলগুলোকে পাকিস্তান ব্যবহার করা শুরু করে ৭০ এর দশকের শেষ দিকে। রাশিয়ার আফগানিস্তান আক্রমনের সময়।
আরও দেখুনঃ কালেক্টেড ১৭তম pdf বই ডাউনলোড
কিন্তু বাস্তবতা হল তার প্রায় তিন দশক আগে থেকেই এ কৌশল কাজে লাগিয়ে আসছে পাকিস্তান। আজকের আযাদ কাশ্মীর আযাদ হবার পেছনে ভুমিকা ছিল সশস্ত্র পশতুন গোত্রগুলোর । ১৯৪৭ এ প্রাথমিক পর্যায়ে তাদের মধ্যে এমবেডেড হয়ে অপারেশন পরিচালনা করছিল পাক আর্মির মিড লেভেল অফিসাররা। অবশ্যই হুকমাতের সম্মতি ও আদেশক্রমে।
সংঘাতে মাত্রা বাড়ার এক পর্যায়ে আড়াল থেকে বেরিয়ে সরাসরি অংশগ্রহন করে পাক আর্মি। সেই থেকে অত্যন্ত সফলতার সাথে এধরনের দলগুলোর পাকিস্তান ব্যবহার করে আসছে পলিসি টুল হিসেবে। পাকিস্তানের শাসকগোষ্ঠী আর না পাক আর্মির ইসলাম প্রেম নিয়ে চিন্তা করতে গিয়ে চোখে পানি এনে ফেলা আমাদের দেশের অনেক মানুষের কাছে তেতো লাগলেও, বাস্তবতা হল, কাশ্মীর, পাকিস্তান ।
আরও দেখুনঃ কালেক্টেড ১৬তম pdf বই ডাউনলোড
নিচে কালেক্টেড ২০তম pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 35.9 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ