কিতাবুল ফিরদাউস ২য় খন্ড pdf বই ডাউনলোড। পবিত্র কুরআনুল কারীমের পাশাপাশিই ইসলামের প্রথম থেকেই হাদিসের চর্চাও সমান ভাবে চলে আসলেও বাঙালি মুসলিমদের নিকট সিয়অ সিত্তা ব্যতীত বিভিন্ন প্রসিদ্ধ হাদিস গ্রন্থগুলো একেবারেই অপরিচিত। যার মধ্যে অন্যতম গ্রন্থ, ইমাম বুখারী রহ. এর ওস্তাদদের অন্যতম, ইমাম আব্দুল্লাহ ইবনে দয়ালামী রহ. এর কিতাবুল ফিরদাউস। ইমাম ইবনে দায়লামী রহ. এর গ্রন্থ সমূহ: ১. মুসনাদে ফিরদাউস, ২. আল কাবিরু কিতাবুল ফিরদাউস, ৩. আল কিতাবু ওয়াল আরকানু ওয়াল আহকাম, ৪. কিতাবুত দায়লামী, ৫. আসসুনানু কিতাবুল ফিরদাউস।
যা এক সময় ইরান, ইরাকসহ পৃথিবীর বিভিন্ন ইসলামী রাষ্ট্র গুলোতে প্রসিদ্ধ গ্রন্থ হিসেবে স্বীকৃতি পেলে ও বর্তমানে তা দুর্বল গ্রন্থগুলোনের অন্তর্ভুক্ত। যেহেতু গ্রন্থটি বাতিল নয়, সেহেতু তা বাস্তবের মাধ্যমে গ্রহণ করা আবশ্যক।
আরও ইসলামিক বই দেখুনঃ
- কিতাবুল হজ pdf বই ডাউনলোড
- প্রশ্নোত্তরে কিতাবুল যাকাত pdf বই ডাউনলোড
- কিতাবুল ঈমান pdf বই ডাউনলোড
- কিতাবুল ইলম জ্ঞানার্জন pdf বই ডাউনলোড
- কিতাবুল মোকাদ্দস pdf বই ডাউনলোড
কাজেই হাদীস গ্রন্থটি বাংলা মুদ্রণের ক্ষুদ্র প্রচেষ্টা করিলাম মাত্র। মহান আল্লাহ তাআলা যেন, উক্ত হাদীস গ্রন্থখানাটি সকলকেই সঠিক ভাবে বুঝার তৌফিক দান করেন, এবং আমাদের সকলকে যেন মুক্তির মহা মানব মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদীসের গুরুত্ব বুঝে আমল করার তৌফিক দেন। “আমিন“
বঙ্গানুবাদ: হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে সর্বদা একটি দল থাকবে যারা হকের পক্ষে যুদ্ধ করবে, তারা দুশমনদের উপর বিজয় থাকবে, তাদের সর্বশেষ দলটি দাজ্জালেল বিরুদ্ধে যুদ্ধ করবে।
হযরত আবু বাসির রহিমাহুল্লাহ বলেন, আমি আবু আব্দুল্লাহ আস সাদিক রহিমাহুল্লাহ কে জিজ্ঞেস করলাম, কখন ইমাম মাহদীর আবির্ভাব হবে? তিনি বললেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশধর এর জন্য কোন নির্দিষ্ট সময় নেই। তবে ইমাম মাহদীন আবির্ভাবের পূর্বে দুই ধরনের মৃত্যু দেখা যাবে। এক,শ্বেত মৃত্যু। দুই, লাল মৃত্যু। শ্বেত মৃত্যু অর্থাৎ দুর্ভিক্ষের কারণে মৃত্যু আর লাল মৃত্যু হল যুদ্ধের কারণে মৃত্যু।
হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ওহুদের যুদ্ধের দিন বলল, আমি যদি নিহত হয়ে যায় তবে আমি কোথায় যাব? হযরত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতে, তখন তিনি তার হাতের খেজুর সমূহ ফেলে দিয়ে লড়াই করে অবশেষে শাহাদাত বরণ করলেন।
নিচে কিতাবুল ফিরদাউস ২য় খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | বিনীত প্রকাশক |
বইয়ের ধরণঃ | হাদিস বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 2.43 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | ইমাম আব্দুল্লাহ ইবনে দায়লামী রহ. |
অনুবাদঃ | আল্লামা হাবিবুর রহমান |