কিতাবুল কাবায়ের
কিতাবুল কাবায়ের pdf বই ডাউনলোড। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এর বিধি-বিধানসমূহ পবিত্র কুরআন ও হাদীস থেকে উৎসারিত। এই অনুশাসন এর মধ্যে কিছু আছে অবশ্য পালনীয়, আর কিছু আছে অবশ্য বর্জনীয়। কঠোরভাবে নিষিদ্ধ কাজ, যার পরিণতি ও শাস্তি ভয়াবহ, তাকে কবিরা গুনাহ বলা হয়। এই সকল কবীরা গুনাহের বর্ণনা প্রাসঙ্গিকভাবে পবিত্র কুরআন ও হাদীসের বিভিন্ন স্থানে এসেছে।
আল্লাহ তায়ালা মানব জাতির দুনিয়া ও আখিরাতের প্রভূত কল্যাণের জন্য কিতাব ও সহীফা দিয়ে সময়ে সময়ে নবী রাসূল আঃ পাঠিয়েছেন। তাঁদের মাধ্যমে মানুষকে সঠিক পথ দেখিয়েছেন। দেখিয়েছেন শান্তি-শৃংখলা ও সমৃদ্ধির পথ। এই ধারাবাহিকতায়র সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কুরআন। এবং সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ রাসূল হচ্ছেন হযরত মুহাম্মদ সাঃ।
আরও দেখুনঃ কল্যাণ সমাজ গঠনে মহানবী pdf বই
পবিত্র কুরআনে এবং রাসূল সাঃ এর হাদীসে মানুষের ইহকালীন মঙ্গল এবং পরকালীন শাস্তির জন্য বিধি-নিষেধ জারি করা হয়েছে। কিছু কাজ করতে আদেশ দেয়া হয়েছে। আবার কিছু কাজ করতে নিষেধ করা হয়েছে। নির্দেশিত কাজগুলো সঠিকভাবে পালন করলে যেমন ইহকাল ও পরকালে শান্তি ও সমৃদ্ধি আসবে, তেমনি নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত না থাকলে দুনিয়াতে অশান্তি দেখা দিবে। এবং আখিরাতেও কঠোর শাস্তি ভোগ করতে হবে।
আল্লাহ ও রাসূল সাঃ এর আদেশ-নিষেধগুলো পবিত্র কুরআন ও হাদীসে একসাথে গ্রন্থিত নেই। সময়ের প্রয়োজনানুযায়ী সমগ্র কুরআন ও হাদীসের বিভিন্ন জায়গায় এসব বিধৃত হয়েছে। এর মধ্যে যেসব কাজের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে, সেসব কাজকে কবীরা গুনাহ বলা হয়।
আল্লামা ইমাম হাফিজ শামসুদ্দিন যাহাবী রহঃ কুরআন-হাদীসে বর্ণিত কবীরা গুনাহগুলোকে চয়ন করে আজ থেকে প্রায় ৭৫০ বছর আগে ‘কিতাবুল কাবায়ের শীর্ষক প্রামাণ্য গ্রন্থটি রচনা করেন। যা বিশ্বের আলিম-উলামা ও শিক্ষাবিদদের নিকট রেফারেন্স গ্রন্থ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
আরও দেখুনঃ শয়তানের পরিচিতি pdf বই
গ্রন্থটিতে তিনি ৭০টি কবিরা গুনাহ গ্রন্থিত করেছেন। গ্রন্থটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, প্রত্যেকটি কবীরা গুনাহের বর্ণনায় তিনি কুরআনের একাধিক আয়াত ও হাদীসের উদ্ধৃতি দিয়েছেন।
নিচে কিতাবুল কাবায়ের pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলামিক ফাউন্ডেশন বইয়ের ধরণঃ কবিরা গুনাহ বইয়ের সাইজঃ 9.12 MB প্রকাশ সালঃ ২০১০ ইং বইয়ের লেখকঃ ইমাম শামসুদ্দিন যাহাবী রহঃ অনুবাদঃ আবু সাদেক মুহাম্মদ নুরুজ্জামানডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ