কাল থেকে ভালো হয়ে যাবো pdf বই ডাউনলোড। শয়তান আমাদের একটা বিপজ্জনক ধোঁকার মধ্যে ফেলে রেখেছে। এ ধোঁকার নাম—’কাল থেকে ভালো হয়ে যাব’। যদি বলা হয়—: ভাই, কাজটা কিন্তু ঠিক হচ্ছে না! মসজিদে আজান হচ্ছে, অথচ আপনি ফেসবুক নিয়ে বসে আছেন? চলেন না ভাই মসজিদে! হুজুর, আপনি যান আমার কাপড়চোপড় ঠিক নাই ।
এটা কোনো সমস্যা না। চলেন, বাসা থেকে পাক-পবিত্র কাপড় পরে নেবেন! না, ইয়ে মানে… আজকে না। দোয়া কইরেন। কাল থেকে ভালো হয়ে যাব। সব ছেড়েছুড়ে মসজিদেই পড়ে থাকব । যদি বলা হয়— ভাই, মিথ্যা বলে ব্যবসা করা ঠিক না। মিথ্যা বলা মহাপাপ ! কী করব বলেন? সত্য বললে তো লাভ বেশি করা যায় না। তাই একটু-আধটু মিথ্যা বলে নিচ্ছি। তবে কথা দিচ্ছি, কাল থেকে ভালো হয়ে যাব। এইসব ধোঁকাবাজি আর করব না।
যদি বলা হয়— ও ভাই, এবার অফ যান না।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফিতনার যুগে মুজাহিদদের প্রতি নসিহত pdf বই ডাউনলোড
- শেষ দিবস pdf বই ডাউনলোড
- কেসাস অসিয়ত ও রোযা pdf বই ডাউনলোড
- ইমাম হুসাইনের শাহাদাত pdf বই ডাউনলোড
- নজরের হেফাজত pdf বই ডাউনলোড
- সালাত নবীজির শেষ আদেশ pdf বই ডাউনলোড
সুদ-ঘুষের ইনকাম আর কত? হালাল পথে চলেন না! হুজুর, দোয়া কইরেন। পাঁচতলাটা মাত্রই কমপ্লিট হলো। সামনের মাসে আরেকটা প্লট বুকিং দিতেছি। এরপর থেকেই!… সত্যি বলছি এরপর থেকে আমাকে আর এই লাইনে পাবেন না। একদম ভালো হয়ে যাব, দেইখেন কখনো কখনো নিজের বিবেককেই নিজে ধোঁকা দিতে থাকি ।
ইউটিউবে হারাম জিনিস আর দেখব না। কাল থেকে আর একবারও পর্ন সাইটে ঢুকব না। ফেসবুকে আর মেয়েদের সঙ্গে চ্যাটিং করব না। বেগানা মেয়েদের ছবি পেলেই জুম করে তাকিয়ে থাকব না। তাদের নিয়ে খারাপ কল্পনা করব না। তাদেরকে ‘ইমপ্রেস’ করার জন্য গল্প-কবিতা লিখব না। তাদের একটু সান্নিধ্য পাওয়ার আশায় বইমেলায় ঘুরঘুর করব না ।
সময় থাকতে সময়!র মূল্য দেও!
অযথা কোনো মেয়েকে ইনবক্সে বিরক্ত করব না। তাদের দুর্বলতাকে অসহায়ত্ব ভেবে ‘সুযোগ’ নেব না। হারাম রিলেশনে জড়াব না। যেটাতে জড়িয়েছি সেটাতেও আর কয়েক দিনই শুধু। এরপর ব্রেকাপ করে দিয়ে একদম ভালো হয়ে যাব, আর জীবনেও ওই পথ মাড়াব না । প্রতিদিনই এসব বলছি। অথচ পরদিনই সব ভুলে যাচ্ছি।
বাচ্চারা চকলেটের জন্য কান্নাকাটি করে। ৫০০ টাকার নোট দিলেও সেই কান্না থামে না। চকলেটই তার চাই। কারণ, সে ৫০০ টাকার মূল্য বোঝে না। অথচ একটা ৫০০ টাকা দিয়ে কত কত চকলেটই না সে কিনতে পারত!
আমিও যেন আজ দুনিয়ার সামান্য ‘চকলেট’ এর জন্য আখেরাতের সুবিশাল নেয়ামত হাতছাড়া করতে রীতিমতো কান্না জুড়ে দিয়েছি। কবরের আজাব থেকে মুক্তি? চাই না । হাশরের ময়দানে আরশের ছায়া? চাই না। পুলসিরাতের পথ সহজ হওয়া? চাই না । বিনা হিসাবে জান্নাত? চাই না । মহামহীয়ান আল্লাহর দিদার? চাই না।
যত যা-ই বলুন, একমাত্র দুনিয়াই আমার চাই! সব ভেসে যাক। গোল্লায় যাক আখেরাত। তবুও দোকান ছেড়ে জোহরে যাওয়া চলবে না ৷ ঘুম ছেড়ে ফজরে যাওয়া—ইম্পসিবল! বন্ধুদের আড্ডা ছেড়ে আছর-মাগরিব—হতেই পারে না!
নিচে কাল থেকে ভালো হয়ে যাবো pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 5.12 MB |
প্রকাশ সাল | ২০২২ সাল |
বইয়ের লেখকঃ | মাহিন মাহমুদ |
বইয়ের অনুবাদকঃ |