কিতাবুল আরশ pdf বই ডাউনলোড। ইসলামে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক আকীদাহ-বিশ্বাস। সঠিক আকীদাহ-বিশ্বাস ছাড়া কেউ নিজেকে মুসলিম দাবি করলেও নিজের অজান্তে সে ইসলাম থেকে বেরিয়ে যেতে পারে। তাই একজন মুসলিম সঠিক আকীদাহ-বিশ্বাসের ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেবে। সঠিক আকীদাহ-বিশ্বাস সম্পর্কে জ্ঞানার্জন করবে। সঠিক আকীদাহ-বিশ্বাস পরিপন্থি বিষয় সম্পর্কে বিস্তারিত জেনেশুনে তা থেকে দূরে থাকবে।
ইসলামী আকীদাহ হচ্ছে, আল্লাহ তাআলা স্বসত্তায় আরশের উপর। কিন্তু আমাদের দেশের অধিকাংশ লোকের আকীদাহ হচ্ছে, আল্লাহ সর্বত্র বিরাজমান। অথচ এটি বিভ্রান্ত ফিরকা জাহমিয়াদের আকীদাহ। তারাই সর্বপ্রথম এ আকীদাহ পোষণ করে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- জিহাদ pdf বই ডাউনলোড
- রমযানের ফযীলত গুনাহ মাফের মাস pdf বই
- জীবনের শেষ দিন pdf বই ডাউনলোড
- সহীহ মুসলিম শরীফ ৭ম খন্ড pdf বই ডাউনলোড
- মুখতাসারুল ফাওয়ায়েদ pdf বই ডাউনলোড
অপরপক্ষে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত ঐক্যমতে; এমনকি সমস্ত ঐশী ধর্ম অনুযায়ী আল্লাহ তাআলা আসমানের ঊর্ধ্বে আরশের উপরে। অসংখ্যা আয়াত ও হাদীস দ্বারা এ আকীদাহ সুপ্রামণিত। সাহাবী, তাবিয়ী, তাবা-তাবিয়ীসহ সমস্ত সালাফের এটাই আকীদাহ ছিল। তাদের ইজমা হচ্ছে,. কেউ যদি আল্লাহ উর্ধ্বে থাকাকে অস্বীকার করে, সে কাফির হয়ে যাবে।
ইমাম আবূ হানীফাহ রাঃ বলেন, অর্থাৎ- যে ব্যক্তি বলে, আমি জানি না, আমার রব আসমানে না জমিনে সে কাফির হয়ে গেল। কেননা আল্লাহ তাআলা বলেছেন, রহমান আরশের উপর উঠেছেন। তারঁ আরশ সাত আসমানের উপরে। আবূ মূতী বলেন, আমি জিজ্ঞাসা করলাম, যদি সে ব্যক্তি বলে, আল্লাহ আরশের উপর কিন্তু আমি জানি না আরশ আসমানে না জমিনে। তিনি বললেন, সে কাফির। কেননা সে আল্লাহর আসমানে উপরে থাকাকে অস্বীকার করেছে।
ইমাম দারিমী রা.- বলেন, তাদেরকেও কাফির বলব এজন্য যে, তারা জানে না আল্লাহ কোথায়, আল্লাহকে কোথায় গুনে গুণান্বিত করে না এবঙ কুরআনে স্পষ্ট আয়াত এবং রাসূল সাঃ-এর সুন্নাহর মাধ্যমে প্রমাণিত আল্লাহ সকল দিক থেকে সবকিছুর ঊর্ধ্বে থাকাকে সাব্যস্ত করে না।
ইমাম মুহাম্মাদ বিন মুসআব রা.- বলেন অর্থাৎ যে ব্যক্তি মনে করে, আল্লাহ, তুমি কথা বলো না, তোমাকে দেখা যাবে না সে তোমাকে অস্বীকারকারী, সে তোমাকে চিনত পারেনি। আমি সাক্ষ্য দিচ্ছি, তুমি সাত আসমানের ঊর্ধ্বে আরশের উপরে। আল্লাহর দুশমন যিন্দিকরা যেমনটা বলে তুমি তেমনটাও নও। আরও পড়তে চাইলে বইটি ডাউনলোড করে নিতে পারেন।
নিচে কিতাবুল আরশ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | দারুস সালাম পাবলিকেশন্স |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজ | 2.91 MB |
প্রকাশ সালঃ | ২০২০ সাল |
বইয়ের লেখকঃ | উসমান আয-যাহাবী |
বইয়ের অনুবাদকঃ | আব্দুল্লাহ মাহমুদ |