কাশীদায়ে শাহ নিয়ামাতুল্লাহ কাশ্মীরী pdf বই ডাউনলোড। কাদীদায়ে শাহ নিয়ামতউল্লাহ- বিষ্মকর ভবিষ্যদ্বাণী সম্বলিত এক কাশফ ও ইলহামের কাসীদা। জগতবিদ্বখ্যাত ওলীয়ে কামেল হযরত শাহ নিয়ামতউল্লাহ র আজ থেকে ৮৫২ বছর পূর্বে হিজরী ৫৪৮ সাল মুতাবিক ১১৫২ খ্রিস্টাব্দে রচনা করেন এ কাসীদা। কালে কালে তারঁ এ কাসীদার এক একটি ভবিষ্যদ্বাণী ফলে গেছে আশ্চর্যজনকভাবে। মুসলিম জাতি বিভিন্ন দুযোর্গকালে এ কাসীদা পাঠ করে ফিরে পেয়েছে তাদের হারানো প্রণাশক্তি, উদ্দীপিত হয়ে উঠেছে নতুন আশায়।
ইংরেজ শাসনের ক্রান্তিকালে এ কাসীদা মুসলমানদের মধ্যে মহাআলোড়ন সৃষ্টি করে। এর অসাধারণ প্রভাব লক্ষ্য করে বিটিশ বড়লাইট লর্ড কার্জনের শাসনামলে (১৮৯৯-১৯০৫) এ কাসীদা নিষিদ্ধ ঘোষণা করা হয়।
আরও ইসলামিক বই দেখুনঃ
- সত্যের সেনানী pdf বই ডাউনলোড
- মুসান্নিফগণের জীবনী ২য় খন্ড pdf বই ডাউনলোড
- শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহঃ ও চিন্তাধারা বই ডাউনলোড
- সংগ্রামী সাধকদের ইতিহাস ৫ম pdf বই ডাউনলোড
- সংগ্রামী সাধকদের ইতিহাস ৫ম pdf বই ডাউনলোড
ফারসী ভাষায় রচিত হযরত শাহ নিয়ামতউল্লাহ র-এর এ সুদীর্ঘ কবিতায় ভারত উপমহাদেশ তথা সমগ্র বিশ্বের ঘটিতব্য বিষয় সম্পর্কে অনেক ভবিষ্যদ্বানী করা হয়েছে। নিম্নে এ কাসীদার সারমর্ম প্রদত্ত হলো: ১. এখানে তুর্কী মুঘলদের সাম্রাজ্য প্রতিষ্ঠিত হবে।
২. তাদের পতনের পর প্রতিষ্ঠিত হবে ভিনদেশী খ্রিষ্টানদের রাজত্ব,৩. তাদের শাসনকালে মহামারী আকারে প্লেগ এবং রচম দুর্ভিক্ষ দেখা দিবে এবং এতে বহু প্রাণহানি ঘটবে, ৪. দ্বিতীয় মহাযুদ্ধের পরে ইংরেজরা ভারত উপমহাদেশ ছেড়ে চলে যাবে কিন্তু এখানে অঞ্চলে-অঞ্চলে, সম্প্রদায়ে-সম্প্রদায়ে স্থায়ী শত্রুতার বীজ বপন করে যাবে,৫. ভারত বিভক্ত হয়ে দুটি পৃথক রাষ্ট্রের সৃষ্টি হবে।
৬. অযোগ্য লোকেরা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হবে,৭. মানুষের আইন-কানুনের প্রতি কোন শ্রদ্ধা থাকবে না,ঘুষ, দুর্নীতি,অশ্লীলতা, জেনা, ব্যাভিচার, অরাজকতার সয়লাব সৃষ্টি হবে উপরোক্ত ভবিষ্যদ্বাণীগুলো ইতোমধ্যে হুবহু বাস্তবায়িত হয়েছে। ৮, মুসলমানদের উপর বিধর্মীরা মহা যুলম ও অত্যাচার চালাবে, তাদের জানমালেল কোন মূল্য থাকবে না, তাদের রক্তের সাগর বয়ে যাবে, ঘরে ঘরে কালবালার মত আহাজারী সৃষ্টি হবে।
৯. এরপর পাঞ্জাবের প্রাণকেন্দ্র মুসলমানদের দখলে আসবে, হিন্দুরা সেখানে থেকে পালিয়ে যাবে,১০. অনুরূপ হিন্দুরা মুসলমানদের একটি বৃহৎ শহর দখল করে নিয়ে পাইকারীভাবে মুসলিম নিধন চালাবে, ১১. নামধারী এক মুসলিম নেতা এক জঘন্য চুক্তি স্থাপন করে হিন্দুদের সাহায্য করবে, ১২. এরপর দুই ঈদের মধ্যবর্তী এক সময়ে বিশ্ব জনমত হিন্দুদের বিপক্ষে চলে যাবে,১৩. মহররম মাসে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে বীর বিক্রমে অগ্রসর হবে,১৪. উসমান ও হাবীবুল্লাহ নামের দুই মহান নেতা মুসলিম ফৌজের নেতৃত্বে দিয়ে প্রচন্দ লড়াইয়ে ঝাপিঁয়ে পড়বে । আরও ইত্যাদি বইটি পড়তে ডাউনলোড করতে পারেন।
নিচে কাশীদায়ে শাহ নিয়ামাতুল্লাহ কাশ্মীরী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | আখিরুজ্জামান গবেষণা কেন্দ্র |
বইয়ের ধরণঃ | ইসলামিক ইতিহাস বই |
বইয়ের সাইজঃ | 1.09 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | |
অনুবাদঃ |